আমেরিকান টিভিতে ইসলামের মহাত্ব প্রকাশ !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৩:১৯ দুপুর




টিভিতে মোস্ট শকিং ভিডিও নামক একটি অনুষ্ঠান দেখছি। অনেক ভয়ঙ্কর সব ঘটনা তুলে ধরা হয়েছে যা গোপন ক্যামেরায় ধারন করা। একটি ভিডিও ইউটিউবে পূর্বে দেখেছিলাম কিন্তু সেটা আমেরিকান টিভিতে এভাবে তুলে ধরবে ভাবিনি।

মোহাম্মদ একটি ছোট গ্রোসারী স্টোর চালায়,সে মালিক এটার। হঠাৎ একদিন সেখানে অস্ত্রসহ ডাকাত এসে হাজির। ডাকাত ক্যাশ বাক্স চাইলো,কিন্তু মোহাম্মদ সাহসীকতার সাথে হঠাৎই একটি শর্টগান তুলে নিয়ে ডাকাত বরাবর তাক করল। এতে ডাকাত ভয় পেয়ে তার রিভলবার নীচে ফেলে দিয়ে প্রাণ ভিক্ষা চাইলো,কারন এ অবস্থায় মোহাম্মদ গুলি করলে তার কোনো দোষ তো হবেই না বরং পুলিশ তাকে বাহবা দিবে। সে তার অসহায়ত্বের কথা বলে করুনা ভিক্ষা চাইলো।

কিন্তু মোহাম্মদ ডাকাতকে ক্ষমা করে দিল এবং তাকে নগদ ৪০ ডলার দিল এবং স্টোর থেকে ইচ্ছামত খাবার নিতে দিল। মোহাম্মদের এই তাৎক্ষনিক উদারতায় ডাকাতের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসল। সে সঙ্গে সঙ্গে বলল তুমি এটা কেন করলে ? মোহাম্মদ ইসলামের উদারতার কথা বলল। আর সঙ্গে সঙ্গে ডাকাত বলল-আমাকে মুসলিম হতে হলে কি করতে হবে ? আমি তোমার মত মুসলিম হতে চাই।

মোহাম্মদ তাকে বলল এবং সঙ্গে সঙ্গে ডাকাত ইসলাম গ্রহন করল। টিভি সাক্ষাৎকারে সেটি প্রকাশ করা হল। এবং ভাষ্যকর বলল-মুহাম্মদদের স্টোরে ডাকাত লুট করতে এসে শুধু অর্থ ও খাদ্যই পেলনা বরং সে ইসলাম নিয়ে গেল,সে এখন একজন মুসলিম। মোহাম্মদ এই ডাকাতের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি পুলিশের কাছে। বরং সেসময় টিভি সাক্ষাৎকারে বলেছে -আমার বিশ্বাস সে ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে।

আল-কুরআনে আল্লাহ বলেন-আমি কাফিরকে দিয়েও কখনও কখনও আমার কাজ করিয়ে নেই.....

বিষয়টা বোধহয় এরকম করেই হয়। চ্যানেলটির নাম বুঝলাম না,একটি বাংলা "ত" এর মত একটি লোগো ঝুলে আছে দেখছি। এটি ওরেগনের অনেক জনপ্রিয় চ্যানেল। টিভিতে ইসলামের বিসয়টি সততার সাথেই প্রকাশ করা হয়েছে।

