মজা পেলুম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ আগস্ট, ২০১৪, ০৮:০৮:৪৯ সকাল
আজ ছুটি ছিল। একজন খাওয়াতে চাইল। বললাম আমার ইচ্ছা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব। গেলাম সেখানে,কিন্তু মসজিদে তালা মারা দেখলাম। নামাজের ১০ মিনিট আগে আসবে খাদেম বা মুয়াজ্জিন। সে অনেক দেরী,এদিকে ফ্রেন্ডের হাতে বেশী সময় নেই তাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার উদ্দেশ্যে চললাম। গেলাম। অনেক পদের মধ্যে পছন্দের জিনিস ছিল বিরিয়ানি আর খাসির মাংসের ঝোল। সাথে ভেজিটেবল পাকোড়া। আমি এখানে অনেক খেয়েছি,এরপর এই ৩ টি খাবার সিলেক্ট করেছি। যখনই খেতে আসি,এই ৩ টিই খাই। বাফে খাবার ১০ ডলার ।
সকালে আমার কিছু খেতে ভাল লাগে না(রাতে যেই খাওয়া খাই তাতে ......) আজ দুপুর ১২টা পর্যন্ত উপোস থাকলাম। বেশ ক্ষুধা লাগল। টানতে থাকলাম ছাগলের মাংস......
আমার বিশ্বাস এক কেজী না হলেও কাছাকাছি পরিমান খেয়েছি। এক কেজী খাসির মাংসের দাম ১৫-১৮ ডলার। তাহলে ওরা আমার থেকে লাভ করেছে ???
ইন্ডিয়ান দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলাম। ফ্রেন্ডকে বললাম অলামেট নদীর তীরে নামিয়ে দিতে। আগেই সাইকেল তার গাড়ির পেছনে রাখা ছিল। সে চলে গেল। আমি মনোরম পার্কের রাস্তায় সাইকেল চালাতে লাগলাম। তারপর নদীর তীরে সাইকেল রেখে হাটলাম নদীর পাড়ে। ভাল লাগল। আজ গরম বেশ কিন্তু হাওয়া আছে। নদীর একটি শাখা পার হলাম হেটে। এখানে হাটু পানি। চকচকে পানি দেখলেই লাফ দিতে ইচ্ছে করে।
ওপারে বেশ কিছুক্ষন হাটলাম। একজনের পোষা কুকুর পানি থেকে উঠে এসে আমার কাছে এসে গা ঝাড়া দিল অার ব্যপক বালি,পানি এসে আমার হাটুর নীচটা প্রায় অন্ধকার করে ফেলল। নতুন কেডস মনে হল মাটিতে পুতে রেখেছিলাম। কুকুরের মালিক সরি বলল। গা জ্বলে গেল,কিন্তু হেসে বিদেয় হলাম। বাচ্চারা নদীর তীরে খেলা করছে। আমি হেটে চললাম ।
নদীর তীরে অনেকগুলো ব্লাকবেরীর গাছ। এটা লতানো কাটাযুক্ত গাছ। এই পলটা খেতে বেশ দারুন। একটু টক-মিস্টি মত। তুলে খেলাম।
বাসার পথ ধরলাম। আসার সময় এমন একটা রাস্তা দিয়ে আসলাম যার একপাশে বেশ কিছু আপেলের গাছ। সেখানে হাজারে হাজারে আপেল ধরেছে। লাল,সবুজ আপেল। আপেলের ভারে গাছের ডাল নীচে নেমে এসেছে। গাছের তলায় হাজার হাজার আপেল। একই অবস্থা পিয়ার নামক একটি ফলের গাছেরও। খাওয়ার লোক নেই। তাই আমিই গিয়ে দু-একটা তুলে খেলাম। অন্যের গাছ থেকে এভাবে খাওয়ার নিয়ম নেই,কিন্তু আমি অত নিয়মের ধার ধারিনা। তবে কিছু আছে বেওয়ারিশ সেসব খেতে বাধা নেই। এরা লোক ভাল,তাই আল্লাহ দুনিয়াতেই এদের প্রতিদান দিয়ে দেন।
নদীর ধার থেকে কয়েক খন্ড পাথর এসেছিলাম। সেটা দিয়ে সরিষা বাটলাম,এরপর কাচা আম কেটে তার সাথে মাখালাম,সাথে কাচা মরিচ এবং একটু হলুদ। লাগল বেশ,তবে এটা কাচামিঠা আম। টক না হলে জমেনা।
এখন শুয়ে আছি,,,,,, হঠাৎ কেন ক্ষুধা লাগল,বুঝলাম না !!! ওহ খেয়েছি সে তো বেশ কয়েক ঘন্টা হয়ে গেল....
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কিরে ভাই পড়ে তো জিভে জল এসে গেলো
মন্তব্য করতে লগইন করুন