যারা প্রকাশ্যে আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করেছে,তাদেরকে দেখেছেন ???
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ এপ্রিল, ২০১৬, ০৯:৩৯:৪৭ রাত
এই লোকটির নাম মুফাস্সিল ইসলাম। দেশ বিদেশের বিভিন্ন হট ইস্যুতে এই লোক নিজের একটি ভিডিও বার্তা ধারন করত এবং ইউটিউবে প্রচার করত। তার সেসব কথায় কিছু ইসলাম এবং কিছু যুক্তি থাকত। আমি তার বেশ কিছু ভিডিও দেখেছি। মনে হয়েছে তার কথার পাল্টা যুক্তি থাকলেও খারাপ না। অনেকেই তার কথা পছন্দও করেছে। তবে বরাবরই মনে হত লোকটা একটু ক্রেজী। দ্রুত উত্তেজিত হয়ে গালাগাল করা লোক। ইংরেজীতে তিনি গালাগাল করতেন। তবে তিনি ইসলাম জানেন,বোঝেন এমনটাই মনে হয়েছে। তার অনেক পড়াশুনা গবেষনা আছে তাও বোঝা যেত। তার অনেকগুলো ভিডিও লক্ষাধিক বার মানুষ দেখেছে। দিনে দিনে লোকটি বেশ পরিচিত হয়ে ওঠে। তবে লোকটি অনেক ইসলামিস্ট কর্তৃক সমালোচনার শিকারও হয়েছিলেন। অনেকে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপও করেছে। সত্যিই তার আচরন বিদ্রুপ করার মতই,যদিও সে নানান যুক্তি ও ইসলাম ব্যবহার করে কথা বলত।
আজ তার একটি ভিডিও দেখলাম। জনাব মুফাস্সিল স্পষ্ট ভাষায় বললেন-তিনি ইসলামকে বিসর্জন দিলেন। তিনি এখন মুক্ত। তিনি আল্লাহর রসূল(সাঃ)কে গালি দিলেন। তিনি অভিযোগ করলেন ইসলাম মুক্ত চিন্তার বিরোধী। ইসলাম টেরোরিস্ট তৈরী করে,ইসলামই সন্ত্রাসবাদ,এটা মানুষকে শেখায় ছোটখাটো খুটিনাটি বিষয়ও কিন্তু মুক্ত চিন্তা করতে শেখায় না। রসূল(সাঃ)কে রেপিস্টও বললেন লোকটা(নাউযুবিল্লাহ)। তার কথার ভেতর গালি ছিলো ভরপুর। লোকটা চরম লাগের,ক্ষোভে কথা বলছিলেন। ইসলামের উপর তার সমস্ত ক্ষোভ প্রকাশ করলেন।
লোকটাকে মানুষ কটাক্ষ করেছে আর তখন সে তার আপনজন বা বন্ধুদেরকে পাশে পায়নি। এটাও তার ক্ষোভের কারন। ভালো মুসলিম হিসেবে খ্যাত বন্ধুরা যখন তার পক্ষে থাকেনি,তখন সে এটাকে ইসলামের দোষ হিসেবে মূল্যায়ন করেছে। অত্যন্ত স্পষ্ট ভাষায় লোকটা তার ইসলাম থেকে বের হয়ে নাস্তিক্যবাদ গ্রহনের কথা বলল। ....তার পূর্বেকার ইসলাম পালনের জন্যে ব্যপক আফসোস করল !
আমার বিশ্লেষন: লোকটা এতকালের কষ্টে পালিত বহু ভালো কাজ ও ইসলামিক কাজের সকল পুরষ্কার শেষ করে দিল। এক মুহুর্তেই জান্নাতের রাস্তা থেকে পুরোপুরি জাহান্নামের রাস্তায় ঢুকে পড়ল। নিজেকে অভিশপ্ত করল।
সম্ভবত: সে পূর্বেই নাস্তিক ছিলো ,কিন্তু নিজের পরিচয় প্রকাশ করেনি। ইসলাম নিয়ে পড়াশুনা করে এবং এ বিষয়ে নানান ভিডিও তৈরী করে মানুষের নজর কেড়েছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার নজর কেড়েছে। লন্ডনে বসবাসরত লোকটি এসব কর্মকান্ডে সেখানকার নেতৃস্থানীয়দের নজরে আসে অনেক আগেই। আর উপযুক্ত একটি সময়ে নিজের পরিচয়টি প্রকাশ করল। এখন সে ইসলামের বিরুদ্ধে নানান ভিডিও তৈরী করতে থাকবে। ইতিমধ্যেই সে বড় বড় পত্রিকা ও ইলেট্রিনিক মিডয়াতে পরিচিত হয়েছে। নিজেকে সে এভাবেই সফল করবে,এমনটাই হয়ত ছিলো তার পরিকল্পনা।
কিন্তু এসব লোকেদের পরিনতী হল, এরা না পায় দুনিয়া আর না পায় আখিরাত। এরা হল সেসব অবাঞ্চিত লোক,যারা দু-কূলই হারায়। আফসোস এই লোকটির জন্যে, আফসোস নাস্তিকদের জন্যে !!!
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতো, নামধারী ব্লগার হত্যার জন্য ব্লগারদের উসৃংখ্যল আচরণকে দায়ী করতে। এক কথায় ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল।
পরক্ষণে কিছু ইসলামী ব্যক্তিত্বের পিছে লেগে অনেক বিতর্কিত হয়েছেন। মুসলিম ফেসবুকাররা তাকে অনেক ধোলাই করেছেন। জানি না, হয়তো এসব কারণে আজ পুরোপুরি ইসলাম থেকে লিপ্ট নিয়েছেন কিনা।
আল্লাহই উত্তম পথ প্রদর্শনকারী।
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন