ওহী ছাড়াই যেভাবে হুজুরের ক্কেবলা পরিবর্তিত হল !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ জানুয়ারি, ২০১৬, ১২:৫২:৩৭ রাত
আমি এত ব্রিলিয়ান্ট তা তো বুঝিনি !! ইয়া আল্লাহ ক্ষমা করুন ! গত ২ বছর যে দিকে মুখ করে নামাজ আদায় করেছি আজ হঠাৎ ক্কিবলা ঠিক করার কম্পাস দিয়ে চেক করতে গিয়ে দেখী উত্তর দিকে না দাড়িয়ে পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করেছি।
আসলে ক্কিবলা আমার স্থান থেকে উত্তর দিক থেকে প্রায় ৩০ ডিগ্রী পূর্বে সরে এসেছে। একটু আগে এটা নির্ণয় করলাম সঠিকভাবে। পূর্বেও কম্পাস ব্যবহার করেছিলাম কিন্তু সেটা করতে শোনা তথ্যের সাথে মনে মনে মিল করে কম্পাস ব্যবহৃত হয়েছিলো।
নাহ , এতদিন পর্যন্ত নিজের বিদ্যার উপর নির্ভর করা উচিৎ হয়নি। তবে চেক করার উপকরণও ছিলো না। আজ জুম্মার দিন ১লা জানুযারী, নতুন বছরের নতুন দিনে সরকারী ছুটি। মসজিদে যাব। আপনারা আমার জন্যে দোয়া করবেন যাতে আল্লাহ আমার সকল পাপের জন্যে ক্ষমা করেন,আমাকে যেন আল্লাহ শাস্তি না দেন। আপনাদের জন্যেও একই দোয়া রইলো।
বিষয়: বিবিধ
১৬২৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অবশেষে ভুল জানা থেকে বের হতে পেরেছেন এটাই শুকরিয়ার বিষয়।
আপনার দোআয় আমাদের শরীক রাখবেন।ফী আমানিল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন