তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৭ জুলাই, ২০১৫, ১২:২৯:৪৮ দুপুর
কাল ঈদ তাই পেটের পরতে পরতে আনন্দ
কাল ঈদ তাই পেটের নিউরনে আনন্দ
কাল ঈদ তাই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আনন্দ
কাল ঈদ তাই সকালে দুপুরে বিকেলে খাব আনন্দ
কাল ঈদ ঈমাম সাহেব বলেছে জামাত হবে
মাঠে খাব সবকিছু তাই আনন্দ
কাল ঈদ তাই ভেড়ার মাংস রান্না করছি
একটু পরে খাব আনন্দ আর আনন্দ
কাল ঈদ তাই ইফতারীতে একটু জুস খেয়ে
আরও আড়াই ঘন্টা অপেক্ষা করছি,
রান্না করছি কারন কারন খাব কব্জী ডুবিয়ে
কাল ঈদ তাই সারাদিন খাব আর খাব
কাল ঈদ তাই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তাই খাব
কাল ঈদ খাব খাব আর খাব.....
আল্লাহ আমার ও আপনার পক্ষ থেকে ইবাদতসমূহ কবুল করুণ !!!
বিষয়: বিবিধ
২৪৫৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদের ফূর্তি তারাই কিনে
বেশী বেশী খেলে পরে
বাথরুমের লাইন ধরতে হবে
খাও তবে কচু পোড়া,খাও তবে ঘন্টা!!
গাভীর উজড়ী(ভূঁড়ি)চাই আরও চাই শুটকি৷
মন্তব্য করতে লগইন করুন