বিচার দীবসের কিছু পরিস্থিতিঃ

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৫:৩০ দুপুর

১. সেদিন সকলে একত্রিত হবে,

২. দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়,

৩. মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে,

৪. কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না,

৫. কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে,

৬. প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে,

৭. ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে,

৮. সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে,

৯. দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ দিতে পারবে না,

১০. মুমিনদের হিসাব হবে মুখো-মুখি,

১১. যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে সে ধ্বংস হবে,

১২. ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে,

১৩. হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে,

১৪. সে দিনের সময় সীমা হ'ল ৫০ হাজার বছরের সমান,

১৫. তবে ঐ দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত আদের সময়ের ন্যায় মনে হবে ।

দলিলঃ (১: সূরা আন আম: ২২/ ২: বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫২৯৮/ ৩-৪: বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫৩০২/ ৫: বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫৩০৩/ ৬: বুখারী: ৪৭৪১/ ৭-৮: বুখারী, মুসলিম, মমিশকাত হা: ৫৩০৬, ৫৩০৮/ ৯: সূরা কালাম:৪২-৪৩; মিশকাত: ৫৩০৮/ ১০-১১: মিশকাত: ৫৩১৫/ ১২: সূরা ইয়াসীন: ৬৫/ ১৩: সূরা নূর: ২৪; হা-মীম সাজদাহ: ২০/ ১৪: মুসলিম, মিশকাত হা: ১৭৭৩/ ১৫: বায়হ্বাকী, মিশকাত হা: ৫৫৬৩)

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295448
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
আফরা লিখেছেন : ইয়া আল্লাহ !সেই কঠিন দিনে তোমার অশেষ রহমতে আমাকে ঐ ৯৯৯ জনের ভিতরে রেখ না ।
জাজাকাল্লাহ খাইরান ------।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৭
239094
দ্য স্লেভ লিখেছেন : আমিন। ইয়া আল্লাহ ক্ষমা করুন এবং হিসাব একেবারেই সহজ করে ক্ষমা করে জান্নাত দিন।
295484
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০৫
পুস্পিতা লিখেছেন : আল্লাহর রহমত কামনা করি।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৭
239095
দ্য স্লেভ লিখেছেন : আমিন !!
295497
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০২
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Click this link
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৭
239096
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
295501
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : সেইসব কঠিন পরিস্থিতিতে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামীনের আরশের ছায়ায় ঠাই পাই। আমীন। জাযাকাল্লাহ... Praying Praying Praying
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৮
239097
দ্য স্লেভ লিখেছেন : আমিন !
295523
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ সেই কঠিন পরিস্থিতিতে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামীনের আরশের ছায়ায় ঠাই পাই।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৮
239098
দ্য স্লেভ লিখেছেন : আমিন !!
295532
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
ভিশু লিখেছেন : সবকিছু সেভাবে চিন্তা করলে দুনিয়ার কিছুই আর ভাল্লাগে না। মহান আল্লাহর বেহিসেব করুণা আর ক্ষমা ছাড়া আমাদের কোনো গতি নেই।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৯
239099
দ্য স্লেভ লিখেছেন : মহান আল্লাহর বেহিসেব করুণা আর ক্ষমা ছাড়া আমাদের কোনো গতি নেই। আল্লাহ যেন ক্ষমা করেন
295562
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫০
শেখের পোলা লিখেছেন : ভাল সংগ্রহ৷ ধন্যবাদ৷
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৯
239100
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
301808
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৯
জাগো মানুস জাগো লিখেছেন : o allah....forgive us...in our life just make our life in your adviced path.
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৫
244215
দ্য স্লেভ লিখেছেন : আমিন, সুম্মা আমিন !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File