স্যুপের ১৪ গুষ্টি উদ্ধার করে ছাড়লাম।
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩০ এপ্রিল, ২০১৫, ০১:২১:৫৯ দুপুর
স্যুপ কিভাবে বানায় তা কি আমি জানি ? কিন্তু চেষ্টা করলাম। কর্ণ স্যুপ। তাই ভুট্টা নিলাম কিছু,এর সাথে টমেটো একটা। ভাবলাম গাজর কি চোষ করল, নিলাম তাকে। জ্বালালাম। ভাবলাম কিছু সবুজ শাক সব্জী দিলেও তো হয়, দিলাম। ভাবলাম মশলাপাতি না দিলে তো মানুষ ছি ছি করবে, তাই দিলাম গোল মরিচ,হলুদ,পেয়াজ,মরিচ। ভাবলাম মেক্সিকান মশলা দিলেও তো চলে, দিলাম। ভাবলাম আমেরিকায় আছি, এদেশের মশলাও তো কিছু দেওয়া যায়। ৭ রকমের মশলা এক বোতলে থাকে এরকম একটা বোতল খুজে দিলাম কিছু ঢেলে। এবার চিন্তা করতে থাকলাম। খানিক পর কি মনে করে দিলাম মুগডাল ৪ মুঠো। আবারও কি মনে করে ১ মুঠো মসুরের ডাল দিলাম। হাতের কাছে আর কিছু পেলাম না,নইলে তা দিয়ে দিতাম। এবার সিদ্ধ হলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। তারপর এর মধ্যে ২টা ডিম গুলে আবারও জ্বালাতে থাকলাম। এবার একটু চেখে দেখলাম,,,তেমন সুবিধার মনে হলনা।
এবার মনে হল পালে যেমন বাঘার দেয় তেমন দিব। রসুন আর পাচ ফোড়ন ভাজলাম অলিভ অয়েলে।দিলাম ঢেলে। এবার স্বাদ কিছুটা উন্নত মনে হল। খাওয়ার সময় আদা আর ধনে পাতা দিলাম।
খেলাম বড় এক বাটি। বিশ্বাস করেন, স্বাদ নিয়ে প্রশ্ন আসতে পারে কিন্তু জিনিসটা বেশ শক্তিশালী। গায়ে বল বেড়েছে। বলের কথা মাথায় আসাতে একটা কৌতুক মনে পড়ল।
এক ছেলে তার বাবাকে বলছে-বাবা, রবীন্দ্রনাথ কি ফুটবলার ছিল ?
বাবা: কেন ?
ছেলে: না উনার কবিতায় পড়লাম...বল দাও প্রভূ বল দাও...
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি যেটা রেঁধেছেন সেটার ছবি দিলেন না কেনো? জাতি দর্শন লাভ করিয়া উপকৃত হইতো!
লেবু দিয়ে খেলে টেস্ট বাড়বে! ট্রাই করে দেখবেন!
স্যুপের চেয়ে বলের কৌতুক মজা লাগলো। ওহ্! স্যুপ না হলে তো আবার বলই হতো না!
আপনার বিবরন শুনে মনে হয় টমেটকর্নমুলিগাটানিভেজিটেবলান্ডা স্যুপ। সংক্ষেপে বলবল স্যুপ!
একটু পুঁটি মাছ দিলে আরো মজা হইত।
তবে স্যুপ বানাইয় ব্লেন্ড করতে কখনও শুনি নাই।
তবে এগুলো কি?????????????
রতনে রতন চিনলেও খাদক চিনে তেলাপোকা।
মু হা হা হা ইশশশ স্যুপটা.......
মন্তব্য করতে লগইন করুন