বাংলাদেশে বিদেশী হস্তক্ষেপ !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ নভেম্বর, ২০১৪, ১২:৫৮:১৮ রাত



“বাংলাদেশে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ -এর লক্ষ্য হলো বাংলাদেশে ভারতীয় প্রভাব বিস্তার করা ও সব

ব্যাপারে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করে তোলা” ---------মেজর জেনারেল (অবHappy এম এ হালিম,

সাবেক মহাপরিচালক ডিজিএফআই। (সূত্র: গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা: বাংলাদেশে ‘র’, পৃষ্ঠা: ২৪৪)

এবার নিচের তথ্যগুলোর দিকে খেয়াল করুন:

১/ বাংলাদেশে অনেক অভিজ্ঞতাসম্পন্ন কন্সট্রাকশন ফার্ম থাকার পরও যাত্রাবাড়ী ফ্লাইওভার

বানানো হলো ভারতীয় কোম্পানি সিমপেক্স ইনফ্রাস্ট্রাচার দিয়ে। ( http://goo.gl/9rDcQm )

২/ বাংলাদেশে বিদেশে রফতানিকারী ঔষধ কোম্পানি থাকলেও শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল

বানানো হলো ভারতের বিতর্কিত ‘অলিভ হেলথ কেয়ার’র মত কোম্পানি দিয়ে। ( http://goo.gl/64ZBaZ )

৩/ দেশি কোম্পানিগুলোর যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও দ্বিতীয় ভৈরব সেতু বানানো হচ্ছে ভারতীয় কোম্পানি ইরকন

ও এফকন্সকে দিয়ে। ( http://goo.gl/KbXQjD )

৪/ দেশি কোম্পানিগুলোর যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও দ্বিতীয় তিতাস রেলসেতু বানানো হচ্ছে ভারতীয়

কোম্পনি গ্যানোন ও এফএলসিএলকে দিয়ে। (http://goo.gl/KbXQjD )

৫/ বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদন বন্ধ করে ( http://goo.gl/pDTgLO ), ৩১২ কোটি টাকার ভ্যাকসিন

আনা হয়েছে ভারতের অখ্যাত সিরাম ইন্সটিটিউট থেকে। (http://goo.gl/xcZ1DR )

৬/ বাংলাদেশে অজস্র ছাপাখান থাকলেও বোর্ডের বই ছাপানো হচ্ছে ভারতীয় কোম্পানি গফ সন্স ইন্ডিয়া,

ক্যালিকো, রেপপ্রো ইন্ডিয়ামত কোম্পানি দিয়ে । (http://goo.gl/lDalr1 )

৭/ বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে ( http://goo.gl/RdyKng ) ভারত থেকে বিদ্যুৎ

আমদানি করা হচ্ছে (http://goo.gl/5RqneP )

৮/ বাংলাদেশে অসংখ্যা রিয়েল স্টেট গ্রুপ থাকলেও ভারতের সাহারাগ্রুপ দিয়ে উপশহর বানানো হচ্ছে। ( http://

goo.gl/1vnRTd )

৯/ ভারতের নিম্নমানের রেল ইঞ্জিন কেনা হচ্ছে উচ্চমূল্য দিয়ে। (http://goo.gl/PWvuax )

১০/ বাংলাদেশের যোগ্যতা থাকা সত্ত্বেও ভারত থেকে বাস-ট্রাক কেনা হচ্ছে (http://goo.gl/0jAEuF )

১১/ বাংলাদেশে চাল পাচার করে (http://goo.gl/xl5GxB ) ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে। ( http://goo.gl/

fvGqQH )

১২/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে ডেমু ট্রেন। ( http://goo.gl/21ZbZu )

১৩/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে তেল ট্যাঙ্কার। (http://goo.gl/ZyM97Q )

১৪/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে ড্রেজার। ( http://goo.gl/J4ZW1u )

১৫/ বাংলাদেশে কোম্পানিগুলোকে ইচ্ছাকৃত অনুন্নত রেখে ভারতের অতিনিম্নমানের ওএনজিসি নামক

কোম্পানিকে সাগরে গ্যাস উত্তোলন করতে দেয়া হয়েছে। ( http://goo.gl/rpTDsP )

১৬/ বাংলাদেশ পারলেও আমাদের নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে ভারত। (http://goo.gl/V9I6rE )

