আপনাকে কেউ অনুসরণ করছে ?

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ নভেম্বর, ২০১৪, ০২:০৫:৪০ রাত



বিভিন্ন কারনে আজকাল অন্যকে অনুসরন করা হয়। সেটা ভাল-মন্দ দুভাবেই ঘটতে পারে। কেউ আপনাকে অনুসরন করছে কিনা কিভাবে জানবেন?

***********

০১। আপনার পরিবেশ –পরিস্থিতি ব্যাপারে সর্বক্ষণ সজাগ ও সতর্ক থাকতে হবে।

০২। যদি সন্দেহ হয় যে কোন নির্দিষ্ট ব্যক্তি আপনাকে অনুসরণ করছে তাহলে পত্রিকার দোকানে বা এরকম কিছু খুঁজে নিয়ে সেখানে থামুন। তারপর ঘুরে লোকটির চোখের দিকে তাকান। সে তার ছদ্দবেশ রক্ষার জন্য দৃষ্টি সরিয়ে নিবে। এটা কয়েক বার পুনরাবৃত্তি করতে পারেন ।

০৩। আরেকটি উপায় হচ্ছে বাসে উঠে আবার নেমে যাওয়া এবং লোকটি আপনাকে অনুসরণ করছে কি না দেখা। এরকম করার অন্যতম স্থান হচ্ছে হোটেল।

০৪। অথবা আপনি একটা টুকরা কাগজ ফেলতে পারেন দেখার জন্য যে লোকটি সেটি উঠিয়ে নেয় কি না। সে অনুসরণ কারী হলে ভাববে আপনি এমন কিছু ফেলে গেছেন যা তাদের কাজে আসবে।

০৫। আরেকটি পন্থা হচ্ছে, আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যান, তারপর মোড়টি দ্রুত দৌড়ে পার হন। মোড় পার হয়ে লোকটি দৃষ্টির আড়াল হলে থেমে যান। তারপর অপেক্ষা করে দেখুন মোড় ঘুরে কেউ দৌড়ে/দ্রুত আসছে কি না। আপনার অনুসরণকারীকে আপনার সাথে তাল মিলাতে হলে দ্রুত হাঁটতে হবে।

০৬। কোন দোকানের জানালার পাশে গিয়ে বিক্রয় সামগ্রী দেখার ভান করতে পারেন। কিন্তু আসলে আপনি কাচের উপর আপনার পেছন দিয়ে হেঁটে যাওয়া মানুষদের প্রতিফলন দেখবেন আর তাদের কর্মকান্ড এবং গতিবিধির ওপর খেয়াল রাখবেন।

০৭। খুব ব্যস্ত কোন রাস্তার এমন জায়গা দিয়ে পার হতে পারেন যেখান দিয়ে কেউ সাধারনত পার হয় না। তারপর দেখুন এর কেউ রাস্তাটি পার হয় কি না।

