নাহ ! এত নীচে নামা যায়না !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৩ নভেম্বর, ২০১৫, ১১:২১:২৮ সকাল
মুসলিমদের কাছে সর্বকালের শ্রেষ্ঠ ঘৃণ্য মানুষদের অন্যতম হল ইব্রাহীম(আঃ)এর সময়কার শাসক নমরূদ,মূসা(আঃ)এর সময়কার ফরাও শাসক ফিরাউন। এ দুজনের বিষয়ে ভাবছিলাম। এরা আল্লাহর গযবে ধ্বংস হয়েছে। কিন্তু এ দুজনকে রসূল(সাঃ)এর সময়কার মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তুলনা করে দেখলাম....এই মুনাফিকের চাইতে ফিরাউন,নমরূদের কোয়ালিটি ভালো ছিলো। কারন তারা প্রকাশ্যে ঘোষনা দিয়ে আল্লাহর সাথে শত্রুতা করেছে এবং আল্লাহর পথের পথিকদের উপর নির্যাতন করেছে। ফলে মুসলিমরা শত্রুর স্বরূপ সম্পর্কে ছিলো অবগত। আব্দুল্লাহ বিন উবাই গোপনে ইহুদীদের সাথে যোগাযোগ রাখত,মুসলিমদের খবর পাচার করত এবং মুসলিমদের বিরুদ্ধে ইহুদীদের শক্তিশালী করতে ভেতরে ষঢ়যন্ত্র করত। এর স্বরূপ উদঘাটিন করতে মুসলিমদের বেগ পেতে হয়েছে। বন্ধুবেশী শত্রু বেশী ভয়াবহ,কারন সে বিশ্বস্ততার ভান করে ক্ষতি করে। ফলে ফিরাউন ও নমরুদের তুলনায় আব্দুল্লাহ বিন উবাইকে বেশী জঘন্ন মনে হল।
তবে গতরাতে আবারও আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে ভাবলাম। এই লোকটা তো ব্যপক ভদ্র ছিলো। সে কখনই প্রকাশ্যে আল্লাহর রসূল(সাঃ)এবং অন্য সাহাবাদের সাথে খারাপ আচরন করেনি,অভদ্র,অশোভন আচরনও করেনি। প্রকাশ্যে সে নম্র ও বিনয়ী লোক ছিলো। প্রকাশে মানুষের উপকারও করেছে। অতএব এই নিকৃষ্ট মানুষটির ব্যাপারে বলতে পারি সে প্রকাশে ভালো লোক ছিলো।
এবার আব্দুল্লাহ বিন উবাই ও দেশের বর্তমান শাসকগোষ্ঠীকে তুলনা করলাম। আমার মনে হল এক ভিন্ন মডেলের নিকৃষ্টতম ব্যক্তিদের দ্বারা পরিচালিত নিকৃষ্ট মানের কুফরী শাসন দ্বারা এরা পরিচালিত। শয়তানদের ভেতরকার নিকৃষ্ট শয়তান কর্তৃক পরিচালিত। না মেলাতে পারলাম ফিরাউন,নমরূদের সাথে ,আর না মেলাতে পারলাম আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে। তুলনামূলকভাবে ফিরাউন,নমরূদকে মহান মনে হচ্ছে আর আব্দুল্লাহ বিন উবাইকে মনে হচ্ছে চরম অমায়িক লোক।
সত্যিই এত নীচে নামা যায় না ! এত জঘন্ন হওয়া যায় না ! রসূল(সাঃ)এর সম্মানার্থে তার উম্মতের উপর থেকে সরাসরি গযব তুলে নেওয়া হয়েছে,নইলে হয়ত ধ্বংসস্তুপের নীচে সুজলা সুফলা একটি দেশকে দেখতে পেতাম।
আল্লাহ সকল যালিমকে হেদায়াত দান করুন অথবা ধ্বংস করুন !
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডিজিটাল বলে কথা!!!
ধন্যবাদ ।
I think it is a great test for Bangladeshi people, how they response theirs call
Thanks
মন্তব্য করতে লগইন করুন