খাদকের শুধু খাই খাই

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ মার্চ, ২০১৬, ১০:৩৮:৫৯ সকাল



সাত সকালে আলুভর্তা করে ভাত পান্তা বানিয়ে খেলাম। দুপুরে অনেকদিন পর কর্ভালিশের ভারতীয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাত্রা করলাম। রাস্তায় দেখলাম বিরাট রোড এক্সিডেন্ট। আজ বৃষ্টির দিন। উচ্চ গতিতে এক লোক গাড়ি চালাচ্ছিলো,সামনে একটা ৪৫ফুট কন্টেইনারবাহী ট্রেইলার ইন্টারসেকশন দিয়ে পার হচ্ছিলো। এই পয়েন্টে অতিরিক্ত ফ্লাশ লাইট রয়েছে সতর্ক করার জন্যে কিন্তু লোকটা উচ্চ গতির কারনে গাড়ি থামাতে পারেনি আর বৃষ্টিও একটা কারন। গাড়ি ঢুকে গেছে ট্রেইলারের নীচে। পুরো গাড়ি দুমড়ে ছোট হয়ে গেছে আর লোকটা উড়ে ড়েছে। রাস্তায় অনেকেই গতিসীমার ২০ মাইল উপর দিয়ে চলে,জরিমানাও এদের ঠেকাতে পারেনা। গতিসীমার ১০ মাইল উপর দিয়ে গেলে অবশ্য পুলিম কিছু বলেনা।

যাইহোক আজ খুশী হইনি কারন মেন্যু থেকে ভেড়ার গোস্ত বাদ দেওয়া হয়েছে এবং বুফেতে লাঞ্চ ১ ডলার বৃদ্ধি করা হয়েছে। এখানে মুসলিম কমিউনিটি রয়েছে,আর হালাল রেস্টুরেন্ট এই একটিই,ফলে সকল মুসলিমের পছন্দের আইটেম এই নিরিহ ভেড়ার উপর চাপ পড়ছিলো ব্যপক। বেচারা চাপ সহ্য করতে না পেরে মেন্যু থেকে পালিয়েছে। যাইহোক উদরপুর্তি করলাম।

এবার ভারতীয় স্টোর থেকে চিড়া,বয়েম ভরা আদা বাটা,বিট লবন কিনলাম। তারপর উইনকো স্টোর থেকে ব্যপক কেনাকাটা করলাম। এরপর হুইলার ডিলার নামক এক স্টোর থেকে বিরাট কেনাকাটা করলাম।

রান্না করে খেলাম। এখন এক বাটি তেতুল মেখে খাচ্ছি। এক পরিচিত লোককে ডাক্তার তেতুল খেতে বলেছে। কিন্তু এদেশের লোক এই স্বাদের সাথে পরিচিত নয়। ফলটাও বেশীরভাগ লোক চেনেনা। তাই ডাক্তার তেতুলের পিল দিয়েছে। ভাবছি ছোটবেলা থেকেই আমি তেতুলখোর।প্রায় প্রতিদিনই তেতুল খাই। এখনও বিচিছাড়া তেতুলের ৪০০ গ্রামের ৫টি প্যাকেট রয়েছে স্টকে।ছোটবেলা তেতুলের জন্যে কত যে অঘটন ঘটিয়েছি তার ইয়ত্তা নেই। পৃথিবীর যে কোনো ফলের চাইতে ১০গুন আইরন আছে তেতুলে। অন্যান্য অনেক দামী ভিটামিন আছে এতে। আর দেশী হার্টের ডাক্তার শুনেছি তেতুল খেতে বলে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরকেও তেতুল,রসুন এসব খেতে বলে। আমি অবশ্য নেশার কারনে খাই।

একটা কারনে আজ গা জ্বলছে। দেশের সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ম বহির্ভূতভাবে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের নিয়োগ দেওয়া হয়েছে। অনেক সিনিয়রকে টপকে তারা উপরের পদে চলে গেছে। আর এরা শেকড় কেটে দিচ্ছে। এজন্যেই অবশ্য রাখা। কদিন আগে বাংলাদেশ ব্যাংকের ডজন খানিক কর্মকর্তা ব্যাংকের বৈদেশিক একাউন্ট থেকে প্রায় ৬হাজার কোটি টাকা চুরি করে বলছে কে বা কাহারা উহা হ্যাক করিয়াছে। হ্যাক শব্দটা চুরির বদলে ব্যবহৃত হয়েছে সম্ভবত এ কারনে যাতে সাধারন মানুষ ভাবে এটা বোধহয় আন্তর্জাতিক সন্ত্রাসী টাইপের কিছু একটা ব্যাপার যা দূর্বোধ্য।এবং এটা এদেশের কর্মকর্তাদের কাজ নয়।.....সব চোরের দল !!! জনগনের টাকা সব ফাও....

