দিনের হিসাব আছে,দ্বীনের নেই

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২২ নভেম্বর, ২০১৪, ০১:৪১:১৩ রাত

জীবন চলমান, কিন্তু তা এত দ্রুত কেন ? সেদিন হিসাব করে দেখলাম একজন মানুষ ১০০ বছর বেচে থাকলে সেটা মাত্র ৩৬৫০০ দিনের সমান। কতটা ছোট এবং তুচ্ছ এই সময়। প্রতিদিন সকালে উঠে এটা সেটা করতে করতে অফিসিয়াল কাজ এরপর রাত ,এরপর ঘুম এবং পরের দিনের একই রকম কাজ। সকলের জীবনই এই ছকে গেথে আছে।

প্রত্যেক সপ্তাহেই পরবর্তী সপ্তাহের পরিকল্পনা কাজ করে। অথবা পে-চেকের আকৃতি এবং তার ব্যবহার নিয়ে পরিকল্পনা কাজ করে। এভাবে আবিষ্কার করি পেছনে কতগুলো সপ্তাহ এভাবে পার করেছি তার খবর নেই। এটা চলমান,এর ভেতরেই ঘুরছি। সমস্ত হিসেবই দুনিয়ামুখী হয়ে গেছে। আরও ছোট করে বললে খাওয়া,থাকার বাসস্থান,আনন্দ উপভোগ এসবই সমস্ত সময়ের অধিকার প্রাপ্ত হয়েছে।

বৈষয়িক লাভ -লোকসানের হিসেব আমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে। তুচ্ছ এবং অতি সংকীর্ণ জীবন মোটেও অর্থবহ করে তোলার চেষ্টায় নিয়জিত নই আমরা। দ্বীনের কোনো হিসেব আসেনা আমাদের প্রধান কর্ম পরিকল্পনায়।

বিশ্ব দিনকে দিন ব্যপকভাবে পরিবর্তিত হচ্ছে। অলোড়িত হচ্ছে বিশ্ব সমাজ। এমনসব খবরাখবর প্রকাশিত হচ্ছে যেসব আগে জানা ছিলনা। অবাস্তব বিষয়গুলোও স্বাভাবিকভাবে ঘটে চলেছে। পাপের প্রতিযোগীতা হচ্ছে। পাপিষ্টরা পুরষ্কৃত হচ্ছে। সর্বত্র পাপাচার মারাত্মক আকার ধারন করেছে। ফিতনা ছড়িয়ে পড়েছে। মনুষত্ত্ব গলাকাটা মুরগীর মত ছটফট করছে। বিকারগ্রস্ত মানুষেরা মানুষের ভাগ্য নিয়ন্তা হয়ে বসে আছে। এর ভেতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে কিন্তু ভাবোদ্বয় হচ্ছেনা।

অতি ঠুনকো এবং তুচ্ছ,ক্ষুদ্র জীবনের চাওয়া পাওয়ার হিসেব যেন অনন্ত। এক নিমেষেই যা ধ্বংস হয়ে যায়,তার জন্যেই আমাদের অফুরন্ত স্বপ্ন। কতটা তুচ্ছ বিষয়ের মধ্যে আমাদের স্বপ্ন লালিত হচ্ছে ! অনন্ত জীবনের জন্যে কি পাথেয় সঞ্চিত হচ্ছে ?

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286692
২২ নভেম্বর ২০১৪ রাত ০২:০০
লজিকাল ভাইছা লিখেছেন : অবাস্তব বিষয়গুলোও স্বাভাবিকভাবে ঘটে চলেছে। পাপের প্রতিযোগীতা হচ্ছে। পাপিষ্টরা পুরষ্কৃত হচ্ছে। সর্বত্র পাপাচার মারাত্মক আকার ধারন করেছে। ফিতনা ছড়িয়ে পড়েছে। মনুষত্ত্ব গলাকাটা মুরগীর মত ছটফট করছে। বিকারগ্রস্ত মানুষেরা মানুষের ভাগ্য নিয়ন্তা হয়ে বসে আছে। ১০০% একমত ভাইয়া। ভালো লাগলো সে জন্য আপনাকে ধন্যবাদ।
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
230238
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
286694
২২ নভেম্বর ২০১৪ রাত ০২:০৬
আফরা লিখেছেন : ওমা---কি কঠিন কথা লিখেছেন ?দিনে দিনে দিন শেষ হয়ে যাচ্ছে ।

