আজ মহান হ্যালোইন ডে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ নভেম্বর, ২০১৪, ১২:২৪:৩৩ দুপুর
বহু বছর পূর্বে কেউ সম্ভবত কিছু লোককে বান্দরের পোষাক পরিয়ে মজা করেছিল,আর সেখান থেকে হ্যালোইনের উৎপত্তি। কথাটি মিথ্যা হোক আর সত্য হোক তাতে কিছু এসে যায় না। তবে এই দীবসটি কিছু সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানের তৈরী তাতে সন্দেহ নেই। তারাই এটাকে প্রতিষ্ঠিত করেছে। হ্যালোইন উপলক্ষ্যে বিলিয়ন ডলারের ব্যবসা সেটা বলে দেয়।
যাইহোক ব্লগে বলেছিলাম হ্যালোইনে পুলাপাইনের কাছ থেকে ক্যান্ডি খাব। ওরা এই দিনে বাড়ি বাড়ি ঘুরে ক্যান্ডি সংগ্রহ করে। আমার বাড়িতে ক্যান্ডি থাকেনা, থাকলেও তা আমার পেটে থাকে। আর চিন্তা করছিলাম কি কি প্লানে তাদেরকে ক্যান্ডি না দিয়ে ওদেরটা খাব।
কিন্তু এই দিনে আমার কাজ থাকায় প্লান বাস্তবায়িত হল না।তবে দিনটা মাটি হয়নি। আমি কেনাকাটা করতে একটা স্টোরে গিয়েছিলাম। দেখলাম সেখানে অনেকে ভূত প্রেত সেজে কাজ করছে। এক ভদ্র মহিলা বড় এক পাত্র নিয়ে হাজির হল। সবিনয়ে সেখান থেকে ক্যান্ডি নিতে বলল। ক্যান্ডিগুলো বেশ লোভনীয়। একটার বদলে এক মুঠো নিয়ে ডান পকেটে ঢুকালাম। এবার আরেক মুঠো নিয়ে আরেক পকেটে ঢুকালাম। মহিলা হাসতেই থাকল,বললাম এটা শেষ করে আবার আসছি,আপনার খবর আছে।
কিছুক্ষনের মধ্যে খেয়ে ফেললাম। ফেরার সময় আবারও একইভাবে খেলাম এবং কিছু নিয়ে আসলাম্ । ওরা যা ভাবে ভাবুক। আমি ক্যান্ডি খেলাম পেট ভরে।
কর্মস্থলে এক কলিগ সবাইকে ক্যান্ডি দিচ্ছিল এবং নিজের তৈরী মিস্টান্ন। কেউ নিল আর কেউ সবিনয়ে প্রত্যাক্ষান করল। আমার পর্যন্ত আসার আগেই আমি উঠে গিয়ে তার পাত্র থেকে এক মুঠো ক্যান্ডি নিলাম। ব্যাগে ভরলাম। পরে আরেক মুঠো নিয়েও ব্যাগে ভরলাম। তখন সে বলল-তুমি সবগুলো নাও। বললাম- তা দিচ্ছ যখন, না করি কিভাবে। বুঝতেই তো পারছ ক্যান্ডি পছন্দ করি। সে তার ব্যপক চিনিযুক্ত মিস্টি দিতে চাইলে নিলাম না। শুধু ক্যান্ডিই নিলাম।
মনে মনে বললাম-তোরা ভুত প্রেত হয়েই থাক, আমার ক্যান্ডি খেতে পারলেই চলে....
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন সুযোগ পাইলে আমিও বস্তা ভরে নিতে প্রস্তুত!চকলেট-ক্যান্ডি দারুণ পছন্দের জিনিষ আমার!
এখানের অনেকেই বিষয়টা জানেই না,আমিও আগে জানতাম না!
হ্যালু'ন ম্যালুন বেলুন হয়ে, একটা যদি চাই
না দিলেই ভয় দেখাবো, আসবে গায়ে জ্বর
আমায় দেখে ভয়ের চোটে, কাঁপে থত্থর!!
মানে সারা দেশে বিদ্যুত বিপর্যয়ে অন্ধকার!!!
যাক ভালই খাইলেন ক্যান্ডি। এই জন্যই চট্টগ্রামের মেজবানের অপচয় এর ব্যপারে আমি চুপ। কারন মেজবান না দিলে আমরা কি করে বাঁচব???
video
মন্তব্য করতে লগইন করুন