মরিচ পুড়িয়ে পান্তা খাবেন নাকি ?

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০১:৪৭ রাত



বড় সাইজের ৬টি শুকনো মরিচ পোড়ালাম্। গত রাতে ভাত রান্না করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম্।

পেয়াজ কুচি করলাম। এবার ভাল করে চটকে মেখে নিলাম্। এভাবেই খানিকক্ষন খেলাম্। তারপর মিস্টিকুমড়া রান্না করা ছিল,সেটা মেকে নিয়ে একেবারে কব্জী ডুবিয়ে খেলাম। বেশ মজা !

কিন্তু পূর্বের সেই স্বাদ সেভাবে পেলাম না্ । ছোটবেলায় পান্তাভাত অনেক ভাল লাগত। কৃষকবে ক্ষেতের আইলে বসে খেতে দেখেছি। সে দেখাতেও মজা ছিল। সবকিছু থেকে মজা উঠে গেছে।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268028
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সঠিক কথাই বলেছেন ভাইয়া!
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৬
211828
দ্য স্লেভ লিখেছেন : তবে আর দেরী কেন,পান্তা চলুকHappy
268029
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৩
আবু সাইফ লিখেছেন : কিছুটা গরম থাকতে ভাতে পানি দিলে বেশী স্বাদ হতো

পানির পরিমান বেশী হলেও স্বাদ কমে যায়

লাল চালের পান্তায় বেশী স্বাদ/মজা

আর বলবোনা- জিভে পানি আসছে
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৬
211827
দ্য স্লেভ লিখেছেন : সেটাই করেছিলুমTongue
268045
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৪
ওরিয়ন ১ লিখেছেন : ভাই, খাওয়া দাওয়ার পোস্ট বেশী বেশী হয়ে যাচ্ছে মনে হয়। আপনি যদি ভূরি কমাতে চান, তবে বেশী বেশী গ্রীন টি খান। Happy Happy

২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৫
211826
দ্য স্লেভ লিখেছেন : হুমম,তবে আমার ভুড়ি নাই। আল্লাহ এই অধমের উপর দয়া জারি রেখেছেন Happy
268096
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৮
বুড়া মিয়া লিখেছেন : এখানে তো শীত আসতেছে আসতেছে ভাব ...

এখন খেয়ে অতোটা মজা পাওয়া যাবে না।
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
211872
দ্য স্লেভ লিখেছেন : আরে দূর,কম্বল মুড়ি দিয়ে চারটে খেনে নেন...
268125
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২১
ফাতিমা মারিয়াম লিখেছেন : হায়রে খাদ্যপ্রেমিক!!!!
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৩
212153
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
268154
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহারে!!!
আজকে বৃষ্টি হচ্চে তাই সকালে খিচুড়ি খেলাম।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৪
212154
দ্য স্লেভ লিখেছেন : এখানেও বৃষ্টি শুরু হয়েছে,খিচুড়ীও আছে
268162
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
কাজী লোকমান হোসেন লিখেছেন : ছবিতে দেখি কাঁচা মরিচ Cheer Cheer Cheer
শহুরে বাঙ্গালী পান্তা ভাত একদিনেই খায় আর সেটা পহেলা বৈশাখে Cook Cook Rose Rose ভালো লাগলো ধন্যবাদ Rose Rose
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
211952
দ্য স্লেভ লিখেছেন : কথা ঠিক। আমার যখন ইচ্ছে করে তখন পান্তা থাকে না
268208
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
আফরা লিখেছেন : আমার খুব জানতে ইচ্ছা করছে আপনি খান না কি ? টক,ঝাল , মিষ্টি কোনটাই তো বাদ দেন না দেখছি ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৬
212155
দ্য স্লেভ লিখেছেন : হাড়ি,কড়াই,চামুচ খাওয়া যায়না তাই খাইনা। ...হারাম খাইনা,কিছু কিছু কাবার খেতে ভাল লাগেনা,অবশ্য তার পরিমান কমRolling on the Floor Rolling on the Floor
268349
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : মরিচ পুড়িয়ে পান্তা গরীবরা খায়৷ বড়লোকেরা ইলিশ ভাজা দিয়ে খায়৷ আপনার পাতেও ইলিশ ভাজা রয়েছে৷ দেখে ভাল লাগল৷
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৮
212156
দ্য স্লেভ লিখেছেন : ওটা তো ছবি। আমি খেয়েছি মরিচ পুড়িয়ে....তবে পার্থক্য এই যে-পেটের দায়ে নয় বরং শখে খেয়েছি। পেটের দায়ে খেলে এই পান্তার মজা বেশী হত। আল্লাহ যেন আমাকে অভাব মুক্ত করেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File