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354803
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : নিজ দেশে দুএকদিন পর পর গুলি করে, চাকু মেরে মুসলিম হত্যা। রাস্তায় হিজাবী নারীদের উপর আক্রমণ, মুসলিম বিরোধী সমাবেশ আবার মাঝে মাঝে একটা দুটো মুসলিম প্রীতির উদারতা দেখিয়ে মিডিয়া দিয়ে বিশাল কাভারেজ যে, আমরা মুসলিমদের প্রতি কত কোমল! আবার বিদেশে ১৪ লাখ ইরাকি হত্যা, আফগানিস্তানকে শ্বশানে রূপান্তর, ফাতিমার মত হাজার হাজার বোনকে কারাগারে নিয়ে পৈচাশিক কায়দায় দিনের পর দিন ধর্ষণ। আফিয়া সিদ্দিকাদের উপর উপর নির্মমতা। মুসলিমদের খিলাফত বাদ দিয়ে গণতান্ত্রিক হবার পরামর্শ দেয়া আবার যারা গণতন্ত্রকে মেনে নিলেও তাদের আদর্শকে মানেনা (ব্রাদারহুড)তাদেরকে শত্রু হিসেবে দেখে সেই নছনছ করে দিতেও তারা ভাবেনা। তাদের আবার মুসলিম প্রীতি। দুদিন পর যে তারা সরকারী পৃষ্ঠপোষকতায় ইউরোপ-আমেরিকার অভ্যন্তরে মুসলিম হত্যায় মেতে উঠবেনা তা কে বলতে পারে? আর সেটাই তো স্বাভাবিক। হাদিসে এসেছে তারা তুরস্ক দখল করে নিবে এবং সিরিয়ায় সমস্ত শক্তি-সামর্থ্য একত্রিত করবে বিশাল সৈন্য সমাবেশ করবে মুসলিমদের চীরতরে শেষ করে দেয়ার জন্য। যারা সিরিয়ায় সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে মুসলিমদের উপর হামলে পড়বে তারা কি ইউরোপ-আমেরিকায় বসবাসরত মুসলিমদের জামাই আদরে রাখবে? বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রু বেশি মারাত্নক, তারা ঘরে শত্রু রাখবে? এমন চিন্তা বোকারাই হয়ত করতে পারে। আগে কিছু মায়াকান্না এই আরকি।
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩০
294620
দ্য স্লেভ লিখেছেন : আপনার বিশ্লেষনের সাথে একমত। কিন্তু কখনও কখনও কিছু সত্য বলে,সেটাকে সাধুবাদ জানানো উচিৎ। তবে তাদের জাতীয় চরিত্র ইসলামও মুসলিমের বিরুদ্ধে।
354805
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আল-কুরআনে আল্লাহ বলেন-আমি কাফিরকে দিয়েও কখনও কখনও আমার কাজ করিয়ে নেই.....

বিষয়টা বোধহয় এরকম করেই হয়...১০০% খাঁটি কথা...অনেক মজাই পেলাম না আনন্দও পেলাম ঘটনাটি পড়ে....আল্লাহু আকবার.... অনেক ধন্যবাদ ভাই। পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ Rose
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩১
294621
দ্য স্লেভ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ জনাব Happy
354830
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৬
মুসলমান লিখেছেন : জাঝাকাল্লাহ ভাই। অনেক ভাল লাগল।
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪২
294673
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান ভাই
354833
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫১
জেদ্দাবাসী লিখেছেন : রিপাবলিগ নেতা টাম্পের মা্ত্রাতিরিক্ত ইসলাম বিদ্ধেষের কারনে ডেমোক্রেটএরা ইসলামের পক্ষে নিতে ব্যাধ্য হচ্ছে। এমনকি লন্ডনে হাসিনার বোনজি টউলিপও মুসলমানদের পক্ষে কথা বলছে। মন্দ না।
আমরা চাই দুনিয়ার মানুষ শান্তিতে মিলেমিশে থাকুক।
মাঝে-মধ্য ইতিবাচক সংবাদগুলি এই ভাবে আমাদের জন্য তরজমা করে দিলে উপকার হয়।

জাযাকাল্লাহ খায়ের


২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৪
294674
দ্য স্লেভ লিখেছেন : জি এটা ঠিক যে এরা ইসলামের ঘোর বিরোধী কিন্তু যেটুকু ভালো করবে,তাকে ভালো বলাই আমাদের উদারতা
354839
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৫
294675
দ্য স্লেভ লিখেছেন : জি আমেরিকার স্থানীয় জনগনের বেশীরভাগই ধর্ম অনুযায়ী মানুষকে মাপে না। সামাজিক আচরন দ্যাখে। তাই অনেক সময় মুসলিমদের সুআচরনে মানুষ ইসলাম গ্রহন করে।
354869
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৫
294676
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
354888
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০১
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : ভালো লেগেছে
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৫
294677
দ্য স্লেভ লিখেছেন : কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ জনাব
354893
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন : এই ঘটনায় আমেরিকার মানুষদের বিবেক নড়ে চড়ে উঠেছে এবং তারা সবাই একে একে খৃষ্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্মের পতাকা তলে এসে হাজির হচ্ছে ।

