বাচ্চারা প্রেম করতে চাইলে এখনই সময়। পুরো সমাজ,পরিবার,সাংবাদিক মহল তোমাদের সাথে আছে ফুল,বাদাম,চানাচুর নিয়ে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০১:৪৫ রাত
.....................................রাসেল মাধ্যমিক পাশ করে ভজনপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, দিনাজপুর আইন কলেজ থেকে এলএলবি ও রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। অপরদিকে মর্জিনা উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাসেলের সঙ্গে একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। দুজনেই তাদের জীবনের লক্ষ্য ও প্রেমকে সার্থক করার লক্ষ্যে ছিলেন অটুট। তাই মাস্টার্স পাশের পর পরই অভিভাবকরাও তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন। দিয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি। মহা ধুমধামে এই অসাধারণ প্রেমিক জুটির বিয়ে সম্পন্ন হয়েছে।
ভজনপুর এলাকার মইনুল ইসলাম সরকার বলেন, তারা ঘণ্টার পর ঘণ্টা মাঠে বসে গল্প করতো। কেউ তাদের বিরক্ত করতো না। পারলে কেউ কেউ তাদের জন্য বাদাম, চানাচুর ইত্যাদি কিনে দিয়ে আসতো।
ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘ওরা দুজন নিয়মিত কলেজে আসতো। তাই শিক্ষকদের জন্য যখন নাস্তার ব্যবস্থা করা হতো তখন তাদের জন্যও নাস্তার ব্যবস্থা করা হতো। কারণ, ওরা ক্লাশ শেষে বিকেল পর্যন্ত মাঠে বসে গল্প করতো। ওদের বিয়ের খবর শুনে ভালো লাগলো।’
রাসেলের পিতা খোকন প্রধান বলেন, ‘আমরা কখনই তাদের বাঁধা দেইনি। ওরা দুজনে আমাদের শর্ত পূরণ করেছে। আমরা খুব খুশি হয়েছি।’
মর্জিনা আক্তার বলেন, ‘আমরা দুজনে মিলেমিশে থাকার চেষ্টা করতাম। ছোট থেকে কেউ আমাদের বাঁধা দেয়নি। সবাই আমাদের পবিত্র প্রেমকে স্বীকৃতি দিয়েছে। আমরা অনেক খুশি। সকলে দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি।’
মোনায়েম প্রধান রাসেল বলেন, ‘আমরা এই দীর্ঘ সময়ে মানুষের নানা কথা শুনেছি। কিন্তু ও আমাকে সব সময় লেখাপড়ার জন্য উৎসাহিত করতো, সাহস জোগাতো। তাই আজ আমরা সফল হতে পেরেছি।’ রাসেলের দাবি– মন থেকে দৃঢ় ইচ্ছা থাকলে সব সম্ভব।
স্থানীয়দের মতে– আজকালকার আবহে ভালোবাসা মানে যেন কেবল প্রতারণা বা ছলনায় রূপ নিয়েছে। সে হিসেবে চিরন্তন সত্য, সুন্দর আর পবিত্র ভালোবাসার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে রাসেল-মর্জিনা জুটি।
===============
শিরোনাম করা উচিৎ ছিল- পবিত্র প্রেম। সামনে হয়ত পবিত্র প্রেমের আরও বিষয় উপস্থাপিত হবে। তারপর আসবে পবিত্র লিভটুগেদার এরপর পবিত্র সমকামিতা ....
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যখন ছোট ছিলাম , তখন বাংলা সিনেমাতে দেখতাম , একটা কমন ডায়ালগ ছিলো।
চৌধুরী সাহেব আমাদের এই পবিত্র প্রেমে বাধা দিবেন না
সেখান থেকে এই ভাইরাসে মানুষ আক্রান্ত
বিয়ে-শাদি?? কবরে!!
এই সব একই এক্সসেপশনাল ঘটনা হাজারও অপ্রীতিকর ঘটনার জন্মদায়ক
মন্তব্য করতে লগইন করুন