০৮। খোলা মাঠে চলে যান এবং লক্ষ্য করুন আপনাকে কেউ সেখানে অনুসরণ করে যাচ্ছে কি না।

## আপনার অনুসরণকারীকে খোয়াতে হলে ওপরের ৩,৭ ও ৮ নং পন্থা অবলম্বন করতে পারেন।

অথবা কোন জনাকীর্ণ জায়গায় ঢুকে পড়ুন যাতে ভীড়ের মাঝে অনুসন্ধানকারীর পক্ষে আপনার সাথে তাল মিলিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আর একটি পদ্ধতি হল ট্যাক্সি নিয়ে অন্য এলাকায় চলে যাওয়া।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284044
১৪ নভেম্বর ২০১৪ রাত ০২:২২
ইক্লিপ্স লিখেছেন : ভালো বলেছেন। তবে আমি কাউকে অনুসরণ করছি না। It Wasn't Me! It Wasn't Me!
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৫
227289
দ্য স্লেভ লিখেছেন : তাইলে ভালHappy Happy
284047
১৪ নভেম্বর ২০১৪ রাত ০২:২৮
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই কি, গোয়েন্দা সাহিত্য রচনা করার খেয়ালে আছেন না কি ? ভালো । আহম্মদ মুসা, মাসুদ রানা, ফেলুদা, কিংবা গোয়েন্দায়ের গুরু শার্লক হোমস এর ভক্ত দেখছি। আমি ও ছাত্র জীবন টা ঐ চারটার পিছে পিছে দৌড়ে নষ্ট করেছি। আসুন দুজনে মিলে একটা প্রাইভেট ডিটেকটিভ ফার্ম খুলি। Rose Rose Rose Rose
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
227290
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor চলেন তাই হোক..
284052
১৪ নভেম্বর ২০১৪ রাত ০২:৪১
গন্ধসুধা লিখেছেন : ইহা খ্যাতিমানদের সমস্যা।আমি মুক্ত...
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
227291
দ্য স্লেভ লিখেছেন : হুমম বুঝলুম
284059
১৪ নভেম্বর ২০১৪ রাত ০৩:২৫
ওরিয়ন ১ লিখেছেন : ভাই অনুসরন তো আমাকে করে না, আমিই অনুসরন করি। আপনি যে হাটে হাঁড়ি ভেংগে দিলেন, এখন কি হবে?
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:০১
227268
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখেছেন : Rolling on the Floor
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
227292
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
284069
১৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ইক্লিপ্স লিখেছেন : ভালো বলেছেন। তবে আমি কাউকে অনুসরণ করছি না।
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৭
227293
দ্য স্লেভ লিখেছেন : Straight Face Straight Face Straight Face Straight Face
284084
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩১
কাহাফ লিখেছেন :
সতর্কতা মুলক পোস্ট! কখনো এমন পরিস্হিতির শিকার হলে কাজে লাগাবো ইনশা আল্লাহ!
অনেক ধন্যবাদ লেখনীর জন্যে!!! Rose Rose
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৭
227294
দ্য স্লেভ লিখেছেন : জি সেই উদ্দেশ্যেই লেখা
284100
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৪৯
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এই যে আমি আপনাকে অনুসরন করে এসে মন্তব্য করে ভেগে গেলাম!
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৮
227295
দ্য স্লেভ লিখেছেন : চিন্তার বিষয়:Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
284119
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই অনুসরন তো ভাই এনালগ! এখন যে ডিজিটাল পদ্ধতিতে মেইল বা ষ্ট্যাটাস থেকে অনুসরন করে সে ক্ষেত্রে কি করা যায়?
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৯
227296
দ্য স্লেভ লিখেছেন : চিন্তা করেন , আমার তেমন জানা নেই:Thinking :Thinking :Thinking :Thinking
284128
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অনুসরণ করা ভালো তবে অনুকরণ করা ভালো নয়।
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৯
227297
দ্য স্লেভ লিখেছেন : সত্য
১০
284132
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসব টিপস্ খারাপ লোকদেরও কাজে লাগতে পারে।
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
227298
দ্য স্লেভ লিখেছেন : ভাল লোকেরাই বেশী কিডন্যাপ হচ্ছে..Smug Smug
১১
284153
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
আব্দুল গাফফার লিখেছেন : আপনার অভিজ্ঞতার আলোকে টিপস গুলো ভাল লেগেছে। Tongue ধন্যবাদ
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
227299
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ Happy
১২
284184
১৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
আফরা লিখেছেন : কেউ না কেউ তো অনুসরন করছেই । তবে তাকে আপনার এই টিপসে কাজ হবে না ভাইয়া ।
১৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮
227550
দ্য স্লেভ লিখেছেন : তাইলে কি করতে হবে হে পন্ডিত ??
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
227660
আফরা লিখেছেন : আমি তো টিপস দিচ্ছেন এটাও আপনি বলেন ভাইয়া ।
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
227957
দ্য স্লেভ লিখেছেন : গুরুর নিসেধ আছে,বলা যাবে নাRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

বি:দ্র: একবার এক পীরের কাছে এক ত্যাদড় মুরিদ একটি বিপজ্জনক প্রশ্ন করলে,পীর যখন দেকল উত্তর তার জানা নেই,তখন গম্ভীরভাবে বলল- নিজের কাছে প্রশ্ন কর, জবাব পেয়ে যাবে !!!Tongue Tongue Tongue
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
228002
আফরা লিখেছেন : ভাইয়া আপনি তাহলে ভন্ড পীর !!!Rolling on the Floor Rolling on the Floor
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
228063
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : ভাইয়া আপনি তাহলে ভন্ড পীর !!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩
284729
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪০
এস এম আবু নাছের লিখেছেন : বেশ ভালো পোষ্ট। জাযাকাল্লাহু খাইর।
১৭ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৭
228314
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
১৪
284823
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি কোথায়? D'oh Sad Sad
১৭ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৭
228316
দ্য স্লেভ লিখেছেন : সূর্যের পাশেTongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File