যারা বিয়ের পর নিজের নামটি স্বামীর নামের সাথে মিলিয়ে রাখেন !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ মার্চ, ২০১৫, ১১:০৫:৪৮ সকাল



বিয়ের পর স্ত্রী কি স্বামীর পারিবারিক নাম নিজের নাম পরিবর্তন করে যুক্ত করতে পারবে?

উত্তরঃ

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সাঃ) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

নিজ পরিবারের নাম পরিবর্তন করে অন্য নাম লাগানো সম্পূর্ণ হারাম এবং বড় গুনাহ। আর এটা হচ্ছে বিজাতীয় অনুসরণ।

কার নাম হবে তার নামে ও তার বাবার নামে। আল্লাহ বলেন,

তোমরা তাদের সন্বোধন কর তাদের বাপেদের নামে, এটিই আল্লাহ্‌র কাছে বেশি ন্যায়সংগত। (সূরা আহযাবঃ ৫)

# আবূ মা'মার (র) ....... আবূ যার (রা) থেকে বর্ণিত, নবী (সাঃ)-কে বলতে শুনেছেন, কোন ব্যক্তি যদি নিজ পিতা সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও অন্য কাকে তার পিতা বলে দাবী করে তবে সে আল্লাহর (নিয়ামতের) কুফরী করল এবং যে ব্যক্তি নিজেকে এমন বংশের সাথে নসবী সম্পৃক্ততার দাবী করল, যে বংশের সাথে তার কোন নসবী সম্পর্ক নেই, সে যেন তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নেয় । (সহিহ বুখারী :: অধ্যায় ৫৬ :: হাদিস ৭১১)

# যে ব্যক্তি তার পিতা বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্কের দাবি করে পরিচয় দেয় অথবা নিজের মনিবকে ত্যাগ ক‘রে অপরকে মনিব বলে পরিচয় দেয়, তার উপর আল্লাহ, তাঁর ফেরেশতাকুল এবং সকল মানুষের অভিশাপ। তার নফল বা ফরয কোন ইবাদতই কবুল করা হবে না। (সুনানু ইবনে মাজাহ্ :: হাদিস ২৭১২)

যেহেতু স্বামী রক্ত সম্পর্কে অন্য বংশের তাই তার নাম নিজের বংশীয় নাম পরিবর্তন করে লাগানো যাবে না।

আর এটা বিজাতির অনুসরণ।

# ইবনু উমার (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুকরণ করবে সে ঐ কাওমের বলেই গণ্য হবে। (বুলুগূল মারাম ১৪৭১)

আল্লাহ আমাদের এই সকল গুনাহ হতে রক্ষা করে সঠিক পথে থাকার তাওফিক দিন। আমিন।

সংগৃহীত

বিষয়: বিবিধ

২১৮৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306801
০২ মার্চ ২০১৫ দুপুর ১২:১৬
আবু জারীর লিখেছেন : আরব মুসলমানদের এমনটা করতে দেখিনি কিন্তু আমরা নির্দিধায় করে ফেলি। এবিষয়ে স্বচেতনতারো ও যথেষ্ট অভাব রয়েছে। ধন্যবাদ।
০৩ মার্চ ২০১৫ রাত ১২:৩৫
248308
দ্য স্লেভ লিখেছেন : আরব মুসলিমরা ওটা বোঝে কিন্তু আমাদের কালচার চারিদিক থেকে নেওয়া
306803
০২ মার্চ ২০১৫ দুপুর ১২:২৫
আবু জান্নাত লিখেছেন : তাত্বিক লিখাটি তুলে ধরার জন্য জাযাকাল্লাহ খাইর। ভারত উপমহাদেশে বিয়ের পর নাম পাল্টানোর প্রচলন বেশী, কেউ কেউ এটাকে প্রগতিশীলতা মনে করে, আমাদের অনেক কাষ্টমার পাকিস্তানী, মহিলাদের পাসপোর্ট হাতে ফেলে প্রায় সময় তার স্বামীকে প্রশ্ন করি - ফাতিমা বিনতে মোহাম্মদ? নাকি ফাতিমা আলী? সবাই উত্তর দেয়- ফাতিমা বিনতে মোহাম্মদ। তবে কেন আপনার স্ত্রীর নামের সাথে আপনার নাম? আসলে খেয়াল করা হয়নি / জানা ছিল না। এমনি উত্তর পাই। তখন একথাটিই বুঝিয়ে দেই যে
এটা হচ্ছে বিজাতীয় অনুসরণ।
. তথ্যসহ আলোচনা করায় আবারো জাযাকাল্লাহ খাইর।
০৩ মার্চ ২০১৫ রাত ১২:৩৬
248311
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান Happy
306869
০২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
শেখের পোলা লিখেছেন : বিষয়টা জানা ছিলনা, জানা হল৷ আলোচনার জন্য ধন্যবাদ৷
০৩ মার্চ ২০১৫ রাত ১২:৩৭
248312
দ্য স্লেভ লিখেছেন : তাইলে দেখলেন তো হুজুর কে Tongue Tongue Tongue Tongue
(আমারও জানা ছিলনা,গত রাতে দেখলাম)Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
306903
০২ মার্চ ২০১৫ রাত ১১:০১
আফরা লিখেছেন : দিনে দিনে আপনি তো পাক্কা হুজুর হয়ে যাচ্ছেন । তবে একটা ভাল বিষয়ে আলোকপাত করেছেন তার জন্য অনেক ধন্যবাদ হুজুর ।
০৩ মার্চ ২০১৫ রাত ১২:৩৯
248314
দ্য স্লেভ লিখেছেন : হুজুর যদি হতে হয় পাকা হওয়াই ভাল Happy Happy তা আপনার তিরোধানে জাতি তো ভেবেছিল বুঝি ফানাফিল্লাহ হয়ে গেছেনRolling on the Floor Rolling on the Floor
০৩ মার্চ ২০১৫ রাত ১২:৫২
248317
আফরা লিখেছেন : হুজুর ফানাফিল্লাহ মানে কি ?
০৩ মার্চ ২০১৫ রাত ০২:০৫
248322
দ্য স্লেভ লিখেছেন : কিছু পীর কিছু কাহিনী তৈরী করেছে যে জিকরের ৪ টি স্তর রয়েছে। ১. জিকরে লিসানী(জিহবার মাধ্যমে জিকির)২. জিকরে ক্বালবী(কবের মাধ্যমে জিকির) ৩. জিকরে ফানাফিল্লাহ (আল্লাহর দরবারে পৌছে যাওয়া), ৪. বাকাবিল্লাহ(এটাও ফিনিস হয়ে যাওয়া একেবারে)

