পুটির মায়ের সাথে মাছ ধরলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩০ মার্চ, ২০১৫, ০১:৩৮:৪৬ দুপুর
পুটির মা চোখ বন্ধ করো,হাত বাড়াও...হুমম এই দিলাম তোমার হাতে মাছ ধরার সরঞ্জাম !!
: ও আল্লাহ এ কি......এই....ই..ই..ই...
: কোনো কেঁচো !!
: সর্বনাশ ! তুমি কেচো এনেছো ক্যানো ? আর এ কোথায় পেলে ?
: আহা তোমাকে বলা হয়নি,আমাদের বাগানে সকালে অনেকক্ষন মাটি খুড়ে এসব কেচো বের করেছি।
: মাথা খারাপ হয়েছে ?
: না, তা কেনো ? আজ না কথা ছিল আমরা মাছ ধরতে যাব,তোমার এ বিষয়ে ভাল অভিজ্ঞতা আছে তুমি মাছের এলাকার মেয়ে। কিন্তু মাছ ধরার মূল জিনিসটি না হলে মাছ কি উঠবে ?
: এই তোমার আকল ! মাছ ধরতে কেচো লাগে ?
: পুটির মা কয় কি ? ছোটবেলায় তো এটা বর্শীতে গেথে একবার পুটি ধরেছিলাম। আরও অনেককে এটা দিয়ে ছিপে মাছ ধরতে দেখেছি,,,তাই ভাবলাম তুমি যখন ছিপ টিপ নিয়ে এসেছো বাপের বাড়ি থেকে ,মাছের খাবারটা তো অামাকে যোগাড় করতেই হয় ! তাই তোমাকে সারপ্রাইজ দিলাম...
: তোমার এই কেচো সারপ্রাইজ দিতে বলেছি ? আর এখন কি মানুষ এসব দিয়ে মাছ ধরে ? আমার আব্বার প্রিয় শখ হল মাছ ধরা। আর তার অনেক দামী দামী হুইল আছে। মাছের খাবারও আছে। সেটা বর্শীতে গেথে পানিতে ছুড়ে দিলে খানিকক্ষনের মধ্যেই মাছ আসবে খেতে। গত সন্ধ্যায়ই আমি আব্বার সেসব সরঞ্জাম নিয়ে এসেছি। তোমাকে তো মাটি খুড়তে বলিনি।
: কিন্তু এত কষ্ট করে মাটির তলা থেকে কেচো বের করলাম,এখন এসব কি করব তবে ?
: আপাতত খেয়ে ফেলো,আর কি করবে !
: না তা কি হয়, তোমাকে ছাড়া আমি কিছু খেয়েছি কখনও ?
: না তুমিই খাও, পান্তাভাতে তেলাপোকা খাওয়ার যেহেতু অভ্যাস আছে এসবে তোমার সমস্যা হবেনা।
: ঠিক আছে তুমি যখন বলছ, তুমি তো আর আমার অমঙ্গল চাওনা !!
: ওকি !! ওকি !!! তুমি তো দেখছি যাচ্ছেতাই...কেচো মুখে পুরে দিলে ??
: তুমি বললে যখন কি আর করব !!
: তাই বলে তুমি কেচো খাবে ??
:তা জিনিসটাতো খারাপ না !
: এই তোমার মাথা ঠিক আছে ??
: হ্যা, কেন ?
: কেচো খেলে কেন ?
: কেচো কোথায় দেখলে ? !!
: কোনো তুমিই তো হাতে ধরে মুখে পুরে দিলে,সকালে মাটি খুড়ে...
: হ্যা মাটির নীচে প্লাস্টিকের কেচো দৌড়াদৌড়ি করে....
: কি ??? ওগুলো প্লাস্টিকের ??
: তবে কি বলতে চাও আমি তোমার মত যা তা খাই ?
: দেখো ভাল হবেনা বলে দিচ্ছি পুটির বাপ ! আমি যা তা খাই ??
: নয়তো কি ? দুদিন অসুস্থ্য ছিলে সেসময় তোমাকে আমি এটা সেটা রান্না করে খাওয়াইনি ??
