গত কয়েক দিনের পাঁচ মিশালী

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩৬:১৪ সকাল



পত্রের প্রথমে বলে নেই-ভেজিটেবল পিজা খাচ্ছি। ডো তৈরী করে ট্রেতে সেটা পেতে,তার উপর হালকা মশলা দিয়ে ভাজি,বেক করা ভেজিটেবল দিয়ে বার্নারের ভেতর ২৫ মিনিট রাখতে হবে। খেতে খারাপ হয়নি। যারা খেতে চান,হাত উচু করে আওয়াজ দেন।

আমার এক শিক্ষক দীর্ঘদিন ধরে আমার সাথে খারাপ ব্যবহার করত। আমি তাকে সম্মান করতাম,তাকে সহায্য করতাম তার কাছে কিন্তু বেশীরভাগ সময়ে তিনি আমার সাথে ভাল আচরণ করেননি। আরও অনেকের সাথে তার আচরণ শুভ ছিলনা। ভেতরে ভেতরে কেউ তাকে পছন্দ করত না। তার প্রতি আমার ক্ষোভ ছিল অনেক বেশী। কারন আমি যে আচরনের যোগ্য ছিলাম না, তা তিনি প্রদান করেছেন। এবং আমি কখনও অভিযোগ করিনি।

সেদিন রাতে বিষয়টা নিয়ে ভাবছিলাম। হঠাৎ মনে হল ,আল্লাহ হাদীসে কুদসীতে বলেছেন -বান্দা পর্বত সম পাপ নিয়ে তার দরবারে হাজির হলে তিনি পর্বত সমান ক্ষমা নিয়ে হাজির হন.....বুখারীর একটি হাদীসে এসেছে-আল্লাহ তার দয়ার ১ভাগ এর সম পরিমান সকল জীবকে প্রদান করেছেন। হাশরের দিনে তিনি তার বাকী ৯৯% দয়া প্রকাশ করবেন......

বহু দিনের চেপে রাখা ক্ষোভ হঠাৎ নিভিয়ে দিলাম। শিক্ষককে আমি মন থেকে ক্ষমা করে দিলাম। ..অবাক কান্ড স্বপ্নে দেখলাম আমি তার সাথে দেখা করেছি। তিনি অনেকের সামনে বললেন-আমরা তোমাকে নিয়ে গর্ব করি।...ঘুম ভাঙ্গার পর ফজরের নামাজ পড়ে আবারও ঘুমালাম। আবারও তিনি স্বপ্নে এসে আমার প্রশংসা করলেন। তিনি জীবনেও আমার কোনো কাজে প্রশংসা করেছেন বলে মনে পড়েনা। তাকে স্বপ্নে আমার প্রতি অতি খুশী হতে দেখলাম্ । আমি কখনই এই শিক্ষককে স্বপ্নে দেখিনি।

কোনো মানুষ অন্য মানুষকে কষ্ট দিলে সে লোকটি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না। ইবাদতের এই অংশ বা হুক্কুল ইবাদ অত্যন্ত ভয়াবহ। মিক্ষকের উপর থেকে আমার অভিযোগ প্রত্যাহার করলাম,যদিও তাকে ক্ষমা করতে আমার কষ্ট হয়েছে এবং যদিও আমি অত্যন্ত দ্রুত মানুষকে ক্ষমা করি। ...

এরপর একটা মজার স্বপ্ন দেখলাম। গত ৪/৫ দিন আগের স্বপ্ন এটি। দেখলাম আমার হাতে ৪টি সাগর কলা,আর আমি ঢাকার মহাখালির মোড়ে দাড়িয়ে আছি। হঠাৎ দেখলাম ৪/৫ বছরের একটা বাচ্চা ভিক্ষা করছে। সে আমার পাশ দিয়ে যাবার সময় আমার খুব মায়া হল,আমি তাকে একটা কলা দিলাম। কলা নিয়ে সে হাসতে হাসতে বলল-একটা টাকা দেন। বললাম টাকা দিয়ে তুই কি করবি ? সে জানালো-দুধ খাবে। তখন আমি বললাম,আচ্ছা দাড়া। এবার আমার ব্যাকপ্যাক থেকে এক বোতল দুধ বের করলাম এবং সেটা চিল ফিডারে। আমি তাকে দুধ খাওয়ালাম।

এখনও বুঝতে পারছি না, আমার ব্যাগে দুধের ফিডার কেন ছিল !!!

