গত রাতে স্বপ্ন দেখলাম

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ জুন, ২০১৪, ১০:৩৭:৫০ সকাল

রাতে স্বপ্ন দেখলাম। বেশ খানিকটা ভুলে গেছি,তবে যা মনে আছে তা হল:

আমি এক অতি চমৎকার স্থানে গিয়েছি। চারিদিকে চমৎকার পরিবেশ। সামনে একটি দারুন লেক এবং লেকের পাশে তিনটি অতি চমৎকার গাছ। আমি আকাশের দিকে তাকালাম, ওহ সত্যিই দারুন লাগল। চমৎকার হাওয়া বইতে লাগল। সবুজ পরিবেশ। আমি একটি গাছে চড়ে বসলাম। গাছের উপরের ডালে বসে প্রকৃতি দেখতে ভাল লাগছিল। মনে হল যেন চেয়ারে বসে আছি।

দারুন সেই পরিবেশে হঠাৎ দেখলাম আকাশ দিয়ে অনেকগুলো অতিশয় চমৎকার পাখি উড়ে যাচ্ছে। সেগুলো আমার সামনে হয়ে মাখার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এমন পাখি আর কখনই দেখিনি। হঠাৎ পাখি ধরতে ইচ্ছে হল। আমি হাত উচু করলাম মাথা বরাবর,আর অমনি একটা পাখি নীচে নেমে এসে ধরা দিল। আমি পাখিটাকে দেখতে থাকলাম। আমি তাকে আদর করতে থাকলাম। পাখিটা ঘুঘুর চাইতে একটু বড় কিন্তু লম্বাটে ধরনের। খানিক পর অনেক মানুষ গাছে উঠে বসল,আমি বিরক্ত হলাম এবং নীচে নেমে আসলাম।

আজ একটা সুবিশাল কোম্পানীতে চাকুরীর ইন্টারভিউ দিলাম। এদেশে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে মাথার ঘাম সত্যিই পায়ে পড়ে। দুই অফিসার মিলে বহুক্ষণ ধরে নানামুখী প্রশ্নে জর্জরিত করল। আলহামদুলিল্লাহ ভাল করেছি। আল্লাহর কাছে এই চাকুরীটা চাচ্ছি। আপনারা দোয়া করেন,জাতে চাকুরীটা পাই। যদি আল্লাহ এটা না দেন, তবে ভাবব-হয়ত এখানে আমার জন্যে কল্যান ছিলনা। আমি আমার রবের প্রতি সর্বদা সন্তুষ্ট। আপনারা ভাল থাকুন।

