আপনারও ভাল লাগতে পারে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩১ জানুয়ারি, ২০১৫, ১২:৪৭:২৪ দুপুর
https://www.youtube.com/watch?v=bcrLmtDBk4I
অবসর ছিল। ইউটিউবে মাহের জেইনের দু একটা গান শুনছিলাম,এরপর এদিক সেদিক চাপাচাপি করতে করতে আরবী নাশিদ চলে আসল। ভাষা বুঝিনা কিন্তু আন্দাজে ক্লিক করতে করতে এই গানটা পেলাম। কেন যেন ভাল লাগল। অর্থ না বুঝলেও মনে হচ্ছিল আমি হারিয়ে গেছি। খুব মোলায়েম সূর। আপনাদের সাথে শেয়ার করলাম।
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরেকটা কথা, আরবী জানাটা বোঝাটা খুব প্রয়োজনীয়, আল্লাহকে, তাঁর রাসূল(সা)কে, তাঁর বিধানকে সহীহভাবে বোঝার জন্য। শুনতে শুনতেও বোধগম্য হয়ে যায়। ট্রাই ইট...
মন্তব্য করতে লগইন করুন