কর্মক্ষেত্রে আমাকে সম্মানিত করা হল

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৩ মার্চ, ২০১৫, ০২:২৫:১৭ দুপুর

বিষয়টা তেমন কিছু নয়। আমি আমার সহকর্মীদের সাথে সর্বদা সুআচরণ করি। কাজে কর্মে সুদক্ষতার নিদর্শন রেখেছি। অন্যের ভুলকে এমনভাবে ডিল করি যাতে সে কষ্ট না পায়। অন্যকে উৎসাহিত করি। সর্বদা হাসিখুশী থাকি। সকল ম্যানেজার আমার প্রশংসা করল। আমি উৎসাহিত না হয়ে চুপ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। এরপর আমার ব্যক্তিগত বিভিন্ন মন্তব্য,ভাললাগা,মন্দলাগা,প্রখ্যাত উক্তিসমূহ ইত্যাদী লিখিতভাবে জানতে চাওয়া হল(অবাক করা ব্যাপার হল আমার খাওয়া নিয়ে এক গাদা প্রশ্ন করেছে। বললাম খাওয়া নিয়ে এত কথা কেন ? জবাবে বলল-তুমি যে খেতে পছন্দ কর, সে বিষয়ে আমরা নি:সন্দেহ)। এগুলো তারা স্লাইড শো করবে সকল কর্মকর্তা কর্মচারীদের বিচরণ ক্ষেত্রসমূহে রক্ষিত টিভি স্ক্রিনে।

যখন কেউ বেশী প্রশংসা করে,তখন অহংকার এবং লজ্জা দুটোই চলে আসে। রসূল(সাঃ) কারো সামনে কারো প্রশংসা করতে নিষেধ করেছেন। এতে তাকে ধ্বংস করা হয় বলে তিনি জানিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সামনাসামনি প্রশংসাকারীদের মুখে ধুলামাটি নিক্ষেপ করতেন। কিন্তু আমার স্তর অত উপরে নয় আর এরা নিশ্চয় আমার সাংষ্কৃতির লোকও নয়। ভেতরে অহংকার জেগে ওঠেনা বললে মিথ্যা বলা হবে,কিন্তু আমি পৃথিবী এবং আখিরাতে আল্লাহর কাছ থেকে সম্মান চাই। মাথা উঁচু করে বাঁচতে চাই। আল্লাহ যেন আমাকে কখনই তার পথ থেকে বিচ্যুত না করেন ! আমাকে যেন সঠিক উপলব্ধী দান করেন ! আমাকে যেন সকল সময়ে সফল করেন ! আমাকে যেন ক্ষমা করেন !

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307040
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২৮
সিটিজি৪বিডি লিখেছেন : আমি কম খায় বলে সবাই বকা দেয়......হাহাহা
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৫
248430
দ্য স্লেভ লিখেছেন : হুমম তাইলে আমার লাইনে আসেন Happy খাবেন রাক্ষসের মত...
307050
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৫২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ দ্য স্লেভ ভাইয়া। দোয়া ও অভিনন্দন রইলো সেইসাথে আরও বেশী বেশী সুখবর শোনার অপেক্ষায়। জাজাকাল্লাহু খাইর।
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৭
248432
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ। দোয়া চাই,অনেক বেশী। প্রকৃত সফলতা আল্লাহর পক্ষ থেকেই। জাজাকাল্লাহ
307051
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৫২
আবু জান্নাত লিখেছেন : সম্মানিত ব্যাক্তিরাই তো সম্মান পাবে, হোক প্রাচ্যে বা পাশ্চাত্যে। আল্লাহ তায়ালা আপনাকে দু-জাহানে সম্মানিত করুক।
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৮
248433
দ্য স্লেভ লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন ! একই দোয়া আপনার জন্যেও রইলো
307060
০৩ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কিন্তু আমি পৃথিবী এবং আখিরাতে আল্লাহর কাছ থেকে সম্মান চাই। মাথা উঁচু করে বাঁচতে চাই। আল্লাহ যেন আমাকে কখনই তার পথ থেকে বিচ্যুত না করেন ! আমাকে যেন সঠিক উপলব্ধী দান করেন ! আমাকে যেন সকল সময়ে সফল করেন ! আমাকে যেন ক্ষমা করেন !

