ইয়া আল্লাহ ! আমি আপনার প্রতি সন্তুষ্ট !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ এপ্রিল, ২০১৫, ০৯:১৯:৪০ রাত



ইয়া আল্লাহ ! আমি আপনার প্রতি সন্তুষ্ট !! আপনি আমাকে সম্মানিত করেছেন। আপনি আমাকে অন্যের ভালবাসাপাশে আবদ্ধ করেছেন। আপনি আমার উপর রহমত বর্ষণ করেছে এবং এটা করতে আপনি আমার আমলের দিকে তাকাননি। আপনি আমাকে উত্তম জ্ঞান দান করেছেন। আপনি আমাকে এমন সব মানুষের সান্নিধ্য দান করেছেন যারা আপনাকে ভালবাসে। আপনিই মহান ! আপনিই সর্বোত্তম !! আপনিই অসীম দয়ালু। আপনিই মহা পরাক্রমশালী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা।

ইয়া আল্লাহ আপনি আছেন আমার উপলব্ধীতে,আমার কল্পনায়। আমি আপনাকে দেখিনা কিন্তু আমি আপনার উপর বিশ্বাস রাখি এবং নির্ভর করি। অামি পাপী কিন্তু আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি,কারন আমি বিশ্বাস করি আপনিই একমাত্র পাপ ক্ষমাকারী। আমি সর্বদা আপনার দরবারেই হাত তুলি,কারন আমি অন্য কোনো স্রষ্টা গ্রহন করিনি। আমি পৃথিবীর সকল শয়তানী শক্তির থেকে মুখ ফিরিয়ে একমাত্র আপনার দিকেই আমার গন্তব্য নির্ধারণ করেছি। আর আমি আপনার উপর আশা রাখি। হে আমার মালিক, অামি আপনাকে অনেক ভালবাসি এবং আমি আপনাকে ভয় পাই।

হে আল্লাহ ! আমি আপনার সাথে কথা বলতে সক্ষম নই, আমি উপযুক্তও নই। কিন্তু আপনি নিশ্চয় জানেন আমার হৃদয়ের আকুতি। আপনি আমার উপর আপনার রহমত অঅরও বৃদ্ধি করুন ! আমি আপনার কাছে অঅরও চাই, অনেক চাই,আর আপনিই তো এমন স্রষ্টা ,যিনি দিতে পছন্দ করেন এবং প্রার্থনা পছন্দ করেন ! আমি আপনার কাছে আশ্রয় চাইছি। সকল বিষয়ে, সকল সময়ে।

ইয়া আল্লাহ, আজ যখন আমার রক্তের সম্পর্কের কয়েকজন আত্মীয়ের সাথে কথা বললাম,আমার ব্যাপারে তারা এমন সুন্দর কথা বলল,যা শুনে মনে হল,এটা হল আমার সম্মান, যা আপনি আমাকে দান করেছেন। আমার খুব ভাল লাগল, এটা হল প্রশান্তি, যা আপনি আমাকে দান করলেন। আমি নিজেকে সম্মানিত মনে করলাম। এটা হল সেই নিখাঁদ সম্মান,যা আপনি দান করলেন। আপনি এই ক্ষুদ্র এবং তুচ্ছ,পাপী আর অযোগ্য মানুষটাকে মানুষের ভালবাসা দিয়েছেন। এমন কিছু দিয়েছেন যা অনেক লোক অর্জন করতে পারেনি। আমাকে এতটাই মানুষিক সুখ দিয়েছেন,যে আমি আনন্দে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান্নাল্লাহিল আযিম। কিন্তু আপনার শুকরিয়া তো এই অধম কোনো কালেও আদায় করতে পারেনি, কোনো কালেই পারবে না। কিন্তু আপনি এই অধমের উপর আপনার রহমত জারি রাখুন। আমি আপনার কাছে পৃথিবীর কল্যান,শান্তি এবং মৃত্যু পরবর্তী সক সময়ের অফুরন্ত শান্তি,মর্যাদা পাই।

হে আমার মালিক ! আপনি আমার সকল দোয়া কবুল করেছেন। এখন আমার এই দোয়া কবুল করুন। আমি আপনার অনুগত বান্দা হিসেবে পৃথিবীতে থাকতে চাই ,সেই অবস্থায় পৃথিবী ছাড়তে চাই,আমি আপনার অফুরন্ত নিয়ামত চাই,শান্তি চাই,আর মৃত্যুর পর কবরে শান্তি চাই, আখিরাতে জান্নাতুল ফিরদাউস চাই।

ইয়া আল্লাহ আপনার বিষয়ে ভাবছিলাম,আর আমার প্রতি আপনার নিয়ামতের কথা চিন্তা করাতে আমার চোখ দিয়ে পানি ঝরল,যদিও আমার চোখে সহসা পানি আসেনা। ইয়া আল্লাহ ! আপনি আমাকে আপনার সফল বান্দাদের কাতারে রাখুন !

