আগামী ১৪ নভেম্বর ভিটামিন "এ " ক্যাপসুল খাওয়ানো হবে বাচ্চাদের !!! সাবধান !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১২ নভেম্বর, ২০১৫, ০৩:৩০:২০ রাত

ভিটামিন এ ক্যাপসুল, বড়ি আকারে বাইরে থেকে শরীরে প্রবেশ করানোর বিষয়টাকে এক আমেরিকান ডাক্তার মজা করে বলেছিলো-"শুধু আপনার মলমূত্রকে এত মূল্যবান বানানোর কি দরকার ?" অর্থাৎ এসব ভিটামিন ক্যাপসুল,ট্যাবলেট গলা দিয়ে নেমে ওদিক দিয়ে বের হয়ে যায়। আমি কয়েক মাস পূর্বে একটি সর্বোচ্চ মানের ন্যাচারাল ওষুধের দোকানে গিয়েছিলাম,যাদের ন্যাচারাল ওষুধ ও সামগ্রী সবথেকে দামী ও সবথেকে কার্যকরী। অথচ এদের ভিটামিন সমূহের গায়ে লেখা আছে সর্বোচ্চ ৬৫% পর্যন্ত আমাদের শরীর গ্রহন করতে পারবে। আর সাধারনভাবে যেসব ভিটামিন ট্যাবলেট,ক্যাপসুল আমরা খাই তার ১০% থেকে ৩০% পর্যন্ত আমাদের শরীর গ্রহন করে। এটা স্রেফ জঞ্জাল জাতীয় জিনিস। আমার মনে মনে হয়েছে এসব সাপ্লিমেন্ট তেমন একটা কার্যকরী নয়,যেমনটা পুষ্টিকর খাবার কার্যকরী।

কারো ভিটামিনের দরকার হলে শাক সব্জী,তরি তরকারী মাছ এসব খান ও বাচ্চাদের খাওয়ান। বহুজাতিক কোম্পানীর তৈরী এসব ভিটামিন না খাওয়ানোই ভালো। কারন ওদের উদ্দেশ্য ভালো না। অভিযোগ আছে গরিব দেশের মানুষের উপর তারা নানান ওষুধের কার্যকারীতা নিয়ে নানান পরিক্ষা চালায়। আফ্রিকায় ওরা এসব ফ্রি ওষুধ খাইয়ে সেখানকার মানুষদেরকে ধ্বংস করে ফেলেছে। অভিযোগ শোনা যায় এইডসও তারা ছড়িয়েছে এসব ভ্যাকসিন,ওষুধের নামে স্লো পয়জন দিয়ে।

বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। তারা নিজে খেতে শিখলে নানান সব্জী,মাছ,মাংস ,দুধ,ডিম এসব খাওয়ান। এটাই সর্বোচ্চ পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ।

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349454
১২ নভেম্বর ২০১৫ রাত ০৪:১২
এ এম ডি লিখেছেন : চমৎকার ভাবনা ধন্যবাদ সত্য প্রকাশের জন্য Applause
১২ নভেম্বর ২০১৫ রাত ১১:২১
290120
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
349467
১২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
আবু জান্নাত লিখেছেন : দারুন বলেছেন, এসব ফালতু ভিটামিন না থেয়ে শাক শব্জি খাওয়াই অনেক গুনে ভালো।
১২ নভেম্বর ২০১৫ রাত ১১:২২
290121
দ্য স্লেভ লিখেছেন : ১০০% সঠিক Happy
349487
১২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। সচেতনতা/সতর্কতামূলক পোস্টটির জন্য..
১২ নভেম্বর ২০১৫ রাত ১১:২২
290122
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ,আপনার সন্তানকে স্বাভাবিক খাবারই খাওয়ান..Happy
349497
১২ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
মাজহারুল ইসলাম লিখেছেন : সচেতনতা মূলক পোষ্টের জন্য, জাজাকাল্লাহু খাইরান।
১২ নভেম্বর ২০১৫ রাত ১১:২৩
290123
দ্য স্লেভ লিখেছেন : বারাকাল্লাহ ফিক
349544
১৩ নভেম্বর ২০১৫ রাত ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু তাইলে ক্যপসুল উৎপাদনকারি কোম্পানি আর এই ক্যাম্পেইন এর এনজিও গুলির কি হবে!!!
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫২
290153
দ্য স্লেভ লিখেছেন : এসব এনজিও এগুলো করেই দুটো খেয়ে পরে বেচে আছে । আমি কয়েকজন প্রভাবশালীকে চিনতম যারা এইডস সহ এরকম কিছু ক্যাম্পইন করে ধনী দেশের কিছু বড় প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষন করে বেশ পয়সা এনেছিলো। সে পয়সার কিছুটা খরচ করে কিছুটা পকেটে রেখে বেশ ভালোই চলেছিলো...চলছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File