জুতোর তলা ঘষা ব্রাশ দিয়েই দাত ব্রাশ করলাম এবং বুড়ো গেল পড়ে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ অক্টোবর, ২০১৪, ০৭:৫৯:০২ সকাল
আমার ভুলো মনের কারনে আমাকে বেশ বিপত্তিতে পড়তে হয়েছে অনেক বার। সাবান,সেভিং জেল,ক্রিম ইত্যাদী দিয়ে যে কতবার ব্রাশ করেছি তার হিসেব নেই। জুতো পরিষ্কার করা রুমাল দিয়েও বহুবার মুখ মুছেছি। অন্যের ব্রাশ দিয়েও অনেক বার ব্রাশ করেছি দাত। কিন্তু এরকম ঘটনা আর কখনও ঘটেনি।
আমার একটা পুরোনো ব্রাশ দিয়ে আমি বেসিন পরিষ্কার করতাম মাঝে মাঝে। আবার ভেতরের পাইপে ময়লা জমলে তাও পরিষ্কার করতাম। জুতো পরিষ্কার করতাম এবং জুতোর তলায় ভারি ময়লা জমলে তাও ঘষে উঠাতাম। আমার প্রায় সকল জুতাই এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করেছি।
কাল রাতে দাত ব্রাশ করলাম। শেষের দিকে কেমন জানি লাগল। তারপর বেসিনের উপরের অংশে তাকিয়ে দেখলাম আমার ব্রাশটি সেখানে সযতনে রাখা আছে। তবে আমি কি দিয়ে ব্রাশ করছি ???!!! হায় আল্লাহ..!!! সঙ্গে সঙ্গে ব্রাম ফেলে দিলাম,কিন্তু যা হওয়া তা তো হয়েই গেছে....বড্ড বিচ্ছিরি কারবার রে বাপু....
আজ একটা স্টোরে গিয়েছিলাম। স্টোরের গেইটে এক বুড়ো হঠাৎ পড়ে গিয়ে তড়পাতে লাগল। তার অবস্থা দেখে মনে হচ্ছিলো চোখের সামনে একটা মৃত্যু দেখছি। স্টোরের ম্যানেজার আসল,আরও কিছু লোক। লোকটা ছটফট করতে লাগল। তার পোষা কুকুরটা বোধহয় মনিবের অবস্থা বুঝতে পারল। বারবার সে তার মাথার উপর গিয়ে পড়ছিল এবং ঘাড়,মাথার উপর নাক দিয়ে এমন আচরণ করছিল যেন সে সত্যিই বুঝতে পারছে তার মনিব ভাল নেই। তার স্ত্রীর মধ্যে তেমন কোনো বড় টেনশন দেখা গেলনা। তিনি পাশে ঠাই দাড়িয়ে থাকলেন। কোথাও ফোনও করতে দেখলাম না।
কেউ লোকটার গায়ে হাত দিলনা। বরং হাসপাতালে ফোন করল ম্যানেজার। খানিক পর লোকটাকে একটু শান্ত মনে হল। অবস্থার উন্নতি হচ্ছে মনে হওয়াতে ম্যানেজার তার হাত ধরে বসালো। এবং অনেকক্ষণ পর্যন্ত কথা বলল,প্রশ্ন করল,উত্তরও পাওয়া গেল। ভাল রক্ষন। খানিক পর দেখলাম লোকটা হাসছে। তারমানে ভাল অবস্থা। তারা উঠে চলে গেল। ভাবছিলাম একেবারে মরনের দুয়ার থেকে ফিরে গেল। পাকা রাস্তার উপর পড়ে যাওয়ার পর যদি মাথায় আঘাত লাগে,ব্যাপারটা সাংঘাতিক। আল্লাহ যেন আমাকে হেফাজত করেন সকল বিপদ থেকে। বুড়ো হলে ব্যপক সমস্যা।
একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ তায়ালা বলেন- আমি তোমার শৈশব,কৈশোর পার করিয়ে নিকৃষ্টতম বয়সে( অথবা বার্ধক্যে) উপনিত করি, তবুও কি তুমি বোঝো না ??
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইয়া আল্লাহ ! কি অবস্থা হইয়াছে আপনার একেলা জীবনাতিপাত করিতে করিতে !!! নি:সঙ্গতা আপনার ভারসাম্য নষ্ট করিয়া দিতেছে........ এ যে বড় জটিল রোগে ধরিয়াছে আপনাকে !!!! বিবাহ ব্যতীত এই রোগ লক্ষণ সারানো দুরুহ ব্যাপার .......
ব্রাশের ঘটনা তেমন কোন বআপার না- হতেই পারে
ড.পিয়াস করিম চলে গেলেন- আপনার বুড়ো যেতে যেতে ফিরে এলেন
যার যখন সময় হবে- আগ-পাছ হবেনা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিঊন....
সে জন্যই আল্লাহর রাসুল (সাঃ) অধিক বয়সের ভার থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেছেন ।
আল্লাহ যেন পৃথিবী এবং আখিরাত সকল সময়ে ভাল রাখেন,কখনই কষ্ট না দেন
অনেক ধন্যবাদ সূর্যের পাশে হারিকেন ভাইয়া @
আমাদের বুঝতে অনেক দেরী হয়। তাই আমাদের এই অবস্থা।
জানিনা তখন কোথায় ছিল দৃষ্টি৷
চিন্তাই ছিনতাই হয়ে গিয়েছিল..
হোমিও মতে নাকি এ্রই ভুলে যাওয়া রোগের দাওয়া আছে।
বৃদ্ধ হতে চাইনা। মরতে চাই কাজ করে। আল্লাহ যেন সেই আশা পুরুন করেন।
ভবিষ্যতে যাতে এরকম না হয়, সব কিছুতে স্টিকার লাগায় রাখিয়েন
মন্তব্য করতে লগইন করুন