পোর্টল্যান্ড ফরেস্ট পার্ক

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ এপ্রিল, ২০১৬, ১১:৪৬:০৫ সকাল







গত রবীবার ২৭শে মার্চ ভাবলাম কেনাকাটা করব। পোর্টল্যান্ড ছুটলাম। সর্বপ্রথম এশিয়ান স্টোর থেকে জ্যান্ত মাছ তরি তরকারী কিনলাম বেশ। এরপর পোর্টল্যান্ড ফরেস্ট পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। বেশী দূরে নয় কিন্তু এখানে প্রবেশ করে মনে হল আমাজন অরন্যে এসেছি। অসাধারন সুন্দর এটা। পার্কটির দেখাশুনা করে একটি প্রতিষ্ঠান। পার্কের পশু পাখি দেখাশুনার জন্যে একটি ছোট ক্লিনিক আছে এখানে। ব্যক্তিমালিকানায় পোষা পাখিও দেখলাম একজন নিয়ে এসেছে। এরা ফ্রি ট্রিটমেন্ট করে।



শুরুতেই সুন্দর একটি স্থাপনা। এখানকার শেষ ঘরটি পাহাড়ী টিলার কিনার ঘেষে তৈরী। এখান থেকে বনের উপরিভাগটা গোচরীভূত হয়। খুব দারুন লাগে। ভেতরে একটি বড় ঘর জুড়ে পাখি সংক্রান্ত তথ্য রয়েছে,নানান সুভ্যেনির এবং রয়েছে এখানে ভ্রমনের ম্যাপ। বিভিন্নভাবে তথ্য দিয়ে সহায়তা করার জন্যে অভিজ্ঞ ভলান্টিয়ার রয়েছে। এ এলাকায় গৃষ্মে ক্যাম্পিং চলে।

একটা ম্যাপ হাতে নিয়ে পাহাড়ী সরু পথ ধরে এগিয়ে চললাম। আজ বৃষ্টি হয়েছে বেশ তাই কর্দমাক্ত রাস্তা আর পিচ্ছিল খানিকটা। যতই হাটছি ততই দারুন লাগছে। অল্প কিছু লোক এসেছে এখানে ভ্রমনে। পাহাড়ী রাস্তায় এঁকে বেঁকে নীচে নেমে আসলাম। এখানে রয়েছে প্রবাহমান সরু নদী যা দূরের কোনো ঝর্না থেকে নির্গত। পাহাড়ী প্রস্তরময় ভুমির উপর দিয়ে পানি লাফিয়ে লাফিয়ে চলেছে। একস্থানে দেখলাম বিশাল গাছ উপড়ে পড়ে আছে। উঠলাম তার উপর। হঠাৎ ছোটবেলার লাফালাফির কথা মনে পড়ল,তারপর দিলাম লাফ। শরীর বেশ পোক্ত আছে এখনও।

হাটতে হাটতে স্টোন হাউসে চলে আসলাম। বহু বছর পূর্বে বনে বসবাসকারী মানুষেরা এটা তৈরী করেছিলো। বাড়িটি দ্বিতল। পাথরের ব্লক কেটে চুন সুরকী বা এরকম কিছু জিনিস দিয়ে গেথে বাড়ি বানিয়েছে। উপরের তলার ছাদ ফাকা। সম্ভবত সেটা পূর্বে কাঠ দিয়ে ছাওয়া ছিলো। ২ তলা মিলে দুটি ঘর মাত্র। তেমন একটা ভালো লাগল না। ঘরের সারা গায়ে বদ পুলাপাইনরা নানান রকম লেখালিখি করেছে। পোর্টল্যান্ডে নানান সব গ্যাং আছে। কোথাও কোথাও তারা নিজেরা মারামারি করে। পুলিশের সাথেও এদের গোলাগুলি হয়। এরা মাদক ব্যবসায় জড়িত।



