যারা প্রকাশ্যে আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করেছে,তাদেরকে দেখেছেন ???

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ এপ্রিল, ২০১৬, ০৯:৩৯:৪৭ রাত




এই লোকটির নাম মুফাস্সিল ইসলাম। দেশ বিদেশের বিভিন্ন হট ইস্যুতে এই লোক নিজের একটি ভিডিও বার্তা ধারন করত এবং ইউটিউবে প্রচার করত। তার সেসব কথায় কিছু ইসলাম এবং কিছু যুক্তি থাকত। আমি তার বেশ কিছু ভিডিও দেখেছি। মনে হয়েছে তার কথার পাল্টা যুক্তি থাকলেও খারাপ না। অনেকেই তার কথা পছন্দও করেছে। তবে বরাবরই মনে হত লোকটা একটু ক্রেজী। দ্রুত উত্তেজিত হয়ে গালাগাল করা লোক। ইংরেজীতে তিনি গালাগাল করতেন। তবে তিনি ইসলাম জানেন,বোঝেন এমনটাই মনে হয়েছে। তার অনেক পড়াশুনা গবেষনা আছে তাও বোঝা যেত। তার অনেকগুলো ভিডিও লক্ষাধিক বার মানুষ দেখেছে। দিনে দিনে লোকটি বেশ পরিচিত হয়ে ওঠে। তবে লোকটি অনেক ইসলামিস্ট কর্তৃক সমালোচনার শিকারও হয়েছিলেন। অনেকে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপও করেছে। সত্যিই তার আচরন বিদ্রুপ করার মতই,যদিও সে নানান যুক্তি ও ইসলাম ব্যবহার করে কথা বলত।

আজ তার একটি ভিডিও দেখলাম। জনাব মুফাস্সিল স্পষ্ট ভাষায় বললেন-তিনি ইসলামকে বিসর্জন দিলেন। তিনি এখন মুক্ত। তিনি আল্লাহর রসূল(সাঃ)কে গালি দিলেন। তিনি অভিযোগ করলেন ইসলাম মুক্ত চিন্তার বিরোধী। ইসলাম টেরোরিস্ট তৈরী করে,ইসলামই সন্ত্রাসবাদ,এটা মানুষকে শেখায় ছোটখাটো খুটিনাটি বিষয়ও কিন্তু মুক্ত চিন্তা করতে শেখায় না। রসূল(সাঃ)কে রেপিস্টও বললেন লোকটা(নাউযুবিল্লাহ)। তার কথার ভেতর গালি ছিলো ভরপুর। লোকটা চরম লাগের,ক্ষোভে কথা বলছিলেন। ইসলামের উপর তার সমস্ত ক্ষোভ প্রকাশ করলেন।

লোকটাকে মানুষ কটাক্ষ করেছে আর তখন সে তার আপনজন বা বন্ধুদেরকে পাশে পায়নি। এটাও তার ক্ষোভের কারন। ভালো মুসলিম হিসেবে খ্যাত বন্ধুরা যখন তার পক্ষে থাকেনি,তখন সে এটাকে ইসলামের দোষ হিসেবে মূল্যায়ন করেছে। অত্যন্ত স্পষ্ট ভাষায় লোকটা তার ইসলাম থেকে বের হয়ে নাস্তিক্যবাদ গ্রহনের কথা বলল। ....তার পূর্বেকার ইসলাম পালনের জন্যে ব্যপক আফসোস করল !

আমার বিশ্লেষন: লোকটা এতকালের কষ্টে পালিত বহু ভালো কাজ ও ইসলামিক কাজের সকল পুরষ্কার শেষ করে দিল। এক মুহুর্তেই জান্নাতের রাস্তা থেকে পুরোপুরি জাহান্নামের রাস্তায় ঢুকে পড়ল। নিজেকে অভিশপ্ত করল।

সম্ভবত: সে পূর্বেই নাস্তিক ছিলো ,কিন্তু নিজের পরিচয় প্রকাশ করেনি। ইসলাম নিয়ে পড়াশুনা করে এবং এ বিষয়ে নানান ভিডিও তৈরী করে মানুষের নজর কেড়েছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার নজর কেড়েছে। লন্ডনে বসবাসরত লোকটি এসব কর্মকান্ডে সেখানকার নেতৃস্থানীয়দের নজরে আসে অনেক আগেই। আর উপযুক্ত একটি সময়ে নিজের পরিচয়টি প্রকাশ করল। এখন সে ইসলামের বিরুদ্ধে নানান ভিডিও তৈরী করতে থাকবে। ইতিমধ্যেই সে বড় বড় পত্রিকা ও ইলেট্রিনিক মিডয়াতে পরিচিত হয়েছে। নিজেকে সে এভাবেই সফল করবে,এমনটাই হয়ত ছিলো তার পরিকল্পনা।

কিন্তু এসব লোকেদের পরিনতী হল, এরা না পায় দুনিয়া আর না পায় আখিরাত। এরা হল সেসব অবাঞ্চিত লোক,যারা দু-কূলই হারায়। আফসোস এই লোকটির জন্যে, আফসোস নাস্তিকদের জন্যে !!!

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365891
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:১৬
আবু জান্নাত লিখেছেন : আপনার বিশ্লেষণ দারুন। লোকটিকে আমি প্রায় দুবছর আগে থেকে ফলো করি ফেসবুকে। প্রথম দিকে ইসলাম সম্পর্কে ভালই লিখতো।

নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতো, নামধারী ব্লগার হত্যার জন্য ব্লগারদের উসৃংখ্যল আচরণকে দায়ী করতে। এক কথায় ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল।

পরক্ষণে কিছু ইসলামী ব্যক্তিত্বের পিছে লেগে অনেক বিতর্কিত হয়েছেন। মুসলিম ফেসবুকাররা তাকে অনেক ধোলাই করেছেন। জানি না, হয়তো এসব কারণে আজ পুরোপুরি ইসলাম থেকে লিপ্ট নিয়েছেন কিনা।

আল্লাহই উত্তম পথ প্রদর্শনকারী।

১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৩৮
303573
দ্য স্লেভ লিখেছেন : হ্যা পরের দিকে সমালোচনার পর ক্রেজী হয়ে যায়।
365892
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাগল কে গুরুত্ব না দেওয়াই ভাল।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৩৯
303574
দ্য স্লেভ লিখেছেন : লেঅকটা ক্রেজী। সমালোচনা সহ্য করতে পারেনা। নানান গালি দিয়ে ভিডিও বানায়
365902
১৬ এপ্রিল ২০১৬ রাত ১১:০৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৩৯
303575
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। ঠিক,ভাই। সে আহাম্মক নং ১
365911
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:৩৭
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আমিও লোক টাকে চিনতাম ফেসবুকের মাধ্যমে! তবে এতো টা উন্মাদ?জানতাম না! আফসোস!!!
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৪০
303576
দ্য স্লেভ লিখেছেন : প্রচন্ড উম্মাদ
365915
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:৫০
শেখের পোলা লিখেছেন : এরা কোনদিনই ইসলামের সৌন্দর্যের সন্ধান পায়নি৷ হয়ত কারও পেড এজেন্টও হতে পারে৷ এমন দু চারটে ইসলাম ছাড়লে ইসলামের কিছুই হবে না বরং সে নিজেই ক্ষতিগ্রস্থ হবে৷ আল্লাহ এদের হেদায়েত দিক৷ ধন্যবাদ৷
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৪১
303577
দ্য স্লেভ লিখেছেন : ইসলাম ছাড়ার কথায় আমার ভেতর কেপে উঠল। ভাবছিলাম কি অবলীলায় জাহাম্মামকে কেন নিল। এর থেকে খুনী,ধর্ষকও ভালো কারন তার তো শাস্তির পর জান্নাত আছে,ক্ষমা অাছে
365927
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৮:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : সে যে আস্ত একটা ভণ্ড, জেনেছি আরও বেশ কয়েকবছর আগে। সে চরম প্রদর্শনেচ্ছার রোগে আক্রান্ত।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২০
303590
দ্য স্লেভ লিখেছেন : সে চরম প্রদর্শনেচ্ছার রোগে আক্রান্ত।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor কথা সত্য। সব বিষয়ে তার অভিজ্ঞ মতামত প্রচারে পটু। তবে সে ভুল করল। এবার তার কোনো মতামত কেউ শুনবে না। আর সে শুধু গালাগালি ছাড়া আর কিছু করবে না। আসলেই পাগল হয়ে যাবে
365957
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নিজেকে হিট করার জন্যই প্রথমে সে জনপ্রিয় ইস্যু বেছে নেয়। এখন যেটা সে প্রকাশ করছে মনে মনে এটাই ছিল সে এতদিন। পাগলটাকে এড়িয়ে চলাই ভালো।
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৯
303615
দ্য স্লেভ লিখেছেন : আমারও এটা মনে হচ্ছে। আসলেই নাস্তিক কিন্তু বেশ পড়াশুনা করেছে। আর এখন অন্যদের থেকে বেশী সহায়তা পাবে ইউরোপ থেকে...
365974
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৪
হতভাগা লিখেছেন : আল্লাহই জানতেন তার সন্বন্ধে । এখন তার কি হবে সেটাও আল্লাহই নির্ধারণ করে রেখেছেন । তখন কি তার নাস্তিক বন্ধুরা এগিয়ে আসবে আল্লাহর রোষানল থেকে তাকে মুক্ত করতে ?
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:১৪
303753
দ্য স্লেভ লিখেছেন : সেদিন কেউ কাওকে রক্ষা করবে না। কিন্তু এরা দুনিয়াতেও ভালো থাকেনা। আল্লাহ এদের মানুষিক শান্তি উঠিয়ে নেন।
365989
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৪
আফরা লিখেছেন : উনাকে আমি একটা উন্মাদ বলেই জানতাম !
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪১
303711
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যারা উম্মাদ তারা জ্ঞানী হয় না । একসময় ভাল কথা বলত বলে অনেক লোক তাকে পছন্দ করতো বর্তমানে সে মুরতাদ তাই তার জ্ঞান শুন্য
ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:১৫
303754
দ্য স্লেভ লিখেছেন : আমি ভাবতাম লোকটা ক্রেজী কিন্তু কিছু ঠিক বলে। তবে ব্যপক গালাগাল করে কথা বলে। এখন দেখছি আরো পচা কথা বলে ভিডিও ছাড়ছে। বেয়াদব লোক সে,হ্যা উম্মাদ তো বটেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File