মাওলানা ইসহাক খান ভায়ের সাথে থাকুন রমজান মাস জুড়ে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ জুলাই, ২০১৪, ১১:২১:৫৩ সকাল
https://www.youtube.com/watch?v=yTjfzAoKiRs#sthash.6sUE5vuf.dpuf
আমাদের প্রিয় ব্লগার মাওলানা ইসহাক খান ভাই রমজানে লাইট হাউস নামক ইসলামী অনুষ্ঠান পরিচালনা করছেন। আজই আমি ইউটিউবে দেখলাম। এই লোকটি দারুন একজন উদ্যোমী লোক। ইসলামের প্রচার ও প্রসারে সদা নিবেদীতপ্রাণ। তিনি শুধু আল্লাহর কাছেই বিনিময় চান্ । তার আবেদন সকলের কাছে পৌছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা তার উদ্যোগে তৈরী lighthouse.org ভিজিট করুন এবং আলোর মিনার নামক রমজানের অনুষ্ঠান দেখুন। এটা আমার সবিনয় অনুরোধ।
আমি চাই অনেকগুলো বাংলা ব্লগ গড়ে উঠুক,যেটা মুসলিমদেরকে প্রতিনিধিত্ব করবে। আমি জানি ইসলামী ব্যক্তিত্বের রকমফের আছে। অনেকে রাজনীতির সাথে যুক্ত,কিন্তু প্রত্যেকে ইসলামের প্রতিষ্ঠায় যেহেতু কাজ করছে,তাই ছোট খাট মত পার্থক্য ভুলে একে অপরের সাথে থাকুন। মুসলিমের ঐক্যের মধ্যেই কল্যান রয়েছে। কারো মতের সাথে না মিললে চুপ থাকা শ্রেয় অথবা সর্বাধিক সম্মান প্রদর্শন করে নিজের মতটি সুন্দরভাবে উপস্থাপন করা শ্রেয়।
আবারও লাইটহাউসের পক্ষে উকালতি করছি। আপনারা এক দিকে না থেকে চারিদিকে বিরাজ করুন। প্রতিটি স্থান থেকে ইসলামের পক্ষে কথা বলুন। আপনাদের সম্মিলিত কন্ঠস্বরের দাম আল্লাহর কাছে তো আছেই, প্রচলিত শাসকের কাছেও এর আবেদন আছে। মানুষ আপনাদেরকে আশা করছে। জাজাকাল্লাহ খায়রান।
বিষয়: বিবিধ
১৫০৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবার কাছে টাকা চান্দা তুলে করা ব্লগ উনার হলো কিভাবে?
সবার টাকা দিয়ে গড়া ব্লগে সারাক্ষণ নিজের পোষ্ট ষ্টিকী করা কি হালাল?
জাযাকাল্লাহ খাইর।
মন্তব্য করতে লগইন করুন