তুমি সুন্দর !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৫১:১৮ সকাল





ও পুটির বাপ !! আজ পায়েস রান্না করেছি গো।

:কও কি ?? এ যে বিনা মেঘে বৃষ্টি !!

: হ্যা গো হ্যা....এই যে তোমার জন্যে এক গামলা...

:এই আমি কি খাদক নাকি যে এক গামলা পায়েস এনেছো !!

:হ্যা তুমি তো খাদকই....আমার খাদক !! আমার হাভাতে !! আমার রাক্ষস !!!

:এই এসব কি বলছ গো ??

:বোঝোনা ! এসব হলো আদর....

:ও এসব তাইলে আদর.....তাইলে বলো আমার বান্দর..আমার বদের হাড্ডি....

:ওরে আমার বান্দর, আমার উল্লুক !! আমার বদের বদ...

:এই থামো...কাকে কি বলছি রে...এ তো আদর করে আমাকে দস্সু কেহেরমান বানায় ছাড়বে.....

:ও পুটির বাপ একটা কবিতা শুনাও তো....

:কবিতার আমি কি বুঝি !!

: বোঝোনা ?

: না, বুঝিনা...

:আচ্ছা তাইলে পায়েসটা নিয়ে যাই....গরুকে খাওয়াবো..

:এই !!! এই !!! ওরে তাই কি বলেছিরে.......দাড়াও....পায়েস রাখো....আগে খেয়ে নেই তারপর মাথা খুলবে....একটু দাড়াও কবিতা মনে করার চেষ্টা করছি.......গলা পর্যন্ত খেলাম...এবার মনে পড়েছে... বলছি শোনো...

তুমি সুন্দর !

সূর্য্যের তীব্রতায় জ্বলে ওঠো,

দ্যূতিময় রত্ন তুমি।

খরতাপ মুছে দিয়ে

বর্ষার প্রশান্তি নামাও

হাসিতে তোমার।

শরতের বাতাসে তোমার

অস্ফুট গভীর বানী

হেমন্তের ঝরা পাতায়

তোমারই বন্দনা।

নি:সঙ্গ শীতের মত

তুমি অচেনা সুদূর

বসন্তের যৌবন তুমি

হে সুন্দর আমার ।।

বিষয়: বিবিধ

১৫৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359096
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৪৪
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া লেখার শেষ অংশের লাইনগুলি কি নিজের রচিয়ত?????
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৫৫
297827
দ্য স্লেভ লিখেছেন : ধুর তাই কি বলেছি নাকি !!!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
359102
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:২৩
মুহছিনা খাঁন লিখেছেন : কে সে এত সুন্দর। যার জন্য এই সুন্দর কবিতা।
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৫৪
297826
দ্য স্লেভ লিখেছেন : সে আমার পুটির মা...আমার পুটিদের মা। ১০ পুটির মা....তার জন্যেই সব কবিতা..Happy Happy Happy
359104
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কল্পনায় পায়েস খেয়ে যান! বাস্তবে কবিতার বিপরিতে জুটবে বকবক!
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৫৩
297825
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ না করুক...দোয়াটা উল্টো ফলুক Happy
359108
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পায়েস খাওয়া ভালো- Eat Eat
তবে গরম খুন্তির ছেঁকায় কবিতা থাকবে কিনা সেটা গবেষণার ব্যাপার!! Worried

তবে বাক্য-পায়েসটা দারুণ হয়েছে
জাযাকাল্লাহ
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৫৩
297824
দ্য স্লেভ লিখেছেন : হাহাহা....তা যা বলেছেন...তবে পায়েস খেলে মাথা খোলে Happy
360255
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : লবণ ছাড়া পুঁটির মায়ের রান্না,
খেয়ে আসে পুঁটির বাপের কান্না।
মনের দুঃখে মিছেমিছে লিখে সে কবিতা,
এছাড়া কীইবা করবে,আছে কোন ক্ষমতা?
২৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:০২
298674
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহা....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor সময় হোক দেখাবো...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File