বাংলাদেশে বিদেশী হস্তক্ষেপ !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ নভেম্বর, ২০১৪, ১২:৫৮:১৮ রাত
“বাংলাদেশে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ -এর লক্ষ্য হলো বাংলাদেশে ভারতীয় প্রভাব বিস্তার করা ও সব
ব্যাপারে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করে তোলা” ---------মেজর জেনারেল (অব এম এ হালিম,
সাবেক মহাপরিচালক ডিজিএফআই। (সূত্র: গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা: বাংলাদেশে ‘র’, পৃষ্ঠা: ২৪৪)
এবার নিচের তথ্যগুলোর দিকে খেয়াল করুন:
১/ বাংলাদেশে অনেক অভিজ্ঞতাসম্পন্ন কন্সট্রাকশন ফার্ম থাকার পরও যাত্রাবাড়ী ফ্লাইওভার
বানানো হলো ভারতীয় কোম্পানি সিমপেক্স ইনফ্রাস্ট্রাচার দিয়ে। ( http://goo.gl/9rDcQm )
২/ বাংলাদেশে বিদেশে রফতানিকারী ঔষধ কোম্পানি থাকলেও শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল
বানানো হলো ভারতের বিতর্কিত ‘অলিভ হেলথ কেয়ার’র মত কোম্পানি দিয়ে। ( http://goo.gl/64ZBaZ )
৩/ দেশি কোম্পানিগুলোর যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও দ্বিতীয় ভৈরব সেতু বানানো হচ্ছে ভারতীয় কোম্পানি ইরকন
ও এফকন্সকে দিয়ে। ( http://goo.gl/KbXQjD )
৪/ দেশি কোম্পানিগুলোর যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও দ্বিতীয় তিতাস রেলসেতু বানানো হচ্ছে ভারতীয়
কোম্পনি গ্যানোন ও এফএলসিএলকে দিয়ে। (http://goo.gl/KbXQjD )
৫/ বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদন বন্ধ করে ( http://goo.gl/pDTgLO ), ৩১২ কোটি টাকার ভ্যাকসিন
আনা হয়েছে ভারতের অখ্যাত সিরাম ইন্সটিটিউট থেকে। (http://goo.gl/xcZ1DR )
৬/ বাংলাদেশে অজস্র ছাপাখান থাকলেও বোর্ডের বই ছাপানো হচ্ছে ভারতীয় কোম্পানি গফ সন্স ইন্ডিয়া,
ক্যালিকো, রেপপ্রো ইন্ডিয়ামত কোম্পানি দিয়ে । (http://goo.gl/lDalr1 )
৭/ বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে ( http://goo.gl/RdyKng ) ভারত থেকে বিদ্যুৎ
আমদানি করা হচ্ছে (http://goo.gl/5RqneP )
৮/ বাংলাদেশে অসংখ্যা রিয়েল স্টেট গ্রুপ থাকলেও ভারতের সাহারাগ্রুপ দিয়ে উপশহর বানানো হচ্ছে। ( http://
goo.gl/1vnRTd )
৯/ ভারতের নিম্নমানের রেল ইঞ্জিন কেনা হচ্ছে উচ্চমূল্য দিয়ে। (http://goo.gl/PWvuax )
১০/ বাংলাদেশের যোগ্যতা থাকা সত্ত্বেও ভারত থেকে বাস-ট্রাক কেনা হচ্ছে (http://goo.gl/0jAEuF )
১১/ বাংলাদেশে চাল পাচার করে (http://goo.gl/xl5GxB ) ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে। ( http://goo.gl/
fvGqQH )
১২/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে ডেমু ট্রেন। ( http://goo.gl/21ZbZu )
১৩/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে তেল ট্যাঙ্কার। (http://goo.gl/ZyM97Q )
১৪/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে ড্রেজার। ( http://goo.gl/J4ZW1u )
১৫/ বাংলাদেশে কোম্পানিগুলোকে ইচ্ছাকৃত অনুন্নত রেখে ভারতের অতিনিম্নমানের ওএনজিসি নামক
কোম্পানিকে সাগরে গ্যাস উত্তোলন করতে দেয়া হয়েছে। ( http://goo.gl/rpTDsP )
১৬/ বাংলাদেশ পারলেও আমাদের নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে ভারত। (http://goo.gl/V9I6rE )
এবার বাংলাদেশে ‘র’ কতটুকু প্রভাব বিস্তার করেছে, আপনি নিজেই যাচাই করুন।
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক যেমনটা প্রায় ৯০ বছর আগে সৌদী বাদশাহ (লিটারেলী স্লেইভ অব বৃটিশ) আবদুল আজিজ বৃটিশ থেকে প্রতি মাসে নেওয়া ৫০০০ পাউন্ড নিয়ে প্রশ্ন তুললে বলেছিলেন - এটা তো পারিতোষিক না - এটা হল গিয়ে জিজিয়া, জিজিয়া কর।
ধন্যবাদ সচেতনামূলক পোষ্টটির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
আমাদের অবস্থা আফ্রিকান কৃষ্নাঙ্গদের মত।
"যখন শ্বেতাঙ্গরা আমাদের দেশে এসেছিল তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের হাতে সব জমিজমা আর এখন আমাদের হাতে বাইবেল আর তাদের হাতে সব জমিজমা"!
মন্তব্য করতে লগইন করুন