গোপন পাপ গোপনই থাকঃ

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ ডিসেম্বর, ২০১৪, ১২:১০:১২ দুপুর

==================

আমাদের সমাজের তরুন-তরুনীরা কোন পাপ করে থাকলে তা তাদের বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করতে খুউব পছন্দ করে। কৃত পাপকে সবার মাঝে প্রচার করাকে গর্বের কাজ বলে মনে করে।

অথচ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন পাপ করে থাকলে তা গোপন রাখাই উচিৎ।

এই ভাবে পাপ গোপন রাখতে পারলে মহান আল্লাহ সেই পাপকেও গোপন রাখেন অথাৎ মাফ করে দিবেন।

নিচের হাদীসটি দেখুনঃ

-আবু হুরাইরাহ (রাHappy হতে বর্ণীত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে,

“আমার সমগ্র উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশ কারী ব্যতীত।

আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতে অপরাধ করলো যা আল্লাহ গোপন রাখলেন।

কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো,

‘হে অমুক! আমি আজ রাতে এই কাজ করেছি।’

অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে, আল্লাহ তার কর্ম (পাপ) লুকিয়ে রেখেছিলেন আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেললো।”

[বোখারী হা/৬০৬৯, ৫৫৩০(ইফা),৫৬৩৪(আ.প্র); মুসলীম ৫৩/৮ হা/২৯৯০]

সুতরাং আমাদের কেউ কোন পাপ করে ফেললেও উপরোক্ত হাদীসের কথা মাথায় রেখে তা যথাসম্ভব গোপন রাখাই বুদ্ধিমানের কাজ।

আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপথেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।

আমিন..

সংগৃহীত

বিষয়: বিবিধ

২৪৩৪ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292306
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হাদীসের বাণী কতইনা চমৎকার অথচ মানুষ সেই চমকপ্রদ থেকে ক্রমশই দুরে সরে যাচ্ছে।

আপনার দোয়ার সাথে আমিন।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১০
236224
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
292330
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
জোনাকি লিখেছেন : আমিন।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১০
236225
দ্য স্লেভ লিখেছেন : আমিন !! পোকা সিস্টারAngel
292332
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
মোস্তফা সোহলে লিখেছেন : আমিন
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১১
236227
দ্য স্লেভ লিখেছেন : আমিন
292334
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
প্রবাসী আশরাফ লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপথেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।

আমিন..
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১১
236228
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপথেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এবং ক্ষমা করুন !

আমিন..
292340
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
পুস্পগন্ধা লিখেছেন : আমীন
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১১
236229
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপথেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।

আমিন..
292343
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
পরবাসী লিখেছেন : প্রকাশ্যে গুনাহ করলে অন্য কেউ উতসাহিত হতে পারে,
প্রকাশ্যে গুনাহ করলে "কাউকে পরোয়া করি না" এমন মনোভাব প্রকাশ পায়,
প্রকাশ্যে গুনাহ করলে অন্যকে ভাল কাজের আদেশ ও অসত কাজের নিষেধের নৈতিক অধিকার থাকে না