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239325
২৭ জুন ২০১৪ সকাল ১১:১৮
চোরাবালি লিখেছেন : আল্লাহ আপনার জন্য অবশ্যই মঙ্গলকর কিছু রেখেছেন।
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
185802
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ Happy
239329
২৭ জুন ২০১৪ সকাল ১১:৩৫
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হতে পেরেছেন, এটাই আপনার জন্য বড় নেয়ামত। আপনার যা পাওয়ার তা আপনি পেয়েই গেছেন। তবে ঘাটে ঘাটে পরীক্ষা আসবে এটা আপনাকে সামলাতে হবে। ভয় নেই! এসব পরীক্ষা নবীদের বেলায়ও ছিল।
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
185801
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ যেন আমার উপর দয়া করেন সর্বদা
239333
২৭ জুন ২০১৪ সকাল ১১:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
185799
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
239341
২৭ জুন ২০১৪ দুপুর ০১:১৫
জেদ্দাবাসী লিখেছেন : আল্লাহ আপনার মনের নেক আশা পুরুন করুন, আমীন।
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
185798
দ্য স্লেভ লিখেছেন : আমিন !
239345
২৭ জুন ২০১৪ দুপুর ০১:৫১
রাইয়ান লিখেছেন : স্বপ্নে যেমন পাখিটি আপনার হাতে ধরা দিয়েছিল , বাস্তবের চাকরি নামক সোনার পাখিটিও আপনার হাতে ধরা দিক ... যে আল্লাহর প্রতি সর্ব অবস্থায় সন্তুষ্ট , আল্লাহ ও তার প্রতি সন্তষ্ট না হয়ে পারেননা ৷ শুভকামনা থাকলো আপনার জন্য !
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
185797
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
239354
২৭ জুন ২০১৪ দুপুর ০২:৪২
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : আল্লাহর কাছে দোয়া করি তিনি যেটা আপনার জন্য ভালো মনে করেন সেটাই যেন দান করেন।
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
185796
দ্য স্লেভ লিখেছেন : আমিন !
239431
২৭ জুন ২০১৪ রাত ০৮:০৫
মনসুর আহামেদ লিখেছেন : ষ্টেট জব হলে পরীক্ষা দিতে হয়। মেধা যাচাইয়ের জন্য। ৭০% পাশ মার্ক তারপর চাকুরীর জন্য ইন্টারভিউ। আর যদি
প্রাইভেট কোম্পানী হয়, তা হলে চাকুরীর ইন্টারভিউ নেয়, অভিজ্ঞতার আলোকে।
ইন্নাশা আল্লাহ চাকুরী পেয়ে যাবেন।
ওখানের, ষ্টেট, সিটি, এবং কাউন্টি হলো
সরকারী প্রতিষ্ঠান। ওখানে অন লাইনে জবে আবেদন করতে পারেন। টেকনিক্যাল বেক গ্রাউন্ড থাকলে তাড়াতাড়ি পেতে পারেন।
২৮ জুন ২০১৪ সকাল ০৯:১৩
185891
দ্য স্লেভ লিখেছেন : রবীবার ফাইনাল ইন্টারভিউ। দোয়া করেন। Happy
239538
২৮ জুন ২০১৪ সকাল ০৯:৪৫
আহ জীবন লিখেছেন : আল্লাহ আপনার উত্তম রিজিকের বেবস্থা করে দিক এই দোয়া করি।


অফ টপিকঃ ভাই স্বপ্নে আকাশ থেইকা পরেন নাই? না পড়লে স্বপ্নে দেখার মজা নাই।
২৮ জুন ২০১৪ রাত ১১:৫৬
186078
দ্য স্লেভ লিখেছেন : আমি স্বপ্নে আকাশে উড়েছি অনেক Happy
২৯ জুন ২০১৪ সকাল ০৬:১৯
186117
লেখার আকাশ লিখেছেন : মহান আল্লাহ আপনার নেক ইচ্ছাগুলো পূরন করুন। অনেক সময় চাইলেও স্বপ্নে উপরের দিকে উড়া যায় না। কেন বলতে পারেন? মাটির প্রতি রুহের টান বেশি হলে কি? দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য।
২৯ জুন ২০১৪ সকাল ১০:৫৩
186151
দ্য স্লেভ লিখেছেন : মুসলিম উম্মাহর জন্যে দোয়া সর্বদা আছে। আপনার জন্যে দোয়া করছি।
239560
২৮ জুন ২০১৪ সকাল ১০:৫৫
প্রেসিডেন্ট লিখেছেন : স্বপ্নে খানাপিনার কথা নাই দেখি।
এই লনঃ