হে আল্লাহ আমাদের প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না ।আমীন ।
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
230239
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন।
286723
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৫:১৭
শেখের পোলা লিখেছেন : তেল ফুরালেই ঠুস৷ শেখ সাদীর কথা মনে পড়ল,'চে বান্দে দিল দরে দুনিয়া কে রোজে চান্দ মেহমানী'।
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
230240
দ্য স্লেভ লিখেছেন : কথা ঠিক
286733
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:১১
হতভাগা লিখেছেন : দুনিয়া হচ্ছে আখেরাতের পরীক্ষাগার । এখানে যেরকম পরীক্ষা দেবেন তার সেরকম রেজাল্ট আখেরাতে পাবেন।
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
230241
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ,সঠিক বলেছেন
286735
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৪
কাহাফ লিখেছেন :
বৈষয়িক স্বার্থের মোহে পড়ে আমরা প্রকৃত আবাস স্হল পরকালের পাথেয় জোগাড় করার চিন্তা ছেড়েই দিয়েছি আজ!
আল্লাহ আমাদের সঠুক উপলব্ধি দান করুন,আমিন! Thumbs Up Thumbs Up I Don't Want To See I Don't Want To See
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
230242
দ্য স্লেভ লিখেছেন : আমিন
286798
২২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
"অতি ঠুনকো এবং তুচ্ছ,ক্ষুদ্র জীবনের চাওয়া পাওয়ার হিসেব যেন অনন্ত। এক নিমেষেই যা ধ্বংস হয়ে যায়,তার জন্যেই আমাদের অফুরন্ত স্বপ্ন।"

কিন্তু তবুও আমরা গাফিল।
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
230696
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন ক্ষমা করেনন
286852
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৬
বড়মামা লিখেছেন : সত্য কথাগুলি উঠিয়ে দরছেন । ভালো লাগল আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৬
231172
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ কায়রান
287352
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:২৮
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসল কথা হলো দুনিয়াটা মুমিনের জন্য কঠিনই হবে। আদ্ব দুনিয়া সিজনুল মু'মিন।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৭
231173
দ্য স্লেভ লিখেছেন : দুনিয়া মুমিনের জন্যে কারাগার
287439
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩৮
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৭
231175
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ ভাইসাহেব
১০
287737
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০৯
আওণ রাহ'বার লিখেছেন : গতকাল দীর্ঘ সময় এক দ্বীনি ভাইয়ার সাথে কথা হলো।
আল্লাহু আকবার ইমানের খুব খুব তরক্কি হলো।
জাজাকাল্লাহ ভাইয়া।
১১
287738
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১১
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া ইশরাতাপুর বিয়েতে আমার ব্লগে আপনার জন্য মিস্টির দোকান ছেড়ে দিয়েছি
আফসোস আপনি এখনো আসেননি মিস্টি খেতে
Crying Crying Crying Crying Crying
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১২
231458
আওণ রাহ'বার লিখেছেন : আপনার মিস্টি খাওয়ার দাওয়াত রইলো আমার ব্লগে।Happy Happy Happy Good Luck Good Luck Happy
১২
288182
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : উত্তম প্রশ্ন। মানুষ যদি এর উত্তর নিয়ে ভাবতে কয়েকটা মিনিট বযায় করত তাহলে কেউ কোন খারাপ কাজ করা বা নাজে কথা বলার ব্যাপারে ভাবতেও পারতনা।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১০
231846
দ্য স্লেভ লিখেছেন : কথা ঠিক বলেছেন....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File