ব্লগারের শাস্তি !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৪ জানুয়ারি, ২০১৫, ১২:৫৬:৫৮ দুপুর
ব্লগে অনেক ব্লগার ছিল এদের অনেকে চোরাই স্বভাবের। এরা হঠাৎ আসে মায়া বাড়িয়ে হঠাৎ উড়াল দেয়। যেহেতু এরা লোক ভাল,তাই এদেরকে যে কোনো মূল্যে ব্লগে ফিরিয়ে আনা জরুরী। একজন ব্লগার দীর্ঘদিন থেকে অনুপস্তিত। তিনি লোক ভাল আবার খানিক রসিকও আছেন। লিখতেন মোটামুটি ভালই। তার একটা দূর্বলতা জানতে পারায় শাস্তি প্রদানপর্ব সহজ হল।
আজকের ছবি তাকেই উৎসর্গ করলাম।
( : আম্মু আমাদেরকে শুনলাম স্যুপ বানাবে ? : হুমম , বানাইয়া সুমাইয়া হাবীবাকে খাওয়াবে)
( শীতের রাত, হঠাৎ কম্বলের নীচে ঠান্ডা কিছু বোঝা গেল। সমস্যা নেই। এরা মানুষের শরীরের উষ্ণতা পছন্দ করে। নড়াচড়া না করে চুপচাপ ঘুমান। ব্লগে না এসে যারা ঘুমিয়ে থাকে। তারা শান্তিতে ঘুমাক)
এইটা রাখব আপনার ড্রেসিং টেবিলের ড্রয়ারে
( আপনার জন্যে একটা গিফট আছে। ভারি চমৎকার। চোখ বন্ধ করে হস্ত প্রসারিত করুন।....এই দিলাম উপহার ব্লগের পক্ষ থেকে। এটা খুবই শান্ত শিষ্ট। সমস্যা নেই বিষ দাত ভেঙ্গে দিয়েছি।)
( আহা এই ব্লগার বেশ শান্ত,ঠিক আমারই মত। আমি তার চাদরের নীচে অনেকক্ষন যাবৎ আছি কিন্তু উনি কিছু মনে করেননি। বোধহয় আমাকে পছন্দ করেছেন। এই ঠান্ডায় উনার সাথে থাকতে ভাল লাগছে। উনি আমার উপস্থিতি বুঝতে পেরেছেন কিনা জানিনা,তবে লোক ভাল। মনে হয় আমাকে তিনি নিজ হাতে খাওয়াবেন,ঘরে পুষবেন)
( কইরে সুমাইয়া.... কইরে ? আয় এদিকে আয় ! ব্লগে যাওয়ার সময় নেই, তাই আয় আমার কাছে আয়, টাইম পাস করি। দাতে বিষ নেই আমার, ছোবল মারব না। শুধু হা করে তোর মুখের সামনে ফনা তুলে বসে থাকব। ভয় পাসনা, আয় কাছে আয়)
বি:দ্র: সাধু সাবধান। ব্লগে না আসলে খবর আছে !
বিষয়: বিবিধ
১৫৬৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'মাকাল ফল'এর যথার্থ উপস্হাপন! চমৎকার ছবি ব্লগের জন্যে ধইন্নবাদ!!!
এটা কেমন হবে!!!
(ভয়ংকর!!!)
আবেগ প্রকাশের জন্য একেজনের একেক রকম স্টাইল ।
মন্তব্য করতে লগইন করুন