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314959
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট ভাই। আপনার হৃদয়স্পর্শী লিখাটা পড়ে আমারও চোখ দুটি ঝাপসা হয়ে এলো এর আত্মা প্রশান্তিতে ভরে উঠলো। মনিবের প্রতি একজন দাসের হৃদয় নিংড়ানো ভালোবাসা আর আনুগত্য দেখে।

আপনার নেক ইচ্ছা, সুপ্ত বাসনা ও মর্মস্পর্শী দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৬
256122
দ্য স্লেভ লিখেছেন : যেসকল দোয়া আমি আমার জন্যে করেছি,তা আপনার জন্যে্ করেছি তা আপনার জন্যেও করছি। আপনার উপর আল্লাহ যেন সদা রহমত বর্ষন করেন
314973
১৪ এপ্রিল ২০১৫ রাত ১১:০৫
আবু জান্নাত লিখেছেন : আজ হাজিরা দিলাম, কালকে মন্তব্য......
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৭
256123
দ্য স্লেভ লিখেছেন : তাইলে ধন্যবাদটার অর্ধেক এখন দিলাম Happy বাকীটা কালHappy
314978
১৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

মনের গহীন থেকে আসা পরম ভীরুতার স্পর্ষে মাখনো আন্তরিক দোআগুলোতে আমীন! ইয়া রব্বুল আলামীন!
জাযাকাল্লাহু খাইর! Good Luck
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৮
256124
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ আপনি এই বোনটির উপর রহমত বর্ষন করুন, রহমতে রহমনে সে যেন পুতে যায়...
314991
১৫ এপ্রিল ২০১৫ রাত ১২:১৮
আহমেদ ফিরোজ লিখেছেন : আমাদের সবার ক্ষেত্র এই দোয়া আল্লাহ কবুল করুন।
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৯
256125
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনাকে কবুল করুন !
314992
১৫ এপ্রিল ২০১৫ রাত ১২:১৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন, সুন্দর অনুভূতি!! পুঁটির মা অবশ্যই পছন্দ করবেন। মনের সাথে মিলে গেল। ধন্যবাদ।
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১২
256126
দ্য স্লেভ লিখেছেন : হ্যা পুটির মাকে আল্লাহ যেন আমার কাছে তাড়াতাড়ি পাঠান Happy আপনার জন্যেও অনেক দোয়া রইলো। Happy
315002
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজের করে অনুভুতি লিখেছেন আমাদের ও জাগিয়েছেন ,,অনেক ধন্যাবদ
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৩
256127
দ্য স্লেভ লিখেছেন : জি ভাই এই দোয়াটুকু ছাড়া আমার ঘটে আর কোনো রসদ নেই। আল্লাহ যেন কবুল করেন,আল্লাহ যেন আপনাকেও কবুল করেন
315005
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:২৪
আফরা লিখেছেন : হায় হায় হুজুর এত সুন্দর করে মোনাজাত করে আমীন বল্লেন না । আমি আমীন বলে দিলাম ।আমীন
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৪
256128
দ্য স্লেভ লিখেছেন : আমিন !!! ইয়া আল্লাহ, আপনি আফরার সকল নেক দোয়া কবুল করুন ! তাকে আপনার রহমতের ভেতর আবদ্ধ রাখুন !!
315017
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৯
শেখের পোলা লিখেছেন : আমিন৷ মনে হয় নতুন বাংলা সালটা ভালই যাবে৷ কি বলেন৷
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৫
256129
দ্য স্লেভ লিখেছেন : ইনশাআল্লাহ ভাল যাবে। আপনার জন্যেও ভাল যাক। সর্বদা আল্লাহর রহমতে সিক্ত থাকুন। আপনার রিজিক যেন হয় ব্যপক.....যা তা খেলেও যাতে আপনার সমস্যা না হয় Happy
১৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
256187
শেখের পোলা লিখেছেন : রিজিকের বরাদ্দ প্রায় শেষ৷ ডাক্তার কম আর বেছে খেতে বলে দিয়েছে৷ পায়ে অচল প্রায় হয়ে গেছি৷ অবসরের আবেদনও করে দিয়েছি৷ তবে সুস্থই আছি৷ ধন্যবাদ৷
315023
১৫ এপ্রিল ২০১৫ রাত ০২:২৭
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৮
256130
দ্য স্লেভ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Happy Happy
১০
315033
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৭:০৩
রাইয়ান লিখেছেন : আলহামদুলিল্লাহ ! আপনার প্রতিটি আবেদন আল্লাহর কাছে দ্রুতবেগে পৌছে যাক , এটি আমার আন্তরিক কামনা। Praying Praying Praying

..... ইয়ে , কিভাবে জিগ্গেস করি .... আপনাকে ভালোবাসাপাশে আবদ্ধ করার মত কাউকে কি আপনার রক্তসম্পর্কিয়রা আবিষ্কার করেছেন , ভাইয়া ? দিন তারিখ আমাদেরকে জানাতে ভুলবেননা যেন …. Tongue
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৩
256131
দ্য স্লেভ লিখেছেন : আমিন !!! ইনশাআআল্লাহ আগামী দুই বছরের মধ্যে আল্লাহ আমাকে পুটির মা উপহার দিবেন। আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ উপহার দিব। আমার হৃদয়ের পুরোটাই হবে তার।

তা আপনি এতদিন ছিলেন কোন চুলোয় ? হঠাৎ হঠাৎ ভাবুক কবির মত আউলা ঝাউলা হয়ে উদয় হন.....
১১
315059
১৫ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১০
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সূখে শান্তিতে ভরিয়ে দিক। আমীম।
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১২
256512
দ্য স্লেভ লিখেছেন : আমিন এবং একই দোয়া আপনার জন্যেও রইলো ভ্রাতা
১২
315788
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৯
প্রেসিডেন্ট লিখেছেন : আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন।
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
257033
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন।জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File