ইয়ে কিয়া বাত হে !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১২ ডিসেম্বর, ২০১৪, ১২:২৯:১৬ দুপুর
এমন বিষয় ইতিপূর্বে অনেকবার টেছে ফলে বিষয়টা গা সওয়া হয়ে গেছে। সব খুলেই বলি..মানে বিষয়টা...:
একটা পুরোনো ল্যাপটপ হঠাৎ বিগড়ে গেল। এটা দামি ল্যাপটপ তাই ফেলে না দিয়ে ঠিকঠাক করতে মনস্থির করলাম। প্রথমে নিজের জ্ঞান ফলালাম। খুলে টুলে দেখলাম ঝামেলা কোথায়। কিন্তু কাজ করল না। ...
গেলাম টেকনিশিয়ানের কাছে। তিনি দেখে বললেন-এটা চেক করতে হবে। আর চেক করতে ৮০ ডলার ফি লাগবে। ডিসপ্লে নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এটা লাগাতে ১৫০ থেকে ২০০ ডলার লাগবে। যদি শুধু ডিসপ্লে নষ্ট হয় এবং আমি এটা লাগাই,তাহলে আমার মজুরী ৮০ ডলার দিতে হবেনা।
ভদ্রলোক ল্যাপটপের সাথে একটা এল.সি.ডি মনিটরের সংযোগ দিয়ে দেখল ঠিক চলছে,মানে ভেতরের কাহিনী ঠিক আছে। কিন্তু খানিক পর দেখা গেল ভেতরেও খানিক সমস্যা করছে।
আমি অতীতে বহুবার আমার কম্পিউটার ঠিক করেছি। ঢাকাতে আমার ৮টা কম্পিউটার এবং ৩ টা ল্যাপটপ ছিল। এদের অনেক সময় ব্যারাম হত এবং তার সাথে আমি অভ্যস্ত ছিলাম। ফলে আমার মনে হল আমি এই লোককে ২০০ ডলার কেন দিব ? তার চাইতে ১২০ ডলারে একটা এলইডি মনিটর কিনলেই তো এটা চালানো যায় ! ছোট নোটবুক ব্যবহার করতে ভাল না লাগাটাই আমার কাল হল। আমি আসলে এই বড় ল্যাপটপ ছাড়া ভালই ছিলাম ।
এরপর সার্ভিসিং সেন্টার থেকে চলে আসলাম,মাথায় আইডিয়া ঘুরঘুর করছে। চলে গেলাম বিশাল এক ইলেকট্রনিক মার্কেটে। এখানে সবকিছুই আছে এবং খ্রিষ্টমাস উপলক্ষ্যে ব্যপক মূল্যহ্রাস চলছে। দেখলাম ১২০ ডলারে ২০/২২" মনিটর না কিনে একটা ৪০" এলইডি টিভি কিনলেই তো একের ভেতর দুইটা পাই !
এবার টিভি-কাম মনিটরের দিকে ঝুকলাম। দাম মাত্র ৩০০ ডলার। কিন্তু জিনিস তো ৪০" । এবার ঘুরতে ঘুরতে দেখলাম ৪০০ ডলারে প্যানাসনিক ব্রান্ডের স্মাট টিভি পাওয়া যাচ্ছে। সিদ্ধান্ত নিলাম সেটাই কিনব। কিন্তু ঘুরতে ঘুরতে দেখলাম ৪৮" পাওয়া যাচ্ছে ৫০০ ডলারে। এবার সিদ্ধান্ত পরিবর্তন করে এটাই শেষ পর্যন্ত কিনলাম্ । এটা নিজেই একটা কমিউটার এবং টিভি। এইড.ডি.এম.আই কেবল কিনলাম ৩০ ডলারে ল্যাপটপের সাথে কানেক্টেড হওয়ার জন্যে। ২ বছরের ওয়ারেন্টী কিনলাম ৪০ ডলারে। বারে বাহ পয়সা দেখী ভালই খরচ হচ্ছে !!
বাসায় এসে ডিশের কানেকশন দিয়ে বুঝলাম রুমের মধ্যে যে কো-অক্সিয়াল কেবল ছিল সেটা সচল নয়। তার মানে পয়সা দিয়ে কিনতে হবে। এবার ভাবলাম ইন্টারনেটে থেকেই তো কূল পাইনা,আবার কেবল টিভি কখন দেখব ? বিনা কারনে ডলার খরচ করার কোনো প্রয়োজন নেই। তবে লোকাল কিছু চ্যানেল পয়সা ছাড়া দেখা গেল। দেখতে ভালই। বেশ বড় করে দেখা যায়। ছোট নোটবুক মন থেকে আউট হয়ে গেল।
এবার পুরোনো কম্পীওটারের সাথে কানেকশন দিয়ে দেখলাম কিছুই দেখা যাচ্ছে না। এক বন্ধুকে ডাকলাম। সে অনেকক্ষন ঘাটাঘাটি করে বলল-ল্যাপটপের মাদারবোর্ডে সমস্যা আছে। ল্যাও ঠেলা ! সমস্যা তাহলে শুধু ডিসপ্লেতে নয় !!!
