আমেরিকাতে ঈদ কি আগামী কাল হচ্ছে ?

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ জুলাই, ২০১৪, ১২:৩২:৩৩ দুপুর

চান্দালী বাবাজীর প্যাচে পড়লাম্ । এই নিয়ে একটা বড় আর্টিকেল লিখেছিলাম। কিন্তু এখন আমি নিজেই জাতিয়তাবাদী চান্দালী চাচার শিকার। নেটে দেখলাম কানাডা,আমেরিকাতে কাল ঈদ। আবার কাছাকাছি এলাকার মসজিদ বলছে পরশু ঈদ। আমেরিকার একপাশের লোক চাদ দেখলে আরেকপাশে তার সাক্ষ কেন নিলনা বুঝলাম না। ব্লগের চাচারা আওয়াজ দেন,যারা এদিকে আছেন। ঝামেলায় আছি

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249040
২৮ জুলাই ২০১৪ দুপুর ০২:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঝামেলার বিশেষ কিছূ দেখছিনা।কম্যুনিটির সাথে ঈদ করুন!
249071
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:২০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এটাই মুসলিম জাতি বিচ্ছেদের একটি নমুনা।
249079
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩২
হতভাগা লিখেছেন : আপনাদের ভাই লাভই লাভ । বিরাট একটা দেশ । একপ্রান্তে চাঁদ দেখা গেলো তো আরেক প্রান্তে দেখা যায় না ।

তবে ঈদের জন্য যে সরকারী ছুটি বরাদ্দ তা তো দুই দিনই পাচ্ছেন, নাকি ?
249175
২৮ জুলাই ২০১৪ রাত ১০:৫৪
দ্য স্লেভ লিখেছেন : আমার ছুটি আছে,কিন্তু ঈদের জন্যে এখানে সরকারী ছুটি নেই।
249213
২৯ জুলাই ২০১৪ রাত ০৩:১৯
শেখের পোলা লিখেছেন : আজ সোমবার টরোন্টয় ঈদ হচ্ছে৷ বাসায় লোকজনের সারাদিনই আসা যাওয়া চলছে৷ আপনিও আমন্ত্রিত৷ বেশ ভালই দিনটা কাটছে৷ আলহামদু লিল্লাহ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File