বিষয়: বিবিধ

১৮৪৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362029
১০ মার্চ ২০১৬ সকাল ১১:২৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন লিখেছেন ধন্যবাদ
১০ মার্চ ২০১৬ রাত ০৯:১০
300058
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ জনাব Happy
362031
১০ মার্চ ২০১৬ সকাল ১১:৩৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বুঝতে পারলাম আপনি সেই রকম তেতুল খোর...
স্বাধীন বাংলার প্রথম ব্যাংক ডাকাত ছিল শেখ কামাল... আর এখন রাম রাজত্ত্বে শেখ কামালের প্রেতাত্বারা সেই চেতনা নিয়মিত বাস্তবায়ন করতেছে এটা নতুন কিছু না......। মাঝখানে যত কষ্ট আবাল জনতার।
১০ মার্চ ২০১৬ রাত ০৯:১৫
300062
দ্য স্লেভ লিখেছেন : মাঝখানে যত কষ্ট আবাল জনতার।..জি সেটাই কথা। তারা চোর ডাকাত...তা আমাদের টাকা না মেরে নিজের পকেট মারলেও তো হয়Waiting Waiting Waiting
362040
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:২৩
হতভাগা লিখেছেন : বেশী বেশী তেতুল খেলে দাঁত শির শির করে ।

আমাদের দেশে মহিলারা পোয়াতি হলে তেতুল বেশী করে খায় , যেটা নিয়ে নানি দাদিরা মশকরা করে।

ব্যাংক ডাকাতেরাও এখন স্বশরীরে ব্যাংকে আসেন না । দূর হতে কাজ সেরে নেন ।

৬০০০ কোটি টাকা কোন ব্যাপারস্‌ না
১০ মার্চ ২০১৬ রাত ০৯:১৬
300063
দ্য স্লেভ লিখেছেন : হুমম তেতুল খাওয়ার কারনে ওরকম কথা বহু শুনেছি। আসলেই অপরাধ এখন আর অপরাধ নয়। এরা বয়ষ্ক মানুষ বাচবে আর কদিন। শরীরেও রোগ। তারপরও অনর্থক পয়সা পাগল
362043
১০ মার্চ ২০১৬ দুপুর ০১:১১
সন্ধাতারা লিখেছেন : Salam. Excellent writing my little brother. Jajakallahu khair.
১০ মার্চ ২০১৬ রাত ০৯:১৭
300064
দ্য স্লেভ লিখেছেন : কমেন্টে খাওয়ার ছবি নাই...এ আবার কেমন কমেন্ট Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor জাজাকাল্লাহ। আপনাকে খাওয়াব চরম , আমার বিয়েতে....Happy
362076
১০ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুলাইকুম, অনেক দিন পর আপনার পোস্ট!

মহিলাদের টপকে গেছেন তেতুল খাওয়া নিয়ে! তেতুল আপনি খাবেন ই ভিটামিন আদৌ না থাকলেও Cook

