তুমি সুন্দর !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৫১:১৮ সকাল
ও পুটির বাপ !! আজ পায়েস রান্না করেছি গো।
:কও কি ?? এ যে বিনা মেঘে বৃষ্টি !!
: হ্যা গো হ্যা....এই যে তোমার জন্যে এক গামলা...
:এই আমি কি খাদক নাকি যে এক গামলা পায়েস এনেছো !!
:হ্যা তুমি তো খাদকই....আমার খাদক !! আমার হাভাতে !! আমার রাক্ষস !!!
:এই এসব কি বলছ গো ??
:বোঝোনা ! এসব হলো আদর....
:ও এসব তাইলে আদর.....তাইলে বলো আমার বান্দর..আমার বদের হাড্ডি....
:ওরে আমার বান্দর, আমার উল্লুক !! আমার বদের বদ...
:এই থামো...কাকে কি বলছি রে...এ তো আদর করে আমাকে দস্সু কেহেরমান বানায় ছাড়বে.....
:ও পুটির বাপ একটা কবিতা শুনাও তো....
:কবিতার আমি কি বুঝি !!
: বোঝোনা ?
: না, বুঝিনা...
:আচ্ছা তাইলে পায়েসটা নিয়ে যাই....গরুকে খাওয়াবো..
:এই !!! এই !!! ওরে তাই কি বলেছিরে.......দাড়াও....পায়েস রাখো....আগে খেয়ে নেই তারপর মাথা খুলবে....একটু দাড়াও কবিতা মনে করার চেষ্টা করছি.......গলা পর্যন্ত খেলাম...এবার মনে পড়েছে... বলছি শোনো...
তুমি সুন্দর !
সূর্য্যের তীব্রতায় জ্বলে ওঠো,
দ্যূতিময় রত্ন তুমি।
খরতাপ মুছে দিয়ে
বর্ষার প্রশান্তি নামাও
হাসিতে তোমার।
শরতের বাতাসে তোমার
অস্ফুট গভীর বানী
হেমন্তের ঝরা পাতায়
তোমারই বন্দনা।
নি:সঙ্গ শীতের মত
তুমি অচেনা সুদূর
বসন্তের যৌবন তুমি
হে সুন্দর আমার ।।
বিষয়: বিবিধ
১৫৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পায়েস খাওয়া ভালো-
তবে গরম খুন্তির ছেঁকায় কবিতা থাকবে কিনা সেটা গবেষণার ব্যাপার!!
তবে বাক্য-পায়েসটা দারুণ হয়েছে
জাযাকাল্লাহ
খেয়ে আসে পুঁটির বাপের কান্না।
মনের দুঃখে মিছেমিছে লিখে সে কবিতা,
এছাড়া কীইবা করবে,আছে কোন ক্ষমতা?
মন্তব্য করতে লগইন করুন