কুৎসিত বিভৎস্য পরিবেশ

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৬ মে, ২০১৬, ০৯:৫৯:৩৭ রাত



১৯৭১ থেকে ২০০৬ পর্যন্ত নানান ধরনের শাসন-শোসন চলেছে দেশে ,তখনও প্রতিহিংসা ছিলো। রাজনৈতিক অস্থিরতা ছিলো। ভিন্ন মতের রাজনীতির প্রতি বিতশ্রদ্ধতা ছিলো। কিন্তু বিভৎস্যতার মাত্রা আজকের মত ছিলোনা। তখনও রাজনৈতিক কর্মীরা একে অপরের প্রতি ধাওয়া করেছে,ভাংচুর হয়েছে কিন্তু মানুষ হত্যার বিষয়টি আজকের মত সস্তা ছিলোনা। প্রকাশ্যে কুপিয়ে,টুকরো টুকরো করে মানুষ হত্যা এ পর্যায়ে কোনো কালেও ছিলোনা।

রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কখনও কখনও কেউ কেউ হত্যা করে লাশটি প্রতিপক্ষের ঘরে রেখে পুলিশকে খবর দিয়ে হেনস্থা করার চেষ্টা করেছে। কিন্তু এটি ছিলো রেয়ার। আর আজকে স্বয়ং পুলিশকেই এ কাজে ব্যবহার করা হয়। রাজনৈতক-অরাজনৈতিক নির্বিশেষে প্রতিবাদ করলেই তার উপর শাসিত নেমে আসে।

বাংলাদেশের অবস্থাদৃষ্টে স্পষ্ট মনে হচ্ছে সরকারের নিজের উপর কোনো নিয়ন্ত্রন নেই,যেন তারা যে কোনো মূল্যে কারো আদেশ পালন করছে। কিছুদিন পূর্বে মন্ত্রী তারানা হালিম ইন্টারনেট থেকে পর্ণো ওয়েব সাইট ১ সপ্তাহের ভেতর বন্ধ করে দিবেন বলে ঘোষনা করেন। কিন্তু কয়েক ঘন্টা পর তিনি নিজ থেকেই তার বক্তব্য প্রত্যাহার করেন এবং প্রকাশ্য অশ্লীলতার পক্ষে অবস্থান গ্রহন করেন বা বাধ্য হন। স্পষ্ট হয়ে যায়- তিনি তার উপরের কারো আদেশ পালন করেছেন।

তরুন-যুবক শ্রেনীর চারিত্রিক অধ:পতন ঘটাতে সমস্ত উপকরন প্রকাশ্যে সরবরাহ করা হচ্ছে। মারাত্মক নেশার দ্রব্য তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাদের পিতা-মাতার হাতে নোংড়া সাংষ্কৃতির উপকরন ও উপায় তুলে দেওয়া হচ্ছে অঅর তারা তা গ্রহনও করছে। ছোট বাচ্চারা পর্যন্ত খুন খারাবীতে পটু হয়ে উঠেছে। সমাজ থেকে শালীনতাবোধ উঠে গেছে। অশ্লীলতার চর্চাকে মানবাধীকার বলে চিহ্নিত করে তার সংরক্ষনে আন্দোলন পর্যন্ত হচ্ছে।

একদিকে নেশার দ্রব্য অন্যদিকে অশ্লীলতা সমাজকে সয়লাব করেছে। এর ভেতর আছে নানামুখী ভেজাল। অত্যন্ত জটিল কঠিন উপায়ের নকল খাবার ও ভেজালের কৌশল সাধারন মানুষকে সুচতুরভবে শিখিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা ঘরে ঘরে ভেজালের কারখানা খুলে বসেছে। আর মারাত্মক সব রাসায়নিক দ্রব্য দেদারছে সরবরাহও করা হচ্ছে।