রোড এক্সিডেন্ট এবং দেশের ব্যংকলুটের সংবাদটা জেনে আসলেই খারাপ লাগছে!
১০ মার্চ ২০১৬ রাত ০৯:২০
300065
দ্য স্লেভ লিখেছেন : হুমম অনেক এক্সিডেন্ট হয় মোবাইল ফোন ব্যবহারের কারনে। ।.....তেতুলে ভিটামিন আছে। তবে আইরন অনেক বেশী। আর এর ভেতর খনিজ আছে প্রচুর। খুব দারুন জিনিস।
১০ মার্চ ২০১৬ রাত ০৯:২১
300066
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। কিছুদিন আগে তো একটা পোস্ট দিয়েছি। Happy
362080
১০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বড্ড অসুস্থ। খেতে পারছিনা প্রায় একমাস!!
ভাইগ্য ভাল ঠেং ওলা তেঁতুল পছন্দ না।
১০ মার্চ ২০১৬ রাত ০৯:২৩
300067
দ্য স্লেভ লিখেছেন : আপনি তো অসুস্থ্য হলে ১ মাস ভোগেন দেখছি...এর আগেও এরকম বলেছিলেন। আমি যেটা দেখেছি তা হল মন ফুরফুরে রাখতে হবে,নিয়মিত শরীর চর্চা করতে হবে এবং খাবার হবে স্বাস্থ্যসম্মত। তাহলে রোগ কম হবে ইনশাআল্লাহ। আপনার জন্যে দোয়া রইলো।
362090
১০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
কুয়েত থেকে লিখেছেন : তেঁতুলের নাম শুনলেই মুখে পানি চলে আসে আর এই তেঁতুল মেয়েরাই বেশী খায়। যাক সবার অভ্যাসতো এক রকম নয়। ভাই দেশে যে ডাকাতী শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন এই জিতির কি হবে। দোয়া রুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০ মার্চ ২০১৬ রাত ০৯:২৪
300068
দ্য স্লেভ লিখেছেন : আমি কোনো মেয়েকেই প্রতিদিন তেতুল খেতে দেখিনি। আমি প্রত্যেকদিনই প্রায় খাই। লেবুর রসের ভেতর চটকে খাই। খুব টক। জাতির কি হবে জানিনা। তবে যারা এসব করছে মাইর এদের কপালে আছে
362100
১০ মার্চ ২০১৬ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : সুকুমার রয় মশাই আপনাকে একটা সুখবর দিয়েছে৷ উনি বলেছেন,-'সব চেয়ে ভাল পাউরুটি আর ঝোলা গুড়'৷ চেখে দেখতে পারেন৷ সারা দেশটা শিঘ্রই হ্যাক হওয়ার পথে৷ ও নিয়ে এখন চিন্তা করে ক্ষিধে বাড়ানোর কি দরকার৷ ও হল রাজার নীতি৷ আমাদের নয়৷ ধন্যবাদ৷
১০ মার্চ ২০১৬ রাত ০৯:২৫
300069
দ্য স্লেভ লিখেছেন : কথা ঠিক ওরা লুট করুক...রাজা বলে কথা।..আমরা পাউরুটি আর ঝোলগুড় খাব। এটা খেয়েছি ছোটবেলায় দারুন
362115
১০ মার্চ ২০১৬ রাত ০৯:৩৭
আফরা লিখেছেন :
এই যে নেশাখোর হুজুর আপনার জন্য আমাদের বাগান থেকে ঝুড়ি ভরে তেতুল নিয়ে এসেছি ইচ্ছে মত খান


আরে দাড়ান হুজুর আমাদের বাগান থেকে আনি নাই আমাদের দোকান থেকে এনেছি । অনেক টাকা দাম কারন এটা টক তেতুল না চিনির চেয়ে মিষ্টি । এর জন্ম হয়েছে থাইল্যান্ড ।
১০ মার্চ ২০১৬ রাত ১০:৩৩
300094
দ্য স্লেভ লিখেছেন : না মিস্টি তেতুলে তো নেশা মরেনা.....আমার চাই টক তেতুল....তেতুল হুজুর....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
362116
১০ মার্চ ২০১৬ রাত ০৯:৩৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এত খাবার! আবার তেতুল? মশাই, পান্তা ভাতেই তো পেট সারা হয়ে যায়।
সত্যিই আফসোস এসব চোরদের নিয়ে। ধন্যবাদ
১০ মার্চ ২০১৬ রাত ১০:৪২
300099
দ্য স্লেভ লিখেছেন : তেতুলের ব্যাপারটি আলাদা....কি আর করব চোর তো কপালে আছেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
362166
১১ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৩
বিবর্ন সন্ধা লিখেছেন : আস্সালামুআলাইকুম.....

সবাইকে ব্যাংক লুট উৎসবের শুভেচ্ছা জানাই Love Struck Tongue

হলমার্কের সময় ছিল ৪' হাজার কোটি টাকা....
তখনই কোন ব্যাপার ছিলনা আমাদের দেশের মন্ত্রীদের কাছে।
আর এখন তো মাত্র ৮০০কোটি টাকা। phbbbbt
এ ব্যাপার নিয়ে কথা বলার কোন প্রশ্নই আসেনা ওনাদের।

এর থেকে আমরা কি বুঝলাম?
উত্তর: চোরের ও অধিকার আছে এই দেশে। Crying
১১ মার্চ ২০১৬ রাত ০৯:২৭
300157
দ্য স্লেভ লিখেছেন : জি ঠিক বলেছেন। তবে লোপাট হয়েছে প্রথমে ৮০০কোটি ,পরে ৬০০০কোটি...কোনো ব্যাপার না..
১২
362291
১৩ মার্চ ২০১৬ রাত ১২:৫৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : দারুন লিখেছেন ধন্যবাদ
১৪ মার্চ ২০১৬ রাত ১০:০৬
300384
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১৩
362968
২০ মার্চ ২০১৬ রাত ১২:৫৫
শেখের পোলা লিখেছেন : এটাতো পুরানো খাওয়া৷ আবার খেতে হচ্ছে কেন?
২২ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৮
301136
দ্য স্লেভ লিখেছেন : টুরোনো না সব নতুন। খাওয়ার উপরই াছি বলতে পারেন চাচাভাই Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File