পাতে তেলাপোকা(ফান পোস্ট)
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ অক্টোবর, ২০১৪, ১২:২০:১৮ রাত
রাতে হঠাৎ পান্তা ভাত খেতে ইচ্ছা হল। কিন্তু আমার এ কুড়ে ঘরে মোমবাতি নেই যে উঠে গিয়ে হাড়ি থেকে তুলে খাব। আমি দিনের আলোয় চলা মানুষ । সূর্যের অলো শেষ,আমার আলোও শেষ। একটা হারিকেন ছিল কিন্তু সেটা বিনা কারনে সূর্যের পাশে গিয়ে টেক্কা দেওয়াতে আমি এখন হারিকেন শূণ্য।
যাইহোক, লোভ হল পান্তা খাওয়ার। উঠে গেলাম রান্নাঘরে। মাটির শানকির মধ্যে পান্তা নিলাম। পেয়াজ মরিচ আগেই জোগাড় করা ছিল। কিন্তু অন্ধকারে পেয়াজ পেলেও মরিচ খুজে পেলাম না। সম্ভবত পান্তাভাতের হাড়িতে পোড়া মরিচ রেখেছিলাম,বা এরকমই কিছু একটা মনে হল।
পাতে পেয়াজ নিয়ে মাখানোর সময় বুঝলাম অনুমান ঠিকই। পান্তার হাড়িতে আগেই বোধহয় পোড়া মরিচ রেখেছিলাম। ...এবার মাখানো যাক.....হায় আল্লাহ পোড়া মরিচ নড়া-চড়া করে ক্যান !! তা করে করুক....আমার কাজ আমি করি। অন্ধকারে হয়ত বুঝতে ভুল হচ্ছে ! পোড়া মরিচ আবার নড়াচড়া করতে পারে ? .....মাখানো হল...এবার খাবার পালা...
এমন সময় সূর্যের পাশ থেকে সরে হারিকেন আমার জন্যে আলো নিয়ে উপস্থিত হল। আমি আবার ব্যপক অতিথীপরায়ন মানুষ। এই রাতে হারিকেন উপস্তিত,তাকে আপ্যায়ন না করে পারা যায় ? পুরো পান্তাভাতের শানকি তাকে দিয়ে দিলাম। শুকনো মরিচ তার পেটের ভেতর নাড়াচাড়া করতে থাকল। আমি ক্ষুধার্তকে অন্ন দিয়ে আনন্দ উপভোগ করলাম এবং আরামে একটা ঘুম দিলাম.....
বিষয়: বিবিধ
১৮১২ বার পঠিত, ৬২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি খুব ফানি পোস্ট।
সাথে আপনাকে মাইনাস
@আফরামণি - অসংখ্য ধন্যবাদ আপ্পি, আমার মতো করেই কথাটা বলার জন্য স্ল্যেভ ভাইয়াকে মাইনাসের পরিবর্তে আরো কয়েকটা তেলাপোকা দিলেই বেশি ভালো হতো মনেহয়!
সাথে আপনাকে মাইনাস
হারিকেন ভাইয়া@ আপনার পাওয়া উপাধি অন্যকে দিচ্ছেন কেনু? এটাতো ঠিক নাহ্।
ভালো লাগলো (তবে হ্যারীকে খাওয়ানোর জন্য নয়) নির্দোষ আমোদ দানের জন্য।
শুভকামনা রইলো।
তবে ধন্যবাদ হিসেবে আপনার জন্য এটা.....
কার পান্তা কে খায়
পান্তার ভিতর তেলাপোকা
যে খায় সে আস্তই একটা বোকা
সাথে কাঁচা মরিছ ও দেখতে পাচ্ছি জীবিত শুকনো মরিচের কি দরকার ছিল ] ] ] ] ] ] ] ] ] ] ]
আসল কথা হলো-কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনো মরিচ রূপী তেলাপোকা দিয়ে স্লেভ ভাই ডিনার সেরেছেন।
আর অপর বাটিতে গোশতের মত কি যেন দেখা যাচ্ছে। তা দিয়ে হারিকেন ভাই গরম ভাত খেয়েছেন।
এগুলো আপনার জন্য। আরও লাগলে ব্লগার আতিক ভাইকে বলবেন। ওনার বাড়িতে অনেক আছে।
মন্তব্য করতে লগইন করুন