সমাজে যে শ্রেণী ছিলো অন্যায়ে প্রতিবাদী তারা কোনঠাসা হয়ে পড়েছে। নতুন এক প্রজন্মকে জন্মানো হয়েছে যারা নীতি নৈতিকতার স্থলে নিজেদের ইচ্ছাকেই গ্রহন করেছে। যার যা মনে চাচ্ছে করছে। অপরাধ গা সওয়া হয়ে পড়েছে। নির্দিধায় মানুষ খুন করছে এবং এর বিচারও হচ্ছেনা। যে আদালতের উপর মানুষের অঅস্থা ছিলো তা আর সে পর্যায়ে নেই। বিচার বিভাগকেও মানুষ হত্যার হাতিয়ার বানানো হয়েছে।

সব পাল্টে গেছে। পূর্বে বিশ্বে কোথাও বোমা বিস্ফোরিত হলে আলকায়েদার নাম শোনা যেত ,কিন্তু আজ একই ক্ষেত্রে আই.এস এর নাম শোনা যায়। এটি স্পষ্ট যে-সবকিছুতে আলকায়েদা জড়িত এটা মানুষ বিশ্বাস করছিলো না। তাই নতুন গ্রুপ আই.এস তৈরীর প্রয়োজন দেখা দিলো। আগামী দশক অন্তত এরাই সকল অপরাধের দায়-দায়ীত্ব স্বীকার করবে। মানুষ তা বিশ্বাসও করবে,বা মিডিয়াকে দিয়ে বিশ্বাস করানো হবে।

এক অরাজকতাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। মানুষের ভেতর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে দ্রত। ব্যপক পারিবারিক-সামাজিক সমস্যা গ্রাস করছে। সর্বত্র অস্থিরতা।

এতক্ষন যা বললাম সবই সত্য এবং এসবই কিয়ামতের পূর্ব লক্ষন। এরপর আরও বড় বড় আলামতগুলো প্রকাশিত হবে। কিন্তু মানুষ এমনই বিকারগ্রস্থ যে অনুধাবনের যোগ্যতাও হারিয়েছে।

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368203
০৬ মে ২০১৬ রাত ১০:২৪
সন্ধাতারা লিখেছেন : Salam. I shall comment in Bengali later.
০৭ মে ২০১৬ দুপুর ১২:০৮
305634
দ্য স্লেভ লিখেছেন : আচ্ছা ঠিক আছে...খেয়ে দেয়ে পরে আসেন
368207
০৬ মে ২০১৬ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনাদের নিজেদের যা চরিত্র!!! তাতে আর কি আশা করা যায়!
০৭ মে ২০১৬ দুপুর ১২:০৮
305636
দ্য স্লেভ লিখেছেন : শুধু তাদের চরিত্রই নয়...নানান বৈদেশীক কাহিনী হচ্ছে..অবশ্য তারাই দাওয়াত করেছে
368226
০৬ মে ২০১৬ রাত ১১:১৬
আফরা লিখেছেন : প্রথমে পড়ে ভাবছিলাম হুজুর আবার রাজনীতিবিধ হল কবে থেকে শেষে এসে দেখলাম না হুজুর হুজুরই আছে ।

ধন্যবাদ হুজুর ।
০৭ মে ২০১৬ দুপুর ১২:১০
305638
দ্য স্লেভ লিখেছেন : হুজুর রাজনৈতিক বিশ্লেষনও করে কিন্তু যেহেতু বেশীরভাগ ব্লগার সে দায়ীত্ব নিয়েছে তাই হুজুর শুধু খাওয়া দাওয়া নিয়ে আছে Happy
368229
০৬ মে ২০১৬ রাত ১১:২৫
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

মহান আল্লাহ
আমাদের এই পরিস্থিতি থেকে হেফাজত করুন
আমিন।

যারা নেতা পর্যাযে আছেন, তাদের হেদায়েত করুন।
০৭ মে ২০১৬ রাত ১২:১৯
305588
সন্ধাতারা লিখেছেন : সহমত
০৭ মে ২০১৬ দুপুর ১২:১০
305639
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। ঠিক বলেছেন। তবে সাধারন মানুষেরও জ্ঞান হওয়া জরুরী
368232
০৭ মে ২০১৬ রাত ১২:১৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই।