বারবার সময় দেখছিলাম। কারন এই পার্কে আসাটাই আমার আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হল সওগাত নামক ভারতীয় রেস্টুরেন্টে মাথা পর্যন্ত খাওয়া। স্টোন হাউসের ওপাশটা আরও সুন্দর কিন্তু পেটে ক্ষুধা নিয়ে প্রকৃতি দর্শন করার লোক আমি না। সকালে কয়েকটা বিস্কুট খেয়েছি দুধ দিয়ে। পেট ভরে কিছু খায়নি কারন দুপুরে ওই রেস্টুরেন্টে টানব। পেটের সৌন্দর্যই আসল সৌন্দর্য।

চললাম রেস্টুরেন্টে। এসে দেখী মাছের বাজার। লোকে লোকারন্য। তাড়াতাড়ি শুরু করলাম। ৪ বার নিলাম,টানলাম পেট উপচে মাথা পর্যন্ত। পেটের আনাচে কানাচে আনন্দ খেলা করতে লাগল। তারপর বাসায় ফিরে লাউ দিয়ে তেলাপিয়া মাছ....পরেরদিন টানার পালা।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364329
০১ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : খাওয়্যা হইলে যা হয়!
খাওয়ার জন্য তাহলে সারাদেশ চষে বেড়ান! আপনার হদানা গোষ্ঠী কি নাদান, মগুনি আপনার লাহান?
০১ এপ্রিল ২০১৬ রাত ১০:৪০
302200
দ্য স্লেভ লিখেছেন : হুমম কোনো এলাকায় গেলে দেখী সেখানে খাওয়ার কি কি আছে। তারপর সেই অনুযায়ী প্লান করি Happy
364341
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : মনে করছেন কি আপনারটাও স্টিকি হবে ? হবেনা। মডুরা ঘুমে।
০১ এপ্রিল ২০১৬ রাত ১০:৪১
302201
দ্য স্লেভ লিখেছেন : হুমম কথা ঠিক। সমস্যা নেই HappyHappy
364356
০১ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : এইতো চাই৷ এই না হলে ভাতিজা৷ পয়সা ওসুল করতে জানে৷ একটা বিষয় বড় ভাবায়,-ওখানেকি প্রাই বৃ্ষ্টি হয়? প্রতিটা ভ্রমনের সাথে ওনার দেখা মেলে৷
এই টানাটনি একা আর কতদিন! ধন্যবাদ৷
০১ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৫
302202
দ্য স্লেভ লিখেছেন : জি বছরে গরমের ৩ মাসে মাঝে মাঝে দু একদিন বৃষ্টি হয়। আর বাকী ৯ মাসের বেশীরভাগ দিনই বৃষিট হয়,আকাশ মেঘলা থাকে। তবে এটা ঝিরিঝিরি বৃষ্টি। এই স্টেটটা খুবই উর্বরা। সবুজ শ্যামল। আপনাদের পুটির মায়ের সাথে আগামী বছর বিয়ে হবে ইনশাআল্লাহ। তাকে নিয়ে আরও বেশী ঘুরব। Happy
364362
০১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৬
302203
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্যে
364365
০১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০১ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৬
302204
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
364376
০২ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৫
নেহায়েৎ লিখেছেন : সুন্দর জায়গা! আপনার বেড়ানোর মধ্যে টানাটানির ব্যাপারটা বেশি থাকে! যেখানেই যান সেখানেই টানেন। ইনশা আল্লাহ দেশে আসলে একবার দেখতে চাই আপনি কতো টানতে পারনে।
০২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৯
302242
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহে দাওয়াত কবুল করলাম...ইনশাআল্লাহ টানব Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দেখবেন...Rolling on the Floor Rolling on the Floor
364386
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩১
আবু জান্নাত লিখেছেন : ওরে বাহ! Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat এতো খাওয়া! মাথা পর্যন্ত ডুবিয়ে?
০৫ এপ্রিল ২০১৬ রাত ০২:২৩
302494
দ্য স্লেভ লিখেছেন : জি একেবারে মাথা পর্যন্তRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
364396
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পুটির বাবা
আস্তে আস্তে বেশী বাড়াবাড়ী হচ্ছে কিন্তু Give Up Give Up Give Up Give Up
পুটির মাকে কমপ্লিন করব কিন্তুু
০৫ এপ্রিল ২০১৬ রাত ০২:২৪
302495
দ্য স্লেভ লিখেছেন : পুটির মা লোক ভালো আমাকে কিছু বলবে না Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File