তাই যেন হয় Praying
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৯
248434
দ্য স্লেভ লিখেছেন : আমিন ! আপনার জন্যেও একই দোয়া
307071
০৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:১১
নেহায়েৎ লিখেছেন : মহান আল্লাহ তা'আলা আপনাকে দুনিয়া এবং আখিাতে সম্মানিতদের অনর্ন্তভূক্ত করুন।
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৯
248435
দ্য স্লেভ লিখেছেন : মহান আল্লাহ তা'আলা আপনাকেও দুনিয়া এবং আখিাতে সম্মানিতদের অনর্ন্তভূক্ত করুন
307079
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
রাইয়ান লিখেছেন : আলহামদুলিল্লাহ , আমাদের প্রিয় স্লেভ ভাইয়া প্রতি বছরই কর্মক্ষেত্রে বেস্ট এমপ্লয়ীর মর্যাদায় ভূষিত হচ্ছেন , আমাদের জন্য এটি খুবই আনন্দের একটি ব্যাপার ! আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে সন্মানিত করুন , এই দোয়া রইলো !
( আর আপনার খাওয়া সংক্রান্ত প্রামান্য চিত্রটি দেখার শখ হচ্ছে .....) Tongue
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:৩০
248436
দ্য স্লেভ লিখেছেন : আমি আসলে তেমন একটা খাইনা Tongue Tongue Tongue Tongue মাঝে মধ্যে একটু আধটু....
০৪ মার্চ ২০১৫ সকাল ০৫:২৬
248464
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুয়ালাইকুম আপুমনি! অনেক দিন পর আপনাকে পেলাম! Love Struck Praying
307090
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
আফরা লিখেছেন : রাইয়ান লিখেছেন : আলহামদুলিল্লাহ , আমাদের প্রিয় স্লেভ ভাইয়া প্রতি বছরই কর্মক্ষেত্রে বেস্ট এমপ্লয়ীর মর্যাদায় ভূষিত হচ্ছেন , আমাদের জন্য এটি খুবই আনন্দের একটি ব্যাপার ! আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে সন্মানিত করুন , এই দোয়া রইলো !
আপুর মত আমার ও এই দুয়া রইল আপনার প্রতি ।
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:৩৩
248437
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনার নেক দোয়াসমূহ এবং অন্তরের ইচ্ছাকে কবুল করুন ! লতাপাতাসহ সকল ধরনের হালাল মাছ,মাংস পরখ করার তাওফিক দান করুন !
০৩ মার্চ ২০১৫ রাত ১০:১৮
248441
আফরা লিখেছেন : আমি কিন্তু হালাল খাবার সবই খাই তবে আপনার মত না ।
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০৬
248496
দ্য স্লেভ লিখেছেন : ক্যান আমি কি আলুর হাড়,রসগোল্লার খোসা,বান্দরের ঠ্যাং,ঘোড়ার লেজ,গরুর খুর সবকিছু খাই ???Smug Smug Smug Smug
০৪ মার্চ ২০১৫ রাত ১১:১২
248560
আফরা লিখেছেন : খানই তো আপনি তেলাপোকা খান তো ।
০৪ মার্চ ২০১৫ রাত ১১:২৮
248561
দ্য স্লেভ লিখেছেন : তেলাপোকা !!!Worried Worried Worried এই ছিল কপালে
307100
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ।
আল্লাহতায়লা আপনাকে আরো সন্মান দান করুন এবং এই সন্মান এর যোগ্য রাখুন।


( মেজবান ছাড়াই কিন্তু অনেক বড় দোয়া করে ফেললাম)
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০৭
248497
দ্য স্লেভ লিখেছেন : আরে ভাই এমন দোয়া করে দেব যে হাজার মেজবানীর চাইতে উত্তম হবে। Happy আল্লাহ আপনাকে সকল সময়ে শান্তিতে রাখুন। আর জান্নাতুল ফিরদাউস দান করুন
307151
০৪ মার্চ ২০১৫ সকাল ০৫:২৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুয়ালাইকুম! সত্যি জেনে খুব ভাল লাগলো! আল্লাহ আপানার যোগ্যতা আর বাড়িয়ে দিন! দোআ ও শুভকামনা রইল Good Luck Praying
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০৮
248498
দ্য স্লেভ লিখেছেন : আপনার দোয়ার জন্যে আল্লাহ আপনাকে অত্যন্ত বেশী সম্মান দান করুন
১০
307154
০৪ মার্চ ২০১৫ সকাল ০৬:২৬
শেখের পোলা লিখেছেন : অবশ্যই আমাদের গর্বের বিষয়৷ Thumbs Up Thumbs Up Thumbs Up
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০৯
248499
দ্য স্লেভ লিখেছেন : হুমম আছেন তো বরফের নীচে আরামে.....এইসব চলবে না। দোয়া করেন...আমার সকল কাহিনী যেন আল্লাহ সুন্দর করেন Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File