কবিতা লিখলাম, পারলে পড়েন,নইলে....
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১২ নভেম্বর, ২০১৪, ১১:৩৪:২৯ সকাল
উপহাস উপিজিবত মধ্যরাতের খন্ডিত আল্পনা কল্পিত চাঁদে
একদা হেসেছিলো রাজহাসের নব্য যুগের
সপ্ত সোপানের দু-নয়ন
বিষাদ সিন্দু ঠেলিয়া পাঠাড় উপড়াইয়া হরিপ্রাসাদ বাকবিতন্ডা
কালের কল্কি গাজার সিদুর নয়ন তারা
দুদন্ড রৌদ্রতাপে ভাপাপুলি আজিকার রাজভোগ
গঙ্গাশিতল ছায়াতলে গরু বিথি করে রব
ইদুর বিড়ালে খ্যাক শিয়ালে দুটি রুটি ছিড়ে
ন্যাড়া উঠিল বেলগাছে মাথায় বিধিল কাটা
দাদি ছেচিলো হামানদিস্তায় পানের বাটা
পাঠার পাঠ্যপুস্তকে শয়তানের নবডঙ্গা
লুভর মিউজিয়ামে লুইপাস্তুর পুরোদস্তুর চুঙ্গিওয়ালা
রাজার মিস্ত্রী কমোডে বসিয়া জিলাপী বানাইয়া খাইলো একা সেথা
ইচোড়ে পাকা খোকা বাবু উঠিল গাছে
হুক্কাহুয়া ডাকিয়া চাহিয়া তেলাপিয়া মাছে
বালুকাবেলায় হাঙরের হাতছানি
মনেপড়ে মোর সাতারের মালাখানি
সাগরের দাবানলে াঙ্গার হইলো
সাতকাহন মনো হরিহর
দীপান্তরি দন্তবিকশিত তস্তরে
অর্জুন শাখাবৃক্ষে বিহঙ্গ ডাকে
ঝিঝি পোকারা দলে দলে
চরুলতা পাড়ে অঙ্কিত কল্পলোকের অন্তরালে
বারুদের নিঃসঙ্গ লাগামহীন অন্ত:সার
নিঃস্ব বস্ত্রবরন উদয়াচলে
বিষয়: বিবিধ
১৭৭১ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কবিতা অতীব সুন্দর হয়েছে। বড়ই সৌন্দর্য্য!
জাজাকাল্লাহু খাইর।
সেই অর্থে আপনার এটাও কবিতা। একটু বিশেষ শ্রেণীর কবিতা আর কি।
যাদেরকে ভালো লাগে, তাদের যে কোনো কিছুই ভালো লাগে। তাই সাথেই থাকি, স্লেভ ভাই।
ভালো লাগার মানুষদের কাছে ধরা খাওয়াতেও অনেক আনন্দ ভাই @আব্দুল গাফফার
আওর লিখুন কিন্তু পারলে একটু ইজি করে লিখুন। ভালো লাগলো অনেক ধন্যবাদ
এ্যমাজন জঙ্গলের কবিতা লিখলে খুবই ভালো হতো ভাইয়া
কবিতার কাব্যকতায় আধমরা হইয়া!
এখন নিজেই নিজের দাঁত গুনিতেছি-
কয় খানা আছে বাচিয়া!!!
মোরা খাবো সবি
জটিল কুবিতা
কুটিন কবিতা
খাবো ভাপা পিঠা।
মন্তব্য করতে লগইন করুন