ইয়া আল্লাহ ! আমি আপনার প্রতি সন্তুষ্ট !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ এপ্রিল, ২০১৫, ০৯:১৯:৪০ রাত
ইয়া আল্লাহ ! আমি আপনার প্রতি সন্তুষ্ট !! আপনি আমাকে সম্মানিত করেছেন। আপনি আমাকে অন্যের ভালবাসাপাশে আবদ্ধ করেছেন। আপনি আমার উপর রহমত বর্ষণ করেছে এবং এটা করতে আপনি আমার আমলের দিকে তাকাননি। আপনি আমাকে উত্তম জ্ঞান দান করেছেন। আপনি আমাকে এমন সব মানুষের সান্নিধ্য দান করেছেন যারা আপনাকে ভালবাসে। আপনিই মহান ! আপনিই সর্বোত্তম !! আপনিই অসীম দয়ালু। আপনিই মহা পরাক্রমশালী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা।
ইয়া আল্লাহ আপনি আছেন আমার উপলব্ধীতে,আমার কল্পনায়। আমি আপনাকে দেখিনা কিন্তু আমি আপনার উপর বিশ্বাস রাখি এবং নির্ভর করি। অামি পাপী কিন্তু আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি,কারন আমি বিশ্বাস করি আপনিই একমাত্র পাপ ক্ষমাকারী। আমি সর্বদা আপনার দরবারেই হাত তুলি,কারন আমি অন্য কোনো স্রষ্টা গ্রহন করিনি। আমি পৃথিবীর সকল শয়তানী শক্তির থেকে মুখ ফিরিয়ে একমাত্র আপনার দিকেই আমার গন্তব্য নির্ধারণ করেছি। আর আমি আপনার উপর আশা রাখি। হে আমার মালিক, অামি আপনাকে অনেক ভালবাসি এবং আমি আপনাকে ভয় পাই।
হে আল্লাহ ! আমি আপনার সাথে কথা বলতে সক্ষম নই, আমি উপযুক্তও নই। কিন্তু আপনি নিশ্চয় জানেন আমার হৃদয়ের আকুতি। আপনি আমার উপর আপনার রহমত অঅরও বৃদ্ধি করুন ! আমি আপনার কাছে অঅরও চাই, অনেক চাই,আর আপনিই তো এমন স্রষ্টা ,যিনি দিতে পছন্দ করেন এবং প্রার্থনা পছন্দ করেন ! আমি আপনার কাছে আশ্রয় চাইছি। সকল বিষয়ে, সকল সময়ে।
ইয়া আল্লাহ, আজ যখন আমার রক্তের সম্পর্কের কয়েকজন আত্মীয়ের সাথে কথা বললাম,আমার ব্যাপারে তারা এমন সুন্দর কথা বলল,যা শুনে মনে হল,এটা হল আমার সম্মান, যা আপনি আমাকে দান করেছেন। আমার খুব ভাল লাগল, এটা হল প্রশান্তি, যা আপনি আমাকে দান করলেন। আমি নিজেকে সম্মানিত মনে করলাম। এটা হল সেই নিখাঁদ সম্মান,যা আপনি দান করলেন। আপনি এই ক্ষুদ্র এবং তুচ্ছ,পাপী আর অযোগ্য মানুষটাকে মানুষের ভালবাসা দিয়েছেন। এমন কিছু দিয়েছেন যা অনেক লোক অর্জন করতে পারেনি। আমাকে এতটাই মানুষিক সুখ দিয়েছেন,যে আমি আনন্দে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান্নাল্লাহিল আযিম। কিন্তু আপনার শুকরিয়া তো এই অধম কোনো কালেও আদায় করতে পারেনি, কোনো কালেই পারবে না। কিন্তু আপনি এই অধমের উপর আপনার রহমত জারি রাখুন। আমি আপনার কাছে পৃথিবীর কল্যান,শান্তি এবং মৃত্যু পরবর্তী সক সময়ের অফুরন্ত শান্তি,মর্যাদা পাই।
হে আমার মালিক ! আপনি আমার সকল দোয়া কবুল করেছেন। এখন আমার এই দোয়া কবুল করুন। আমি আপনার অনুগত বান্দা হিসেবে পৃথিবীতে থাকতে চাই ,সেই অবস্থায় পৃথিবী ছাড়তে চাই,আমি আপনার অফুরন্ত নিয়ামত চাই,শান্তি চাই,আর মৃত্যুর পর কবরে শান্তি চাই, আখিরাতে জান্নাতুল ফিরদাউস চাই।
ইয়া আল্লাহ আপনার বিষয়ে ভাবছিলাম,আর আমার প্রতি আপনার নিয়ামতের কথা চিন্তা করাতে আমার চোখ দিয়ে পানি ঝরল,যদিও আমার চোখে সহসা পানি আসেনা। ইয়া আল্লাহ ! আপনি আমাকে আপনার সফল বান্দাদের কাতারে রাখুন !
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার নেক ইচ্ছা, সুপ্ত বাসনা ও মর্মস্পর্শী দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
মনের গহীন থেকে আসা পরম ভীরুতার স্পর্ষে মাখনো আন্তরিক দোআগুলোতে আমীন! ইয়া রব্বুল আলামীন!
জাযাকাল্লাহু খাইর!
..... ইয়ে , কিভাবে জিগ্গেস করি .... আপনাকে ভালোবাসাপাশে আবদ্ধ করার মত কাউকে কি আপনার রক্তসম্পর্কিয়রা আবিষ্কার করেছেন , ভাইয়া ? দিন তারিখ আমাদেরকে জানাতে ভুলবেননা যেন ….
তা আপনি এতদিন ছিলেন কোন চুলোয় ? হঠাৎ হঠাৎ ভাবুক কবির মত আউলা ঝাউলা হয়ে উদয় হন.....
মন্তব্য করতে লগইন করুন