দিনটি যেভাবে কাটালাম আনন্দে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৬ আগস্ট, ২০১৪, ০৯:০৭:২২ সকাল
অলামেট রিভার যাওয়ার প্লান ছিল। পূর্বেই নানান খাদ্যদ্রব্য কিনে ব্যাগে ভরলাম। এই নদীর একটি তীর দারুন এক পার্কের পাশে পড়েছে। সুন্দর পার্ক থেকে ঘাসপূর্ণ ভূমি ধীরে ধেরে নেমে গেছে নদীতে। সেখানে ছোট ছোট পাথর বিছানো রয়েছে।
নদীর দু-তীরে ব্যপক গাছপালা। আমার পাশটা বেশ দারুন। এ অংশে নদীর গভীরতা বুক সমান। প্রশস্ত নয় নদীটি,এর শাখা প্রশাখা এদিক সেদিক চলে গেছে। সে এক দারুন দৃশ্য।
আমি নদীর তীরে বসলাম। মৃদুমন্দ বাতাস প্রবাহিত হল। এত চমৎকার তাজা বাতাসে মন ভাল হবেই।
ব্যাগ থেকে এটা ওটা বের করে খেতে থাকলাম। খানিক পর নদীতে ওজু করলাম এবং ব্যাগ থেকে টাওয়ল বের করে যোহরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে দেখলাম দূর থেকে দু একজন তাকিয়ে আছে। এসবে কিছু এসে যায় না। এরা মানুষ ভাল,কাওকে বিরক্ত করেনা।
খানিক পর একপাশে থাকা বুনো ব্লাকবেরী দেখে খুশী হলাম। তুলে খেতে লাগলাম এবং একটা ব্যাগে ভরলাম। শনি,রবীবারে এদিকে বেশ কিছু লোক আসে। আজ ফাকা। পুরোটাই যেন আমার জন্যে।
অামি নদীর তীর থেকে দুই পাথর নিলাম, কারন আম জারিয়ে খাব,তার জন্যে শরিষা বাটা দরকার।
এবার গেলাম স্টোরে, এক বালতি আইসক্রিম,এক গ্যালন দুখ কিনলাম। তারপর এগুলোর সাথে ব্লাকবেরী ব্লেন্ড করে েখলাম। এরপর খাসির মাংস রান্না করলাম। এখনও খাইনি,পেট ভরে আছে।
৮ই আগষ্ট আমার জন্মদিন। এটি পালন করিনা কিন্তু একজন গিফট দিতে চাইল। বললাম দোয়া কর, তাতেই হবে। খানিকপর মনে হল,শুধু দোয়ায় হবে না। তাকে জানালাম একটা বড় সাইজের চিজ কেক দিয়ো,জিনিসটা আমার পছন্দের।
দিনটা ভালই গেল। তা আপনাদের খবর কি ???
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চট্টগ্রামে থাকলে শুটকি ভুনা অথবা মেজবাইন্না দিয়া ভাত খাওয়াইতাম। একবালতি আইসক্রিম মিল্ক শেক একাই খেলেন!!!!
আমার তরফ থেকে আগাম দিলাম ।
আমেরিকার মত একটা দেশে যেখানে গেছেন চাকরি করতে , যেখানে সব কিছুই টাইট শিডিউলে চলে - তো এত সময় কিভাবে বের করেন ঘুরে বেরানোর জন্য?
নুন্যতম যাতায়াতের জন্যই বা এত টাকা কোথায় পান ? আর যেহেতু এসব এলাকায় আপনার আগে আগমন হয় নি তাই আপনাকে এসব জায়গায় নেবার মত এত সময়ই বা কে দেয় ?
আপনার কিছু কিছু ভ্রমন পোস্ট দেখে মনে হয় আপনি সেখানে একজন লং টাইম টুরিস্ট হিসেবে গেছেন । এসব জায়গা তো খুবই এক্সপেনসিভ ।
কেমনে কি ?
আগস্ট মাস এসে গেল লাগছে খুশির ঢেউ,
বলতে পার তোমরা আমায় কারণটা কি কেউ?
শুভ হোক জন্মদিন।
পাঠার মাংশ। ২০ পাউন্ডের উপরে হলে খাওয়া যায় না।
মন্তব্য করতে লগইন করুন