: তাই বলো !! হ্যা তা ঠিক আছে,,, এটা মানা যায়....আচ্ছা চলো এবার যাওয়া যাক। আমার সরঞ্জাম তৈরী।
==================
পুটির মা , এই লেকটা কিন্তু খুবই সুন্দর। এর আগেও কিন্তু এখানে এসেছি,তবে ভাল লাগেনি তেমন। আজ এটাকে এত ভাল লাগছে কেন পুটির মা ?
: কারন সেসময় পুটির মা ছিলনা।
: কথা ঠিক পুটির মা। তুমি পুটির মা হলেও এবং পুটি বিষয়টা ছোট হলেও আমার কাছে তুমি অনেক বড়।
: হাঙর,তিমির মত ?
: এই দ্যাখো,,,কোথাকার কথা কোথায় নিয়ে গেল ! তুমি এরকম ক্যানো? মোটেও রোমান্টিক না। কথায় রসকস নেই।
: হুমম আর তোমার কথায় রস বেয়ে বেয়ে পড়ে, না ?
: না, তুমি যে কি,,, আচ্ছা চলো মাছ ধরি। কিন্তু তুমি সাথে এসব পাইপ টাইপ কি এনেছো ? এর ভেতর দিয়ে মাছ কিভাবে ধরবে ? নাকি এই পাইপ দিয়ে পিটিয়ে মাছ ডাঙ্গায় আনবে !
: চুপ থাকো, দ্যাখো কি করি...
: ওরে বাপরে,,, ছোট ছোট পাইপ দেখী লম্বা ছিপ হয়ে গেল। আবার সাথে অটোমেটিক মেশিনও আছে। কি কারবার ! ধরব মাছ,তার আবার প্রযুক্তি। ও পুটির মা ! এটা কি মাছের জিপিএস সিস্টেম সম্বলিত স্যাটেলাইট ছিপ ? এটা দিয়ে মাছেদেরকে ফোন করে ডেকে আনবে ?
: কথা কম, যা করি দ্যাখো...
: কি কান্ড দ্যাখো।...নানান রকমের বর্শী দেখা যাচ্ছে....হরেক রকম খাবার....বর্শী ফেলে পুটির মা রুই ধরবে....কি কান্ড...!!
:আচ্ছা তুমি ওই গোলাকার নেটটা নিয়ে পানির কাছে গিয়ে দাড়াও, আমি বললে ওটা নিয়ে ঝাপিয়ে পড়বে।
: এ আবার কি বিষয় ? এটা নিয়ে পানিতে ঝাপাবো কেন ? তার চাইতে আমি বলি কি...ওসব মাছ টাছ রাখো,,,চলো দুজনে মিলে পানিতে গিয়ে ঝাপাই...
: চুপ....মনে হয় বড় মাছ ধরা পড়েছে...পুটির বাপ পানিতে লাফ মারো !!!
: দিলাম লাফ...
: এই তোমার নেট কই ?
: ওহ...তুমি বললে লাফ মারতে তাই তো লাফ দিলাম..
: তা তুমি নেটটা নিয়ে লাফ না দিয়ে এখন কি করবে শুনি ??
: সমস্যা নেই...অামি সাতার কেটে মাছের কাছে যাচ্ছি..
:খবরদার ...তুমি বর্শীতে হাত কাটবে...ফিরে এসো...
: নাহ, আমি পেছনে ফেরার লোক না....
:পাগলামি করোনা....আচ্ছা দাড়াও আমি নেটটা ছুড়ে দিচ্ছি...
: দরকার নেই,,, পুটির বাপ একাই এসব পারে...
: পুটির বাপ কথা শোনো হাত কাটবে,মাছটাও হারাবে...
: পুটির বাপের এক কথা....আর মাছ ধরবই,আজ মাছের ভোজ হবে...৩জন বন্ধুকে দাওয়াত করা আছে,আগেই ভেবে রেখেছিলাম.....
: পুটির বাপ উঠে এসো...আমি চেষ্টা করছি মাছটাকে উঠাতে,,,কিন্তু মনে হচ্ছে বেশ বড় সাইজের মাছ..
: সমস্যা নেই..অামিই যাচ্ছি...ডুব সাতারে আমি পটু..ওটাকে ধরেই তবে তোমার কাছে আনব। তারপর বাহারী সব রান্না হবে। আচ্ছা সেদিন যে রেসিপিটা তুমি চাচীর কাছ থেকে নিয়ে আসলে ওটা অনুসরণ করতে পারবে না ?