আর আপনি মোটামুটি ফিনিস হয়ে গিয়েছিলেন বলে মনে হয়েছিল। তা হঠাৎ এই নশ্বর পৃথিবী থেকে তিরোধানের কি হেতু ?
০৩ মার্চ ২০১৫ রাত ০২:১০
248325
আফরা লিখেছেন : হুজুর আপনি তো ভাল ফাজিল তিরোধানের মানে কি বলেন এবার তার পর আপনার বিচার হবে ।

আমি তো নশ্বর পৃথিবী থেকে তিরোধান হইনি আমি শুধু এই পৃথীবীরই চারটি দেশ সফরে বের হয়েছিলাম ।
০৩ মার্চ ২০১৫ রাত ০৩:৩২
248341
দ্য স্লেভ লিখেছেন : তিরোধান মানে হল ইহধাম ত্যাগ করা। হুজুরদের ভাষায় স্বর্গবাসী হওয়া। তা আপনি কোন কোন চুলোয় ঘুরলেন ?
306916
০২ মার্চ ২০১৫ রাত ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা কিন্তু তথাকথিত আধুনিক হওয়ার চেষ্টা থেকেই সৃষ্টি। সৈয়দ মুজতাবা আলির লিখায় পড়েছি তার মা তার নিজের পুর্ন নাম টিই ব্যবহার করতেন। তিনি ব্রাকেটে এটাও লিখেছেন যে হালের মিসেস আলি,মিসেস আহমদ ইউরোপিয়দের অন্ধ অনুসরন। প্রায় ৫০ বছর পর এটা বন্ধ হওয়ার বদলে বেশি প্রচলিত হয়ে গেছে। তবে মজার ব্যাপার হচ্চে নারিবাদি-প্রগতিবাদি-বিজ্ঞানমনস্ক রা এই নিয়ে কিছুই বলেন না!!!
০৩ মার্চ ২০১৫ রাত ১২:৪০
248315
দ্য স্লেভ লিখেছেন : তারা কিছু জানলে তো বলবে,,,,নিজেরাই নিজেদের কাছে অপদস্ত।
306948
০৩ মার্চ ২০১৫ রাত ০১:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ দ্য স্লেভ ভাইয়া। সুন্দর একটি সংগৃহীত প্রয়োজনীয় বিষয় শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর।
০৩ মার্চ ২০১৫ রাত ০২:০৭
248323
দ্য স্লেভ লিখেছেন : আপনার চমৎকার মন্তব্যের জন্যে জাজাকাল্লাহ। আপনার জন্যে দোয়া রইলো।
307034
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২১
মোতাহারুল ইসলাম লিখেছেন : এটা এক ধরনের প্রগতি ( প্রলয় আনে যে গতি)। আত্ম পরিচয় বিস্মৃত মুসলমানেরা এটাকে জাতে ওঠা বলে।
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:১৯
248427
দ্য স্লেভ লিখেছেন : গ্রেট জবাব দিয়েছেন
307064
০৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:০২
ইবনে আহমাদ লিখেছেন : স্বাভাবিক একটি বিষয় হয়ে দাড়িযেছে।আপনাকে মোবারকবাদ।
আমি একজনকে চিনি যিনি বড় ইসলামী লোক। তিনি বাধ্য করেছেন তার নাম - স্ত্রীর নামের সাথে রাখতে।বেচারী কি করবে?
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২১
248428
দ্য স্লেভ লিখেছেন : বেচারীর কিছু করার নেই কিন্তু বেচারা ইসলামিক লোকটি হয়ত এটা জানেনা Happy সমাজে বহু ইসলামিক আছে যারা ইসলামের অনেক বেসিক বিষয় বুঝেনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File