গত কয়েক দিনে মুরগী,ডাল,বারবিকিউ অনেক কিছুই রান্না করলাম। খাচ্ছি ভালই। আজ সকালে মা'র সাথে কথা বললাম। সে জানালো খেজুরের রসের পিঠা বানাইছি,সে যে কি মজা হয়েছে.....আর শিড়ির পাশের কুল গাছটার কুল যে কি দারুন !!! তা তোর খাওয়া দাওয়া কেমন চলছে ?

বললাম-খাচ্ছি ভালই.....কিন্তু রসের পিঠার কথা মনে পড়াতে নিজেকে ধরে রাখতে কষ্ট হচ্ছিল। ক্যান যে সে এই কথাডা বলল ! আমার ভাই আমার বেশ চালাক এই ব্যাপারে। সে এত বেশী উৎসাহ নিয়ে এসব বয়ান করেনা। কারন সে জানে তাহলে আমার আবার কষ্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তখন হয়ত খেজুরের গুড় খোজ করে তা দুধের সাথে গুলিয়ে,চাল বেটে গুড়ো তৈরী করে তা থেকে পিঠা তৈরী করে রাতে ভিজিয়ে রেখে সকালে খাব.....

এক ফুফাত ভাইকে ফোন করলাম। ছোটবেলায় একে নিয়ে যা তা করেছি। গভীর রাতে একবার একে দুজনে ঘুমন্ত অবস্থায় বাগানে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পুকুর পাড় পর্যন্ত নিয়ে যাওয়ার পর তার ঘুম ভেঙ্গে যায় এবং ওকে ফেলে আমরা বাগানে পালাই...

সে বিয়ে করেছে। বললাম, গালাগালি আর দেবনা। বিয়ের পর আমি কাওকে গালি দেইনা...নিশ্চিন্তে থাক...

এক বন্ধুকে ফোন দিয়ে কথা বললাম। ছোটবেলায় এর সাথে বেশী মিশতাম। কত শত স্মৃতি ,,আহ !

এক বন্ধুকে ফোন দিয়ে কথা বললাম। ,,,,উপদেশ দিয়ে বললাম- চোখ বন্ধ করে কবুল না বললে বিয়ে হবেনা,টেলিফোনেও হতে পারে। ..বিয়ের জন্যে -চোখ বন্ধ অবস্থাটা নিশ্চিত করতে হবে।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304423
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৫
হতভাগা লিখেছেন : কখনও কখনও কেউ এমন অন্যায় করে ফেলে যে তাকে ক্ষমা করাই কঠিন হয়ে যায় । কিন্তু সামর্থ্য থাকে না তাকে শায়েস্তা করারও । কারণ পজিশন ।

তবে অত্যাচারিত যদি তার শোধ না নিয়ে সহ্য করের যায় তাহলে আল্লাহ তায়ালাই তার পক্ষে শোধ নিয়ে নেন । আল্লাহর পাকড়াও খুবই কঠিন ।

শীতকালে চিতই পিঠা খেতে খুব মজা লাগে । বিশেষ করে মাটির হাঁড়িতে পাকানো পাতলা পিঠে গুলো যে গুলোর কোনা গুলো পোড়া পোড়া হয় এবং খেতেও মচমচে ।

এই পিঠা খেজুরের রস (জাল দেওয়া যা খয়েরী রং ধারন করে) সাথে নারকেল কোড়ানো দিয়ে বা গরুর মাংশের ঝোল ও সাথে আলু দিয়ে খেতে খুবই ভাল লাগে
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৫
246300
দ্য স্লেভ লিখেছেন : যেসব খাবারের কথা বললেন তা আমার ব্যপক পছন্দ।.Happy
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৭
246302
দ্য স্লেভ লিখেছেন : যা বলেছেন অতিশয় সত্য বলেছেন অত্যাচারিতের ব্যাপারে
304425
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি বরাবরঈ খাদক ভাই।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৬
246301
দ্য স্লেভ লিখেছেন : কি আর করা, জগৎ সংসারে টিকে আছি খেয়ে। আল্লাহ একটু বেশী রিজিক লিখেছেন মনে হচ্ছে Happy
304428
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৬
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৭
246303
দ্য স্লেভ লিখেছেন : বারাকাল্লাহ ফিক
304435
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৩
নারী লিখেছেন : হাত তুললাম।আওয়াজ দিলাম।আপনি কি দেখেছেন?

