ওহ দাদা, যা খেলুম !
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ মার্চ, ২০১৩, ১২:১৪:৫৩ রাত
সকালে মা রান্না করল,খেলুম। দুপুরে অফিসে কেউ কিছু রান্না করেনি,বাইরের থেকেও আনেনি তবুও কিছু না কিছু খেলুম। খানিক পর বুঝলুম ,পেটে ছুচো দৌড়াচ্ছে। শ্রদ্ধেয় বড় বোনের সাথে ক্যান্টনমেন্টে গেলুম।দুজনে বিশাল বাজার সওদা করলুম। স্টোরের সামনে দেখলুম গরম সিংগাড়া,খেলুম। মোগলাই...তাও ...না খেলুম না,তবে খেতে ইচ্ছা হচ্ছিল। ঠন্ডা হয়ে গেছে মনে হল। ফিরে আসলুম। দুধের মধ্যে হরলিক্স দিয়ে গুলে নোনতা বিস্কুট ডুবিয়ে খেলুম। বরই খেলুম। পিঠা খেলুম। একটু মিস্টি খেলুম। মুড়ির মোয়া,,সেটাও। দই খেলুম। মা মাটন কারি,কৈ,রুই ভাজি,নানান পদের রান্না করল,,,,ওহ দাদা যা খেলুম !
আবার ক্ষুধা লাগল ক্যান ! রাত অনেক হয়েছে,আমি না বুঝলেও পেট বাবাজি ঠিকই বুঝে গেছে। যাই,,দেখী আর কি কি আছে.....
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন