আমার মা'কে খুব মনে পড়ছে আজ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ মার্চ, ২০১৫, ০১:০৪:০৫ রাত
একটু আগে স্বপ্ন দেখলাম আমি বাড়িতে আর মা রান্না করছে। আব্বা উঠানে কিছু একটা করছিল। অনেক হাসিখুশী দেখাচ্ছিল আব্বা এবং মা'কে। ভাই' ও ছিল সেখানে। বাড়ির উঠানের সাথেই ছিল বিশাল লম্বা একটা খাচা সদৃশ স্থান,যার গেইট লোহার। আমি তার ভেতর ঢুকলাম এবং দেখলাম এটি আরেক জগত। এটি অনেক উচু স্থান,যেখান থেকে আমি দূরে দেখতে পাচ্ছিলাম একটি বড় পুকুর। সদ্য বিশাল বৃষ্টি হওয়াতে সেখানে পানি টইটই করছে। মানুষেরা কেউ গোসল করছে কেউ কাপুড় পরিষ্কার করছে। এটা অনেকটা দিঘির মত বড় আকৃতির পুকুর। এর মাঝে মাঝে লম্বা ঘাস রয়েছে। এবার সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু দেখলাম একটি বাঘ আমাকে গোপনে অনুসরন করছে। আমি দ্রুত দৌড়ে গেটের বাইরে আসলাম এবং গেইট বন্ধ করে দাড়ালঅম। দেখলাম ভেতরে বিশাল রয়েল বেঙ্গল টাইগার বের হবার চেষ্টা করছে। আমার ভাইকে বললাম গেইটটা বেধে রাখতে....গেটের বাইরে আটকানোর কিছু ছিলনা। আমি আমার পিতা-মাতার নিরাপত্তার জন্যে সর্বোচ্চ শক্তি দিয়ে গেইট আটকে রাখলাম।
================
এরপর আবার দেখলাম এক অপরিচিত স্থানে ঘুরতে গিয়েছি। সেটা বিদেশ। আমি,আমার ভাই-ভাবী,ভাতিজা ইত্যাদী। আমার বেশী টাকা নেই,তাই হিসাব করছি কত টাকা কোন খাতে খরচ হবে। একটা বড় সাদা কাগজে লিখছি বিভিন্ন খাত। তারপর দেখলাম সেই দেশেরই সুন্দর একটি স্থান,যেখানে একটি রাস্তার পাশে বিশাল খাল বিল ধরনের স্থান। একদিক থেকে পানি প্রবাহিত হচ্ছে জোরে। আর সেদিক থেকে মাছ আসতে পারে ভেবে অনেকে মাছের জন্যে অপেক্ষা করছে। কাওকে মাছ পেতে দেখলাম না। কিন্তু শত শত লোক মাছের জন্যে অপেক্ষা করছে। যেদিক থেকে ভরস্রোতা নদীর মত পানি প্রবাহিত হচ্ছে সেদিকে গেলাম। আমার হাতে মাছ ধরার কোনো কিছুই ছিলনা। আমি গাছের ডালের মত কিছু একটা দিয়ে সেই স্রোতের ভেতর থেকে একটা মাছ ধরলাম। সবাই অবাক হল। এবার বাম পাশে থাকা গলা সমান পানিতে নামলাম। আমার ভাল লাগছিল,মাছ ধরার তেমন ইচ্ছা ছিলনা কিন্তু দেখলাম একটি (অথবা কয়েকটি) মাছ পানির উপর ভেসে রয়েছে এবং তারা নড়ছে না। আমি একটির লেজ ধরলাম ,ভাবলাম পিছলে যাবে। মাছটা পালানোর চেষ্টা করছিল কিন্তু জোরে ধরলাম,এবার ধরা পড়ল বেশ বড় মাছ। মানুষেরা অবাক হল। আমি মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
এক স্থানে এসে দেখলাম আমেরিকাস সৈন্যরা আরবীয় মেয়েদেরকে যুদ্ধের প্রশিক্ষন দিচ্ছে। তারা জনবসতির একেবারে কাছে এটা করছে। কিভাবে গ্রেনেড ছোড়া হয় এই প্রশিক্ষন দিতে গিয়ে এক মার্কিন সৈন্য গ্রেনেড ছুড়ে মারল কিন্তু সেটা তাদের এরিয়া পার হয়ে এক গরিব মহিলার বাড়িতে গিয়ে পড়ল। তারা গ্রেনেড ছোড়া ছুড়ি করে আনন্দ করতে লাগল। গ্রেনেডগুলো কোথায় গিয়ে পড়ছে তাতে তাদের চিন্তিত মনে হলনা। আমি তাদের কাজ দেখে বিরক্ত হলাম। এসব মেেদের এরকম প্রশিক্ষন দিয়ে কি হবে তাও ভাবলাম।....
ঘুম ভাঙার পর হঠাৎ মাকে মনে পড়ছে। এখন অনেক রাত তাই আর ফোন দিলাম না। আমার মা'কে ছেড়ে এতদিন কোথাও থাকিনি। নি:সঙ্গতা আমাকে কখনও গ্রাস করেনি কিন্তু হঠাৎ করে খুব একা মনে হচ্ছে।
বিষয়: বিবিধ
১৪৭৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
আপনাকেও বলি যার কথা মনে পড়ে তার জন্য মন ভরে দোয়া করুন। ভাল লাগবে।।
মন্তব্য করতে লগইন করুন