ওবামাকে মাইরের পর মাইর দিচ্ছে কেন সে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে ইসরাইলীদেরকে সাহায্য করছে

রিপাবলিকান ও ডেমোক্রেটরা আসন্ন নির্বাচনে জিততে পুরো মুসলিম কমিউনিটিকে তেলাচ্ছে

উনারা বলছেন যে জিতলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলমানসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য তাদের সমস্ত সম্পত্তি এর ৯৯% দিয়ে দেবেন এবং এটা আমেরিকানরা চায়ও ।

মধ্যপ্রাচ্যে আর কোন অশান্তি যাতে না হয় সে জন্য এখন থেকে আমেরিকা ইসরায়েলকে মাইরের উপরে রাখবে

এখন থেকে আমেরিকার আর কোন পারমানবিক অস্ত্র বানাবে না আর যেগুলো আছে সে গুলোকে জ্বালানী হিসেবে মুসলিম দেশে পাঠিয়ে দেবার তড়িৎ ও ফলপ্রশূ ব্যবস্থা নেবে ।


সব ঐ এক ঘটনারই কারিশমা
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৮
294678
দ্য স্লেভ লিখেছেন : আমি বিষয়টাকে বৃহৎ প্রেক্ষিতে নিয়ে ব্যাখ্যা করিনি। এরা ইসলাম বিদ্বেষী,সেটার ক্ষেত্রে মিডিয়ার প্রভাব বেশী। কারো ভালো কিছু দেখে ভালো বলা উচিৎ। সাধারনভাবে বিষয়টা উপস্থাপন করেছি। মূলত এ জাতয়ি ঘটনা সাধারন মানুষকে মুসলিমদের বিরুদ্ধে পজিটিভলি ভাবতে শেখায়। কারন অনেকেই মুসলিমদেরকে সন্ত্রাসী মনে করে। কেউ কেউ ভালোও মনে করে।
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৪
294746
হতভাগা লিখেছেন : বর্তমান জামানায় ইসলামবিদ্বেষীদের ইসলামপন্হী কিছুও ভাল বলে মনে করার উপায় নেই

আমাদের সতর্ক থাকতে হবে যে , যখনই তারা এরকম কিছু করে ঠিক কিছুদিন পরেই তারা ইসলামকে বড় ধরনের পঁচান দিতে যাচ্ছে ।

এদের ভাল হবার পিছনে অবশ্যই কিছু Bad intension কাজ করে
২২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৪
294754
দ্য স্লেভ লিখেছেন : সহমতHappy
354895
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৫
শেখের পোলা লিখেছেন : ভালোকে ভালো বলতেই হবে৷ আমেরিকা বিদেশে মুসলীম যেমন মারে তেমনই নিজ দেশে বিনা বাধায় মুসলীমদের আচারী ধর্ম পালন করতে দিচ্ছে যা ৯৫% মুসলীমের নিজ দেশে বাধা প্রাপ্ত৷ তাদের জন্য ও আপনার জন্য রইল ধন্যবাদ৷
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৯
294679
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। ভালোকে ভালো বলা উচিৎ। তাদের অনেক খারাপ আছে কিন্তু যেটা ভালো কাজ সেটাকে ভালো বলতে হবে। এটাই ভদ্রতা,যা ইসলাম থেকে পাই।
১০
354903
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০০
আবু জান্নাত লিখেছেন : সুন্দর ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫০
294680
দ্য স্লেভ লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১১
355283
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০৪
আব্দুল গাফফার লিখেছেন : পড়ে খুব ভাল লাগলো । অনেক ধন্যবাদ
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:১২
295059
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File