:পারব,কিন্তু পুটির বাপ, কথা শোনো....
: আহা..একটু দাড়াও..এই দিলাম ডুব..
:লোকটার পাগলামি গেলনা ! দেই টান হুইলে...কিন্তু মাছটা বেশী বড় মনে হচ্ছে !! নাকি পানির নীচে কোনো পচা ডালে বর্শী বেধে গেল !! দিলাম টান...
: এই !!এই !!! আমার ইজ্জত আবরু গেল !!
: একি পুটির বাপের শার্ট,,,,পুটির বাপ অনেক হয়েছে এবার ওঠো....আজ তোমার জন্যে মাছটা গেল...
: গেলো বলছ কেন,, ..এ লেকের বাইরে যাবার সাহস ওর নেই...ওর চৌদ্দ গুষ্টিরও নেই,দেখে নিও ওকে আমি ধরবই.....
: থাক যথেষ্ট হয়েছে..এখন চলো ...পরে আবার একদিন আসা যাবে..
: আরে আমি বন্ধুদের কথা দিয়েছি....রুই মাছ ওরা রাতে খেতে আসবে...
: তবে আর কি করা, চলো বাজারে যাই...রুই মাছ ধরে আনি.....
========
ও দোকানদার ভাই ওই বড় রুই মাছটা কত ?
:১৮০০ টাকা।
: আচ্ছা ভাই ওটা আমার দিকে ছুড়ে দেন তো...
: এই যে,,,ধরলাম....এই এইটা এত পিছলা ক্যান.....বেফাস পড়ে গেলাম......
: পুটির বাপ , তুমি বাজারের রুইও ধরতে পারলে না....হাহাহাহাহাহা..
বিষয়: বিবিধ
২৯১২ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যাপক আনন্দ উপভোগ করলাম!
ইটালিয়ানরা মছ ধরে আবার পানিতে ছেড়ে দেয়! নিজের শিকার করা মাছ ওরা খায় না! অন্য মাছ কিনে খায়!
প্লাস্টিকের কেঁচো তাহলে কি হজম হয়েছে????
অনেক অনেক শুভকামনা রইলো!
এইডা কি শুনালেন!!!! বুয়ার কল্যাণে ভাতের সাথে তেলাপোকা খেয়ে দাস্ত আর বমিতে আমি এখন দূর্বল জীর্ণ শীর্ন! এইবার কেঁচো নিয়ে হাজির হলেন, বুঝতে পারছেন, আমার অবস্থা কি হবে!
আর শুনেন, ধিক, শত ধিক আপনাকে!!!! আপনি পুরুষ জাতির মান ইজ্জত সব ধূলয় মিশায়ে দিলেন!!!!ময়নার মায়ের কাশে শুনে আসবেন, ময়নার বাপ কিন্তু এইরকম বেফাস পড়ে যায় না!!!
হাহাহাহাহাহা আপনি তাইলে অরিজিন্যাল তেলাপোকা খাইলেন
আপনার পুটীর মায়ের কাহিনী পড়তে গিয়ে হাসতে হাসতে শেষ। ইদানীং পুটীর মা এবং বাবা দুজনে যেভাবে মাছ ধরার নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে তাতে জাতি খুবিই উপকৃত হবে নিঃসন্দেহে!! আপনি কী বলেন?
এতো স্যাটেলাইট যন্ত্রের কাম কি, তার চেয়ে বরং মাছের রাণীকে আগেই মোবাইলে জানিয়ে দেন তারা যেন পুটীর মায়ের জন্য প্রস্তুত থাকে।
পুটীর মাকে এতো কষ্ট দেয়া ঠিক না! হাজারো হলেও ...।
পুঁটি মাছ খাইতে ভালই!!!
:খবরদার ...তুমি বর্শীতে হাত কাটবে...ফিরে এসো...
পুঁটির মা পুঁটির বাপরে কত ভালোবাসে উপরের কথায় প্রমাণ দৃশ্যমান!!! পুঁটির বাপের জীবন ধন্য হোক।
মন্তব্য করতে লগইন করুন