দিনের হিসাব আছে,দ্বীনের নেই
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২২ নভেম্বর, ২০১৪, ০১:৪১:১৩ রাত
জীবন চলমান, কিন্তু তা এত দ্রুত কেন ? সেদিন হিসাব করে দেখলাম একজন মানুষ ১০০ বছর বেচে থাকলে সেটা মাত্র ৩৬৫০০ দিনের সমান। কতটা ছোট এবং তুচ্ছ এই সময়। প্রতিদিন সকালে উঠে এটা সেটা করতে করতে অফিসিয়াল কাজ এরপর রাত ,এরপর ঘুম এবং পরের দিনের একই রকম কাজ। সকলের জীবনই এই ছকে গেথে আছে।
প্রত্যেক সপ্তাহেই পরবর্তী সপ্তাহের পরিকল্পনা কাজ করে। অথবা পে-চেকের আকৃতি এবং তার ব্যবহার নিয়ে পরিকল্পনা কাজ করে। এভাবে আবিষ্কার করি পেছনে কতগুলো সপ্তাহ এভাবে পার করেছি তার খবর নেই। এটা চলমান,এর ভেতরেই ঘুরছি। সমস্ত হিসেবই দুনিয়ামুখী হয়ে গেছে। আরও ছোট করে বললে খাওয়া,থাকার বাসস্থান,আনন্দ উপভোগ এসবই সমস্ত সময়ের অধিকার প্রাপ্ত হয়েছে।
বৈষয়িক লাভ -লোকসানের হিসেব আমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে। তুচ্ছ এবং অতি সংকীর্ণ জীবন মোটেও অর্থবহ করে তোলার চেষ্টায় নিয়জিত নই আমরা। দ্বীনের কোনো হিসেব আসেনা আমাদের প্রধান কর্ম পরিকল্পনায়।
বিশ্ব দিনকে দিন ব্যপকভাবে পরিবর্তিত হচ্ছে। অলোড়িত হচ্ছে বিশ্ব সমাজ। এমনসব খবরাখবর প্রকাশিত হচ্ছে যেসব আগে জানা ছিলনা। অবাস্তব বিষয়গুলোও স্বাভাবিকভাবে ঘটে চলেছে। পাপের প্রতিযোগীতা হচ্ছে। পাপিষ্টরা পুরষ্কৃত হচ্ছে। সর্বত্র পাপাচার মারাত্মক আকার ধারন করেছে। ফিতনা ছড়িয়ে পড়েছে। মনুষত্ত্ব গলাকাটা মুরগীর মত ছটফট করছে। বিকারগ্রস্ত মানুষেরা মানুষের ভাগ্য নিয়ন্তা হয়ে বসে আছে। এর ভেতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে কিন্তু ভাবোদ্বয় হচ্ছেনা।
অতি ঠুনকো এবং তুচ্ছ,ক্ষুদ্র জীবনের চাওয়া পাওয়ার হিসেব যেন অনন্ত। এক নিমেষেই যা ধ্বংস হয়ে যায়,তার জন্যেই আমাদের অফুরন্ত স্বপ্ন। কতটা তুচ্ছ বিষয়ের মধ্যে আমাদের স্বপ্ন লালিত হচ্ছে ! অনন্ত জীবনের জন্যে কি পাথেয় সঞ্চিত হচ্ছে ?
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ আমাদের প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না ।আমীন ।
বৈষয়িক স্বার্থের মোহে পড়ে আমরা প্রকৃত আবাস স্হল পরকালের পাথেয় জোগাড় করার চিন্তা ছেড়েই দিয়েছি আজ!
আল্লাহ আমাদের সঠুক উপলব্ধি দান করুন,আমিন!
"অতি ঠুনকো এবং তুচ্ছ,ক্ষুদ্র জীবনের চাওয়া পাওয়ার হিসেব যেন অনন্ত। এক নিমেষেই যা ধ্বংস হয়ে যায়,তার জন্যেই আমাদের অফুরন্ত স্বপ্ন।"
কিন্তু তবুও আমরা গাফিল।
আল্লাহু আকবার ইমানের খুব খুব তরক্কি হলো।
জাজাকাল্লাহ ভাইয়া।
আফসোস আপনি এখনো আসেননি মিস্টি খেতে
মন্তব্য করতে লগইন করুন