এবার বাংলাদেশে ‘র’ কতটুকু প্রভাব বিস্তার করেছে, আপনি নিজেই যাচাই করুন।

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282733
১০ নভেম্বর ২০১৪ রাত ০২:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫১
226174
দ্য স্লেভ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
282737
১০ নভেম্বর ২০১৪ রাত ০২:১৫
আফরা লিখেছেন : ভারতের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশকে শোষন করা সবদিক দিয়ে ।
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫২
226176
দ্য স্লেভ লিখেছেন : কোনো সন্দেহ নেই। তারা চায় এখানে তাদের তাবেদাররা থাকুক। তবে ভারত বিজিত হবে,এটাই রসূল(সাঃ) বলেছেন
282742
১০ নভেম্বর ২০১৪ রাত ০২:৩৯
শেখের পোলা লিখেছেন : এ বিষয়ে যারাই ভবিষ্যত বাণী দিয়েছিল বা দ্বিমত করেছিল আজ তাদেরই জীবন দিতে হচ্ছে তাই সাবধান৷
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৩
226178
দ্য স্লেভ লিখেছেন : কুচ পরোয়া নেহী....আল্লাহ হে মেরী সাথ Happy
282759
১০ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪০
সাদাচোখে লিখেছেন : ভালই তো, ভাল না? শেখ হাসিনাকে এই ফ্যাক্টস সমূহ দিয়ে মতামত নিলে - উনি নিশ্চয়ই বাংলার মানুষকে জানাবেন, এই সব ছাইপাশ নোংরা কাজ - বাংলার মুমীন মুসলমানের করার কি দরকার - বরং তা ঐ সব কুফ্ফার, হাঁভাতে ইন্ডিয়ানদের দিয়ে করাচ্ছি যদি তারা কোন রকম খেয়ে পরে বাঁচে - এতে করে তাবলীগের কাজ টাও হচ্ছে। বলা তো যায়না ওরা আমাদের আচার আচরন দেখে মুসলমান ও হয়ে যেতে পারে।

ঠিক যেমনটা প্রায় ৯০ বছর আগে সৌদী বাদশাহ (লিটারেলী স্লেইভ অব বৃটিশ) আবদুল আজিজ বৃটিশ থেকে প্রতি মাসে নেওয়া ৫০০০ পাউন্ড নিয়ে প্রশ্ন তুললে বলেছিলেন - এটা তো পারিতোষিক না - এটা হল গিয়ে জিজিয়া, জিজিয়া কর।
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৪
226179
দ্য স্লেভ লিখেছেন : ঠিক। তবে আমার মনে হচ্ছে সামনের সময় মুসলিমদের।
282780
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪৫
চির উন্নত মম শির লিখেছেন : সচেতনমূলক পোস্টের জন্য ধন্যবাদ।
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৪
226180
দ্য স্লেভ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
282801
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩০
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আরও আছে, দেশের সব মসজিদে যে আহুজা মাইক সেট দ্যাখেন তাও ইন্ডিয়ার, মিল ইন্ড্রাস্ট্রিজের কেমিক্যাল, মেশিনারীজ ইন্ডিয়ার।
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
226181
দ্য স্লেভ লিখেছেন : হুম
282814
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৩
বৃত্তের বাইরে লিখেছেন : সর্বনাশ! Surprised বাংলাদেশীদের দখলে দেখি দুর্নীতি, সন্ত্রাস, চাপাবাজি করা ছাড়া আর কিছু নেই Surprised Sad
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
226182
দ্য স্লেভ লিখেছেন : সেটা নিয়েই তো তাহারা খেয়ে পরে বেচে আছে।
282833
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪২
মামুন লিখেছেন : সবই তো দেখছি ওপারের ওরাই করছে!!!
ধন্যবাদ সচেতনামূলক পোষ্টটির জন্য।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
226183
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহু খাইর
283011
১০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবই এখন দাদাদের হাতে!
আমাদের অবস্থা আফ্রিকান কৃষ্নাঙ্গদের মত।
"যখন শ্বেতাঙ্গরা আমাদের দেশে এসেছিল তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের হাতে সব জমিজমা আর এখন আমাদের হাতে বাইবেল আর তাদের হাতে সব জমিজমা"!
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২৬
226475
দ্য স্লেভ লিখেছেন : কথা ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File