আমার মা'কে খুব মনে পড়ছে আজ

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ মার্চ, ২০১৫, ০১:০৪:০৫ রাত

একটু আগে স্বপ্ন দেখলাম আমি বাড়িতে আর মা রান্না করছে। আব্বা উঠানে কিছু একটা করছিল। অনেক হাসিখুশী দেখাচ্ছিল আব্বা এবং মা'কে। ভাই' ও ছিল সেখানে। বাড়ির উঠানের সাথেই ছিল বিশাল লম্বা একটা খাচা সদৃশ স্থান,যার গেইট লোহার। আমি তার ভেতর ঢুকলাম এবং দেখলাম এটি আরেক জগত। এটি অনেক উচু স্থান,যেখান থেকে আমি দূরে দেখতে পাচ্ছিলাম একটি বড় পুকুর। সদ্য বিশাল বৃষ্টি হওয়াতে সেখানে পানি টইটই করছে। মানুষেরা কেউ গোসল করছে কেউ কাপুড় পরিষ্কার করছে। এটা অনেকটা দিঘির মত বড় আকৃতির পুকুর। এর মাঝে মাঝে লম্বা ঘাস রয়েছে। এবার সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু দেখলাম একটি বাঘ আমাকে গোপনে অনুসরন করছে। আমি দ্রুত দৌড়ে গেটের বাইরে আসলাম এবং গেইট বন্ধ করে দাড়ালঅম। দেখলাম ভেতরে বিশাল রয়েল বেঙ্গল টাইগার বের হবার চেষ্টা করছে। আমার ভাইকে বললাম গেইটটা বেধে রাখতে....গেটের বাইরে আটকানোর কিছু ছিলনা। আমি আমার পিতা-মাতার নিরাপত্তার জন্যে সর্বোচ্চ শক্তি দিয়ে গেইট আটকে রাখলাম।

================

এরপর আবার দেখলাম এক অপরিচিত স্থানে ঘুরতে গিয়েছি। সেটা বিদেশ। আমি,আমার ভাই-ভাবী,ভাতিজা ইত্যাদী। আমার বেশী টাকা নেই,তাই হিসাব করছি কত টাকা কোন খাতে খরচ হবে। একটা বড় সাদা কাগজে লিখছি বিভিন্ন খাত। তারপর দেখলাম সেই দেশেরই সুন্দর একটি স্থান,যেখানে একটি রাস্তার পাশে বিশাল খাল বিল ধরনের স্থান। একদিক থেকে পানি প্রবাহিত হচ্ছে জোরে। আর সেদিক থেকে মাছ আসতে পারে ভেবে অনেকে মাছের জন্যে অপেক্ষা করছে। কাওকে মাছ পেতে দেখলাম না। কিন্তু শত শত লোক মাছের জন্যে অপেক্ষা করছে। যেদিক থেকে ভরস্রোতা নদীর মত পানি প্রবাহিত হচ্ছে সেদিকে গেলাম। আমার হাতে মাছ ধরার কোনো কিছুই ছিলনা। আমি গাছের ডালের মত কিছু একটা দিয়ে সেই স্রোতের ভেতর থেকে একটা মাছ ধরলাম। সবাই অবাক হল। এবার বাম পাশে থাকা গলা সমান পানিতে নামলাম। আমার ভাল লাগছিল,মাছ ধরার তেমন ইচ্ছা ছিলনা কিন্তু দেখলাম একটি (অথবা কয়েকটি) মাছ পানির উপর ভেসে রয়েছে এবং তারা নড়ছে না। আমি একটির লেজ ধরলাম ,ভাবলাম পিছলে যাবে। মাছটা পালানোর চেষ্টা করছিল কিন্তু জোরে ধরলাম,এবার ধরা পড়ল বেশ বড় মাছ। মানুষেরা অবাক হল। আমি মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।

এক স্থানে এসে দেখলাম আমেরিকাস সৈন্যরা আরবীয় মেয়েদেরকে যুদ্ধের প্রশিক্ষন দিচ্ছে। তারা জনবসতির একেবারে কাছে এটা করছে। কিভাবে গ্রেনেড ছোড়া হয় এই প্রশিক্ষন দিতে গিয়ে এক মার্কিন সৈন্য গ্রেনেড ছুড়ে মারল কিন্তু সেটা তাদের এরিয়া পার হয়ে এক গরিব মহিলার বাড়িতে গিয়ে পড়ল। তারা গ্রেনেড ছোড়া ছুড়ি করে আনন্দ করতে লাগল। গ্রেনেডগুলো কোথায় গিয়ে পড়ছে তাতে তাদের চিন্তিত মনে হলনা। আমি তাদের কাজ দেখে বিরক্ত হলাম। এসব মেেদের এরকম প্রশিক্ষন দিয়ে কি হবে তাও ভাবলাম।....

ঘুম ভাঙার পর হঠাৎ মাকে মনে পড়ছে। এখন অনেক রাত তাই আর ফোন দিলাম না। আমার মা'কে ছেড়ে এতদিন কোথাও থাকিনি। নি:সঙ্গতা আমাকে কখনও গ্রাস করেনি কিন্তু হঠাৎ করে খুব একা মনে হচ্ছে।

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307564
০৭ মার্চ ২০১৫ রাত ০২:৩৮
আফরা লিখেছেন : মায়ের বিকল্প কেউ হয় না । মন খারাপ করিয়েন না আর তিন ঘন্টা পরেই বাংলাদেশে ভোর হবে তখন আপনার মায়ের সাথে কথা বলিয়েন আপনার ভাল লাগবে ।

০৭ মার্চ ২০১৫ সকাল ১০:১২
248810
দ্য স্লেভ লিখেছেন : রিং হচ্ছে কিন্তু ধরছে না,দেখী আবারও..
307576
০৭ মার্চ ২০১৫ রাত ০৪:২৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ দ্য স্লেভ ভাইয়া। মায়ের জন্য মন খারাপ হয় জানি এবং মানি। জীবনটাই এক পদ্মপাতা ভাইয়া। খালাম্মার সাথে প্রাণভরে অনেকক্ষণ কথা বলেন। ভালো লাগবে ইনশাল্লাহ।

আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
০৭ মার্চ ২০১৫ সকাল ১০:১৩
248811
দ্য স্লেভ লিখেছেন : আপনাদের দোয়া আমার অতি জরুরী,নিজের সম্পদ বলতে ওইটুকুই...
307580
০৭ মার্চ ২০১৫ রাত ০৪:৫৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালমুআলাইকুম! দোআ করুন মায়ের জন্য! ফোন কথা বললে ভালো লাগব ইনশা আল্লাহ! ফী আমানিল্লাহ! শুভকামনা রইলো! Good Luck
০৭ মার্চ ২০১৫ সকাল ১০:১৩
248812
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আপনার উপদেশ মানব...
307587
০৭ মার্চ ২০১৫ সকাল ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : মাকে মনে পড়েছে ভাল, খোঁজ খবর নিন৷ অবশ্যই মায়েরা চায়না তার ছেলে াকে ছেড়ে দূরে থাকুক৷ আর শুনেছি মাছের স্বপ্ন ভাল না, অসুখ বিসুখ হয়৷ সঠিক নাও হতে পারে৷ করে আমাদের রাহুর গ্রাস শেষ হবে এমন স্বপ্ন দেখুন প্লিজ৷
০৭ মার্চ ২০১৫ সকাল ১০:১৬
248813
দ্য স্লেভ লিখেছেন : জি মাছের স্বপ্ন ভাল না। এতে রাহু গ্রাস করে। আপাতত শনি গ্রহের প্রভাব মুক্ত হয়ে বৃহস্পতি দেখতে হবে,তারপর ল্যাংটা বাবার দোয়া যদি সাথে থাকে....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor মাছ ছাড়া আরও অনেক কিছু তো দেখলাম...যেমন বাঘ,পুকুর,আরব নারী...তার ব্যাপারে আপনার কি খেয়াল !!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
307605
০৭ মার্চ ২০১৫ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার কিন্তু ভাই পরের সপ্নটা বেশি চিনন্তার বিষয় মনে হচ্ছে।
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩১
248825
দ্য স্লেভ লিখেছেন : কোনটা ?
307609
০৭ মার্চ ২০১৫ দুপুর ১২:২৪
আবু জান্নাত লিখেছেন : স্বপ্ন তো স্বপ্নই, এতে টেনশনের কিছু নেই। ভালো কিছু দেখলে আলহামদু লিল্লাহ বলবেন। খারাপ বা ভয় জাতীয় কিছু দেখলে বাম দিকে হালকা খুখু নিক্ষেপ করে পাশ পাল্টিয়ে ঘুমাবেন। জাযাকাল্লাহ খাইর
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩২
248826
দ্য স্লেভ লিখেছেন : ভাল মনে হয়েছে বলেই শেয়ার করলাম,নইলে হাদীছে বর্ণিত বিষয়ই অনুসরণ করি।
307638
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৮
শফিক সোহাগ লিখেছেন : দূরে কোথাও কেউ চলে গেলে যোগাযোগ রাখিও, ফোন দিও ইত্যাদি না বলে আমি বলি মনে পড়লে শুধু দোয়া করবে। Happy

আপনাকেও বলি যার কথা মনে পড়ে তার জন্য মন ভরে দোয়া করুন। ভাল লাগবে।। Happy


০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
248896
দ্য স্লেভ লিখেছেন : কথাটা মনে রাখব ইনশাআল্লাহ
308354
১১ মার্চ ২০১৫ দুপুর ০৩:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলে সারাদিন টিভি, ফেসবুক, ব্লগে হানাহানির খবর দেখেন। রক্তারক্তি দেখেন এসব মেমিরিস গুলো ভাবায়, চিন্তায় রয়ে যায়। সাথে সাথে ছোটবেলার মেমরিসগুলো, সাজানো ঘরবাড়ি বাবা মা এসব জিনিসগুলো কাছে টানে তাই ঘুমের মাঝে স্বপ্ন হয়ে এসব মন কে নাড়া দেয়। মা এর মত আপন কেউ হয়না।
১১ মার্চ ২০১৫ রাত ০৮:৩৪
249455
দ্য স্লেভ লিখেছেন : সত বলেছেন। জাজাকাল্লাহ খায়রান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File