দুইটা গুনাহ যা মানুষ প্রকাশ্যে অহরহ করে থাকে, দাড়ী কাটা ও টাখনুর নিচে কাপড় পরা
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১২
236230
দ্য স্লেভ লিখেছেন : প্রকাশ্যে গুনাহ করলে অন্য কেউ উতসাহিত হতে পারে,
প্রকাশ্যে গুনাহ করলে "কাউকে পরোয়া করি না" এমন মনোভাব প্রকাশ পায়,
প্রকাশ্যে গুনাহ করলে অন্যকে ভাল কাজের আদেশ ও অসত কাজের নিষেধের নৈতিক অধিকার থাকে না .।
292366
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০০
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ভাই, হাদীসের নাম্বারগুলো কাইন্ডলি একটু চেক করে দিন। সম্ভবত নাম্বার ভুল হয়েছে।
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫০
236171
চলাচল লিখেছেন : রেফারেন্স ঠিকই আছে, এখানে দেখুন:
http://sunnah.com/bukhari/78/99
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১২
236231
দ্য স্লেভ লিখেছেন : রেফারেন্স সঠিক
292371
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
ভিশু লিখেছেন : সুন্দর শেয়ার। এভাবে কিছু ভীষণ আপত্তিকর/অপ্রীতিকর ঘটনাও প্রচার করা থেকে বিরত থাকা উচিত। অথচ অনেক মানুষ আছেন - ঐ ইস্যুগুলো নিয়েই আলোচনা করতে অনেক মজা পান।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
236233
দ্য স্লেভ লিখেছেন : এজন্যেই রসূল(সাঃ)বলেন-কেউ যদি তার দু-পায়ের মাঝে যা আছে আর দু চোয়ালের মাঝে যা আছে(জিহবা)তার গ্যারান্টী দেয়,তবে আমি তার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি....বুখারী
292380
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
236234
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান,দোয়া করেন। মৃত্যুর ফুর্বে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং শাস্তি মওকুফ করেন
১০
292393
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : ''অথচ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন পাপ করে থাকলে তা গোপন রাখাই উচিৎ।''

০ অফিসের এক লোক অফিস থেকে প্রায় লাখ পাঁচেক টাকা সরিয়ে ফেললো । এটার দায় পড়লো তার আরেক ঘনিষ্ট কলিগের ঘাঁঢ়ে ।

বেচারার চাকরি যায় যায় অবস্থা । চাকরি চলে গেলে লোকটি ভয়াবহ বিপদে পড়বে ।

যে লোকটি টাকাগুলো মেরেছে সে তার ঐ কলিগের সাফারিংস নিজের চোখের সামনেই দেখছে ।

কি করা উচিত লোকটির ?
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
236222
প্রেসিডেন্ট লিখেছেন : হাদীসটির শাব্দিক/আভিধানিক অর্থের সাথে এর প্রেক্ষাপট/মূলভাবও বিবেচনায় নিতে হবে।

এখানে মূলত পাপ কাজকে নিরুৎসাহিত করা হয়েছে। কেউ পাপ করে যেন নির্ভয়ে সেটি প্রচার না করে, পাপ সম্বন্ধে যেন ড্যাম কেয়ার ভাব না জন্মায়। তাহলে সমাজের মানুষের মন হতে পাপভীতি, পাপ জনিত লজ্জা মুছে যাবে ও পাপ কাজ বেশি করবে।

আপনার ঘটনাটি এক্ষেত্রে উক্ত হাদীস দিয়ে মূল্যায়ন করা যাবে না বলে আমি মনে করি।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
236238
দ্য স্লেভ লিখেছেন : প্রেসিডেন্ট সত্য বলেছে। আর সেক্ষেত্রে অফিস কলিগের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করতে হবে। এটা তখন াারেক আদেশের আওতায় চলে আসে= সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। পাপের রকমফের আছে। কিছু পাপ একান্ত ব্যক্তিগত এবং গোপনীয়। কিছু পাপের সাথে ান্যের স্বার্থ/ক্ষতি জড়িত। মুমিন বিষয়টি বিবেচনা করবে। চোর গোপনে চুরি করতে আসছে...তার ব্যাপার চেপে গেলে চলবে না। আবার আমি দেখলাম একজন গোপনে মদ খাচ্ছে। বিষয়টি প্রকাম করে দেওয়া মোটেও উচিৎ নয়। তাকে সংশোধন করতে হলে উত্তম উপায়ে নসিয়ৎ করতে হবে। তার মর্যাদার দিকে লক্ষ্য রাখতে হবে।....আবার কিছু লোক মদ খেয়ে মাতলামি করে এবং মানুষকে বিরক্ত করে। তাদের বিষয়ে চুপ থাকা অন্যায় হবে। ....পুরো বিষয়টি বুঝে প্রয়োগ করতে হবে। ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
236264
হতভাগা লিখেছেন : যেখানে পাপের বিচার হয় না সেখানেই মানুষ পাপ কাজ করে দম্ভ করে তা প্রকাশ করবে , উদাহরণ - সেন্চুরীয়ান মানিক ।

পাপ কাজ করে নিজে তা স্বীকার করে মাফ চাওয়া কি ভাল অপশন না গোপন করার চেয়ে ?

