আমার সকালবেলার রুটি
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৯ অক্টোবর, ২০১৫, ১১:০০:১৭ রাত
সকালে সাতার কেটে এসে রুটি বানালাম একে একে ২২টা,তারই দুটি আপনারা দেখতে পাচ্ছেন তাওয়ায়। ডান পাশেরটার সাথে শ্রীলংকার ম্যাপের বেশ মিল আছে। ভাবছি.....আমি এক বিরাট প্রতিভা !!!.....আমি নিশ্চিত ওপাশের রুটিটাও কোনো না কোনো দেশের ম্যাপ।
বেগুনের তরকারী আর ডিম ভাজি দিয়ে খেলাম বেশ কয়েকটা...একেবারে জান্নাতি খাবার !!!
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আপনার শুকরিয়া দেখে ভাল লাগল । ধন্যবাদ ।
রুটির সাইজ দেখে আমার পুত্র প্রশ্ন করেছে রুটি বানানেওয়ালার বয়স কতো?
যাই হোক পুত্র এখন রুটি খাওয়ার আব্দার করেছে! এখন রুটি খাওয়তে হবে!
প্রাক্টিস মেকস আ ম্যান পারফেক্ট! ট্রাই এন্ড এগেইন ট্রাই ! একদিন গ্লোবের মতোই গোলাকার হবে ইনশা আল্লাহ!
আমি রুটি বানাই না, ইন্ডিয়ান ষ্টোর থেকে
ক্রয় করি। মনে হয়, তৈরী করলে আপনার চেয়ে
খারাপ হতো।
মন্তব্য করতে লগইন করুন