শিক্ষনীয়
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:১০:২৪ সকাল
একটি শিক্ষনীয় সত্য ঘটনা :
একদিন ইবরাহীম ইবনে আদহাম (রহ: )
(মৃত্যুঃ১৬২ হিজরী) বসরা শহরের
একটি বাজারের পাশ
দিয়ে যাচ্ছিলেন। লোকজন তাঁর
পাশে সমবেত
হয়ে জিজ্ঞাসা করলঃ হে আবু ইসহাক!
আল্লাহ সুবহানাহু
তাআলা কুরআনে বলেন,
'আমাকে ডাকো, আমি তোমাদের
ডাকে সাড়া দিবো' কিন্তু
আমরা অনেক প্রার্থনা করার পরেও
আমাদের দোয়া কবুল হচ্ছে না।
তখন তিনি বললেন, 'ওহে বসরার
অধিবাসী,
দশটি ব্যাপারে তোমাদের
অন্তর মরে গেছে-
(১) তোমরা আল্লাহ সম্পর্কে অবগত
কিন্তু
তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না।
(২) তোমরা কুরআন পড় কিন্তু
সে অনুযায়ী আমল কর না।
(৩) তোমরা দাবী কর রাসুলুল্লাহ
(সাঃ)
কে ভালোবাসো কিন্তু তাঁর
সুন্নাহকে পরিত্যাগ কর।
(৪) তোমরা নিজেদেরকে শয়তানের
শত্রু
হিসেবে দাবী কর কিন্তু তোমরা তার
পদাংক অনুসরণ কর।
(৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব
কিন্তু তার জন্য পরিশ্রম কর না।
(৬) তোমরা জাহান্নামের
ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের
মাধ্যমে প্রতিনিয়ত তার
নিকটবর্তী হচ্ছো।
(৭) তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য
কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না।
(৮) তোমরা সর্বদা অন্যের দোষ বের
করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-
ত্রুটির
ব্যাপারে উদাসীন।
(৯) তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর
কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।
(১০) তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন
করার
পর তার থেকে শিক্ষা গ্রহণ কর না।
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাকে হেফাজত করুন ও মাফ করুন ও পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন । আমীন ।
অনেক অনেক ধন্যবাদ দ্য স্লেভ ভাইয়া ।
ভোরে জাগরন? সেত ভুলিয়াছ,কভু আর তাহা পড়ে না মনে;
আমাতে প্রনয় কোথায় তোমার? প্রনয় যে তোর ঘুমের সনে!
আজাদি তোমায় করে যে স্বাধিন,ফেলে দিলে তাই রোজার ভার,
তুমিই বলতো বন্ধন তবে তোমাতে আমাতে কিসের আর?
মন্তব্য করতে লগইন করুন