পাপ কাজ করে তা গোপন রাখা হলে পাপীই বরং উতসাহিত হবে বার বার এই কাজটি করতে। কারণ কেউ তাকে ধরতে পারলো না এবং এরা সাধারণত কাউকে সাক্ষী রাখে না পাপ করার সময়।
১১
292426
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপথেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।

আমিন..
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
236239
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন আমাকে দুনিয়া,আখিরাত,কবর কোথাও শাস্তি না দেন। আমাকে যেন জান্নাতুর ফিরদাউস দান করেন। সকল সময়ে যেন শান্তিতে রাখেন। আপনি ভাল মানুষ দোয়া করেন আমার জন্যে।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
236263
আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদেরকে দুনিয়া,আখিরাত,কবর কোথাও শাস্তি দিয়েন না ।আমাদেরকে আপনি আতি যত্ন করে নরম-কোমল করে তৈরী করেছেন এত কঠিন আজাব আমরা সইতে পারব না । আমাদেরকে দনিয়াতে বেশী বেশী ভাল কাজ করার তৌফিক দান করেন ও ভাল লোকদের মাঝে সামিল রাখেন ও আখিরাতে আমাদেরকে জান্নাতুর ফিরদাউসে ঠাই দিয়েন । আমীন !
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১২
236457
দ্য স্লেভ লিখেছেন : আমিন !! ইয়া আল্লাহ কবুল করুন। আমাদের উপর দয়া করুন
১২
292491
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৫
সত্যলিখন লিখেছেন :
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৬
236240
দ্য স্লেভ লিখেছেন : এরকম দোয়া মাথায় এসেছে অনেকবার কিন্তু এটা যে আয়াত তা মনে হল প্রথমবার পড়ছি। কতটা আহাম্মক আমি। আল্লাহ যেন ক্ষমা করেন।
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
236410
সত্যলিখন লিখেছেন : এটা বলেন কেন ,আপনি যা জানেন আমি তার আনাসিকিও জানি না । আমি তো আপনাদের থেকে শিখতেই নেটে আসি।


০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
236464
দ্য স্লেভ লিখেছেন : আমিন !!!

১৩
292609
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:১২
শেখের পোলা লিখেছেন : চেষ্টা করব৷ইনশাআল্লাহ৷
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৭
236241
দ্য স্লেভ লিখেছেন : আমার জন্যে দোয়া করেন
১৪
292677
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৫
প্রেসিডেন্ট লিখেছেন : হাদীসটির শাব্দিক/আভিধানিক অর্থের সাথে এর প্রেক্ষাপট/মূলভাবও বিবেচনায় নিতে হবে।

এখানে মূলত পাপ কাজকে নিরুৎসাহিত করা হয়েছে। কেউ পাপ করে যেন নির্ভয়ে সেটি প্রচার না করে, পাপ সম্বন্ধে যেন ড্যাম কেয়ার ভাব না জন্মায়। তাহলে সমাজের মানুষের মন হতে পাপভীতি, পাপ জনিত লজ্জা মুছে যাবে ও পাপ কাজ বেশি করবে।


কিন্তু কেউ যদি এটা মনে করে এর অর্থ- গোপনে পাপ কাজ করলে ক্ষমা পাওয়া যাবে, তাহলে চরম ভুল হবে।

আপনাকে অনেক ধন্যবাদ।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
236242
দ্য স্লেভ লিখেছেন :
কিন্তু কেউ যদি এটা মনে করে এর অর্থ- গোপনে পাপ কাজ করলে ক্ষমা পাওয়া যাবে, তাহলে চরম ভুল হবে।....

প্রকাশ্য হোক আর গোপন পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আশা রাখতে হবে। আল্লাহ রহমান.....রহিম
১৫
292681
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১১
অনেক পথ বাকি লিখেছেন : বহুত গুনা করেছি হে মাবুদ মাফ করো Sad Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File