এখানে ক্রয়কৃত পণ্য ফেরৎ দেওয়া ব্যাপার না। এমনকি দীর্ঘদিন ব্যবহার করেও রেত দেওয়া যায় এই বলে যে-এর সার্বিসে আমি সন্তুষ্ট নই। ফুল টাকা ফেরৎ পাওয়া যায়। কিন্তু একবার কিনে ফেলেছি যখন তখন আর ভাল লাগল না ফেরত দিতে। আছে,থাকুক। সেট করার পর এই বড় টিভির সামনে বসে মনে হল মনিটর হিসেবে এতবড় জিনিস তো ভাল হলনা। দূর থেকে চালাতে হবে। মানে ওয়ারলেস কিবোর্ড এবং মাউস দরকার। এটাই একটা কম্পিউটার হল,যদিও হার্ড-ড্রাইভ নেই। কিনলাম মাউস,কিবোর্ড দাম বেশ পড়ল। এসব রাখার জন্যে টেবিলও কিনলাম।
এবার আবার চিন্তা করলাম এটা স্মার্ট টিভি এবং এইচ.ডি.এম.আই কেবলের মাধ্রমে ল্যাপটপের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছি। হতে পারে ভি.জি.এ কেবলের মাধ্যমে এল.সি.ডির সাথে কানেক্টেড হলে এটা চলবে। কারন সার্ভিস সেন্টারের লোকটা এল.সিডির সাথে ল্যাপটপ কানেক্ট করিয়েছিল। যেই ভাবা সেই কাজ। আবার গেলাম ইলেকট্রনিক স্টোরে। এবার এল.সি.ডি কিনলাম ২২"।
বাসায় এসে সংযোগ করলাম ল্যাপটপের সাথে। কিন্তু না এটা চলল না। অনেক ঘাটাঘাটি করেও হলনা। এবার ছোট নোটবুকের সাথে সংযুক্ত করে দেখলাম চলছে। তার মানে ওই ল্যাপটপটারই সব দোষ। ....
সর্বশেষ খবর হল-পুরোনো ল্যাপটপটাকে লাথি মেরে দূর করেছি। এর জন্যেই আমার অনেক ডলার চলে গেছে। পুরোনো জিনিসের প্রতি একটা মায়া থাকে সত্য। ওর মধ্যে অনেক তথ্য ছিল ,যা পাওয়া যাবেনা,যদিও কিছুটা ব্যাকআপ ছিল। তবে জিনিসটা অনেক কাজের ছিল। এখন থেকে ভেবে চিন্তে কাজ করব ভাবছি...কিন্তু একাজ তো ভেবেই করেছিলাম !!
শেষ খবর হল-টিভি আমি দেখিনা। মনিটর হিসেবেও দুটোর একটাকেও ব্যবহার করছি না। পূর্বের মতই ছোট ল্যাপটপে কাজ চালাচ্ছি। উপলব্ধী করলাম-এটাই তো ভাল চলছে এবং চলছিল, তাইলে এত কান্ড করলাম ক্যান ??
বিষয়: বিবিধ
১৮৮৬ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিই দিলুম... তবে আপনার রুম পর্যন্ত পাঠিয়ে দেওয়ার জন্য এ্যমাজনের সাথে কন্টাক্ট করুন...
একখান জাহাজি ল্যাপটপ ২০০০ টাকায় ক্রয় করে মেরমত শেষে ২৫০০০ টাকায় বিক্রয় এর অভিজ্ঞতা আছে!!
আর আপনার মনে হয় বাজারে না যাওয়াই ভাল। সেলসগার্ল এর হাতে না পড়েই যে দামি জিনিস কিনলেন!! সেরকম কারো হাতে পড়লে তো আর কথাই ছিলনা!!!
ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিওনা।
এটা দরকার নেই। আপনার মত আমারও
ঘোড়ার রোগ। আমি ওয়ারেন্টী কিনি না।
তবে অন লাইনেও কিনতে পারেন। http://www.amazon.com, http://www.walmart.com।
http://www.ebay.com/
http://www.bestbuy.com
http://www.tigerdirect.com
আর এতো যখন ডলার আছে, তা বিলিয়ে দিন, দিলে কমেনা বৈ বাড়ে।
মন্তব্য করতে লগইন করুন