বিজ্ঞভাবে যে বীভৎস চিত্রের বাস্তব অবস্থা তুলে ধরেছেন তা যেকোন ভয়ঙ্কর যুদ্ধের চিত্র। যা বাংলাদেশে বিরাজ করছে। আপনার লিখাটি পড়ে গা শিউরে উঠছে। এযেন জাহান্নামের দোরগোড়ায় আমরা।

নামেমাত্র গদিতে শাসক আছে কিন্তু ক্ষমতা অন্যের। ভাবতেই আঁতকে উঠে মানুষ।

মহান রব এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির অবসান করুন। এটাই আমাদের প্রার্থনা।

সুন্দর ও যথার্থ বিশ্লেষণের জন্য জাজাকাল্লাহু খাইর।
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৩
305642
দ্য স্লেভ লিখেছেন : আমার সমস্যা হল যখন মনে আসে তখন লিখে ফেলি অঅর রিভাইসও করিনা জাস্ট পোস্ট বাটনে ক্লিক করি। মূলত এসব বিষয়গুলো একটি বাস্তবতার দিকে এগুচ্ছে। মানুষের ভেতর চরম ক্ষোভ তৈরী ও তা বিষ্ফোরনের একটি সময় অঅসছে। আর সেটাই হল হিন্দুস্থান বিজয়ের পটভূমী। আর এরপর বিশ্বব্যপী কাফির ও মুসলিমের যুদ্ধ।....বিজয় মুমিনদেরই হবে..হাদীস তাই বলে
368256
০৭ মে ২০১৬ সকাল ০৬:৪৭
তবুওআশাবা্দী লিখেছেন : দেশের শাসন ব্যবস্থার পুরো ব্যাপারগুলিই হ য ব র ল হয়ে গেছে|খুবই খারাপ লাগছে ভাবতে যে কিভাবে এত তাড়াতাড়ি সব নষ্ট হয়ে গেল!
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৫
305646
দ্য স্লেভ লিখেছেন : খুব দ্রুত নষ্ট হয়েছে। যারা এসব করেছে তারা সফলতা দেখে নিজেরাই টাস্কি খেয়েছে। ২০০৬ সালে গ্লোবাল ট্রেন্ড ২০২০ নামে আমেরিকার এক গোপন এজেন্ডা ফাস হয়েছিলো...সেখানে যা লেখা ছিলো তার পুরোটাই ঘটছে।......ভারত এখানে একই খেলা নমসুদ্দুর স্টাইলে খেলছে
368261
০৭ মে ২০১৬ সকাল ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : মানুষ আজ প্রতিবাদের ভাষা ভুলে গেছে। বেঁধে মারলেও নীরব থাকছে। আসলে একজন নেতার অভাবেই এ সব ঘটে চলেছে।
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৬
305647
দ্য স্লেভ লিখেছেন : আমার বিশ্বাস সময়ে নেতা তৈরী হতে বাধ্য হবে
368309
০৭ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমাদের এই পরিস্থিতি থেকে হেফাজত করুন। আর তাদের হেদায়েত করুন।
০৭ মে ২০১৬ রাত ০৯:৪৩
305710
দ্য স্লেভ লিখেছেন : আমিন !!
368713
১১ মে ২০১৬ দুপুর ০২:৩০
মোহাম্মদ লোকমান লিখেছেন : এমন কঠিন পরিস্থিতি থেকে রেহাই পাওযার জন্য আল্লাহর শেখানো ঐক্য ছাড়া আর কোন পথ খোলা নেই। কিন্তু আমরা আল্লাহর রজ্জু ধারণ না করে শয়তানের রজ্জু ধারণ করে চলেছি। আল্লাহ রক্ষা করুন।
১২ মে ২০১৬ সকাল ০৯:৩১
306116
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ রক্ষা করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File