ব্লগারের শাস্তি !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৪ জানুয়ারি, ২০১৫, ১২:৫৬:৫৮ দুপুর



ব্লগে অনেক ব্লগার ছিল এদের অনেকে চোরাই স্বভাবের। এরা হঠাৎ আসে মায়া বাড়িয়ে হঠাৎ উড়াল দেয়। যেহেতু এরা লোক ভাল,তাই এদেরকে যে কোনো মূল্যে ব্লগে ফিরিয়ে আনা জরুরী। একজন ব্লগার দীর্ঘদিন থেকে অনুপস্তিত। তিনি লোক ভাল আবার খানিক রসিকও আছেন। লিখতেন মোটামুটি ভালই। তার একটা দূর্বলতা জানতে পারায় শাস্তি প্রদানপর্ব সহজ হল।

আজকের ছবি তাকেই উৎসর্গ করলাম।



( : আম্মু আমাদেরকে শুনলাম স্যুপ বানাবে ? : হুমম , বানাইয়া সুমাইয়া হাবীবাকে খাওয়াবে)



( শীতের রাত, হঠাৎ কম্বলের নীচে ঠান্ডা কিছু বোঝা গেল। সমস্যা নেই। এরা মানুষের শরীরের উষ্ণতা পছন্দ করে। নড়াচড়া না করে চুপচাপ ঘুমান। ব্লগে না এসে যারা ঘুমিয়ে থাকে। তারা শান্তিতে ঘুমাক)



এইটা রাখব আপনার ড্রেসিং টেবিলের ড্রয়ারে



( আপনার জন্যে একটা গিফট আছে। ভারি চমৎকার। চোখ বন্ধ করে হস্ত প্রসারিত করুন।....এই দিলাম উপহার ব্লগের পক্ষ থেকে। এটা খুবই শান্ত শিষ্ট। সমস্যা নেই বিষ দাত ভেঙ্গে দিয়েছি।)



( আহা এই ব্লগার বেশ শান্ত,ঠিক আমারই মত। আমি তার চাদরের নীচে অনেকক্ষন যাবৎ আছি কিন্তু উনি কিছু মনে করেননি। বোধহয় আমাকে পছন্দ করেছেন। এই ঠান্ডায় উনার সাথে থাকতে ভাল লাগছে। উনি আমার উপস্থিতি বুঝতে পেরেছেন কিনা জানিনা,তবে লোক ভাল। মনে হয় আমাকে তিনি নিজ হাতে খাওয়াবেন,ঘরে পুষবেন)



( কইরে সুমাইয়া.... কইরে ? আয় এদিকে আয় ! ব্লগে যাওয়ার সময় নেই, তাই আয় আমার কাছে আয়, টাইম পাস করি। দাতে বিষ নেই আমার, ছোবল মারব না। শুধু হা করে তোর মুখের সামনে ফনা তুলে বসে থাকব। ভয় পাসনা, আয় কাছে আয়)

বি:দ্র: সাধু সাবধান। ব্লগে না আসলে খবর আছে !

বিষয়: বিবিধ

১৫৬৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299199
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওরে বাবারে ভয় পাইছি.........।
০৫ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫১
242297
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দৌড় দিয়ের না
299202
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১০
নোমান২৯ লিখেছেন : ভয় পাইছি ভাইয়া ।
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৪
242351
দ্য স্লেভ লিখেছেন : আপনি ভাল লোক,ভয় পেয়েন না=Happy =Happy
299203
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১২
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৪
242349
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy Happy Happy
299204
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১২
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৪
242348
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
299207
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৭
কাহাফ লিখেছেন :

'মাকাল ফল'এর যথার্থ উপস্হাপন! চমৎকার ছবি ব্লগের জন্যে ধইন্নবাদ!!! Cheer Cheer Cheer Cheer
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৪
242350
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
299212
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১১
ইসলামী দুনিয়া লিখেছেন : ঠিক তো ধরেছেন, সুমাইয়াটাকে কযেকদিন ধরে দেখছি না।
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৩
242347
দ্য স্লেভ লিখেছেন : এই জন্যেইতো সাপ খোপ ব্লগে
299216
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মোজাইক করা ও টাইলস করা কচুসাপের পোস্টটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া! Day Dreaming Day Dreaming আমি শুধু ওদের দিকে তাকিয়ে হা করে বসে আছি! Chatterbox Chatterbox কেমনে পারে সুমাইয়াপু কচুসাপগুলোকে এত আদর করতে? Tongue Tongue
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৩
242346
দ্য স্লেভ লিখেছেন : সাপের প্রতি তার অন্যরকম ভালবাসা আছে। সাপ পুষতে সে ভালবাসে।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৪
242399
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Day Dreaming Hypnotised Hypnotised Day Dreaming
299246
০৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন :



এটা কেমন হবে!!!

(ভয়ংকর!!!)
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২২
242345
দ্য স্লেভ লিখেছেন : এই জিনিস মাছ ধরতে গিয়ে কয়েকবার পেয়েছি। Happy
299273
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৬
হতভাগা লিখেছেন : কেউ ব্লগার পুষ্পিতা ফিরে আসায় উতফুল্ল হয়ে পোস্ট দেয় , আবার কেউ ব্লগার সুমাইয়া হাবীবার হাইবারনেশন থেকে ফিরে আসার জন্যও পোস্ট দেয় ।

আবেগ প্রকাশের জন্য একেজনের একেক রকম স্টাইল ।
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২১
242344
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৩
242397
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Tongue Tongue
১০
299321
০৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : হতভাগা ভাইজান কি ঠিক বলেছে?
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৪
242338
দ্য স্লেভ লিখেছেন : মনে হয়Happy
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৩
242398
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Don't Tell Anyone Don't Tell Anyone

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File