খাওয়ার গল্প শুনতে হলে আপনার কাছে আসতে হবে Eat
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
246304
দ্য স্লেভ লিখেছেন : হেহেহে হাত দেখেছি কিন্তু আমি এই ঘোষনা দেইনি যে,আমি আওয়াজ শুনে খাবার পৌছে দেব। আপাতত জায়গায় বসে খাওয়া দেখেন...পরে এক সময় দাওয়াত দিয়ে ডাবল খাওয়াব Happy
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
246455
নারী লিখেছেন : ডাবল? Surprised Surprised
খেয়ে মরতে হবে দেখছি!!
304457
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
বাকপ্রবাস লিখেছেন : Cook Cook Cook
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৯
246305
দ্য স্লেভ লিখেছেন : ডিমভাজিও চলবে Happy জাজাকাল্লাহ
304516
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুনিয়ায় মানুষের ক্ষমা জরুরি আখিরাতে আল্লাহর ক্ষমার মত।
পিজ্জা খাইতে ভাল লাগে তবে বানাতে পারিনা। রসের পিঠা রসের কথা শুনলেও .....

দুধের ফিডার আমাদের দাওয়াত খাবার ইঙ্গিত দিচ্ছে!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০৭
246324
বাকপ্রবাস লিখেছেন : পিজ্জা বানাবার প্ল্যান করতাছি, হইলে ফডো দিমু, ডিজিটাল খাইয়েন
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০৯
246344
দ্য স্লেভ লিখেছেন : রেসিটিডাও দিয়েন। খেতে খারাপ হলে দেওয়ার দরকার নাই Rolling on the Floor Rolling on the Floor
304531
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৩৩
আফরা লিখেছেন : আমি ও ভাল পিজ্জা বানাইতে পারি কারন এটা আমি খাই ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০৬
246342
দ্য স্লেভ লিখেছেন : ওরে তাই নাকি.....আমি ১০০% ভেজিটেবল পিৎজাখোর। ....ওহ শুনে খুশী হলাম...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
304557
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৩১
শেখের পোলা লিখেছেন : আপনারতো স্বপ্ন আর খাবারের উপর পি এইচ ডি করা আছে, তা কষ্ট করে দেশের যে হতভাগারা গুলি, বোমা আর আগুন খেয়ে শেষ হচ্ছে, এদের ভবিষ্যত নিয়ে কষ্ট করে ছোট্ট একটা স্বপ্ন দেখুননাা পিলিজ!!!!!!!!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০৮
246343
দ্য স্লেভ লিখেছেন : হুমম স্বপ্নে একাধীকবার হাসিনা ও খালেদার সাথে স্ক্ষাৎ হয়েছে। কিন্তু এসব নিয়ে আলোচনা হয়নি। ...জাতির এক কর্ণধর দেশী স্বপ্নের সকল পেটেন্টের মালিক। ওদিকে ঢুকতে হলে বিশেষ অনুমতির দরকার আছে..Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
304573
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি এত সপ্ন দেখেন কিন্তু "সপ্ন কি সাথি" এখনও আনতে পারলেন না!

নাকি সেটাও জাতির বাবায় নিয়া গেছে!!
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৪
246645
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
304883
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : আরে বাহ!! কেয়া বাত! কেয়া বাত হে মিয়াভাই! স্বপ্নও তো দেখি ধারাবাহিকতা রক্ষা করছে!! ফিডার যেহেতু দেখা দিয়েছে তাহলে বলা যায় দাওয়াত অবশ্যই অতি নিকটে... Big Grin Big Grin Big Grin
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫২
246662
দ্য স্লেভ লিখেছেন : গাছে না উঠতেই এক কাদি...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৫
246986
সুমাইয়া হাবীবা লিখেছেন : তা যা বলেছেন...আমি প্লেট চামচ নিয়া রেডী। Happy Happy Happy Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File