২৮ জুন ২০১৪ রাত ১১:৫৬
186079
দ্য স্লেভ লিখেছেন : খোশ আমদেদ ....আহ পেটের মধ্যে কেমন জানি করছে...
১০
239562
২৮ জুন ২০১৪ সকাল ১০:৫৬
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহর কাছে দোয়া করি যেন আপনার কাঙ্খিত চাকরিটা হয়।
২৮ জুন ২০১৪ রাত ১১:৫৭
186080
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ, আমিন Happy
১১
239577
২৮ জুন ২০১৪ সকাল ১১:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া সেই পাখিটা ততক্ষনাৎ কাবাব হয়ে যখন আপনার হাতে আসলো।
আর তখনি নিচ থেকে উঠা রাহ'বার পুরো পাখিটা খেয়ে ফেললো।
ইয়াম্মি।
জাজাকাল্লাহ ।
আপনার চাকুরীটা হোক দোয়া করি।
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০২
185986
আহমদ মুসা লিখেছেন : রিপোর্ট করার মত কি অন্যায় করলাম আমি?
২৮ জুন ২০১৪ রাত ১১:৫৭
186081
দ্য স্লেভ লিখেছেন : চকুরী হলে ওই পাখিটাকে আপনার বরাবর পাঠাবো(স্বপ্নে)Rolling on the Floor Rolling on the Floor
২৯ জুন ২০১৪ রাত ১২:০০
186082
দ্য স্লেভ লিখেছেন : আহমেদ মুসা ভাই: বুঝলাম না। আমি জীবনেও কারো ব্যাপারে রিপোর্ট করিনি। কাহিনী কি খুলে বলেন Happy, জামা খুলতে বলিনি....বিষয় খুলে বলেন...
২৯ জুন ২০১৪ সকাল ১১:২৮
186153
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :


হা হা হা
গ্যাঞ্জাম তো দেখি ভালভাবেই লাগছে!!! আমি এখানে আর নেই, মুই গেলাম চইল্যা!!!
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২০
186168
আহমদ মুসা লিখেছেন : হাহাহা, জঠিলতা সৃষ্টি করেছে আওণ রাহবার, তিনি আমার কমেন্টে লিখেছেন রিপোর্ট করবো Happy Happy Happy Love Struck ???
আমিও তার কমেন্ট বক্সে কথাটার উত্তর না লিখলে হয়তো সে আমার দেয়া প্রতি উত্তর জানতে পারতো না, তাই আমি তার কমেন্ট বক্সেই প্রতি উত্তর দিয়েছি। এটা অবশ্য ব্লগের সমস্যা। ব্লগারের সমস্যা নয়। কারো প্রতি উত্তরের নিচেই যদি অন্য কারো উত্তর লিখে তখন সংশ্লিষ্ট ব্লগারের নোটিশ বোর্ডে উত্তরটা শো করে না। এ জন্যই আমি তার মন্তব্যের ঘরে কথাটা লিখেছি। আশা করি এবার বুঝাতে পেরেছি। ধন্যবাদ উভয়কেই
১২
239689
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : একটি বিশেষ বিজ্ঞপ্তি
এখানে খাদ্যের বিনিময়ে দোয়া বিতরণ করা হয়। যাদের দোয়ার প্রয়োজন তারা তারাতারি যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়ঃ
............
............
............
২৯ জুন ২০১৪ রাত ১২:০১
186083
দ্য স্লেভ লিখেছেন : হুম..ঠিকানা দেখা যাচ্ছেনা,,,,তাই খাদ্য নেই,মানে শেষ করেছি....দোয়া চালান ,,,নইলে আমি কইলাম এখন থেকে গ্যাঞ্জাম লাগাবো....Rolling on the Floor Rolling on the Floor
১৩
239692
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
আহমদ মুসা লিখেছেন : রাইয়ান লিখেছেন : স্বপ্নে যেমন পাখিটি আপনার হাতে ধরা দিয়েছিল , বাস্তবের চাকরি নামক সোনার পাখিটিও আপনার হাতে ধরা দিক ... যে আল্লাহর প্রতি সর্ব অবস্থায় সন্তুষ্ট , আল্লাহ ও তার প্রতি সন্তষ্ট না হয়ে পারেননা ৷ শুভকামনা থাকলো আপনার জন্য !
রিপোর্ট করুন
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
185985
আওণ রাহ'বার লিখেছেন : রিপোর্ট করবো Surprised Surprised Surprised Tongue Tongue Tongue Broken Heart ???
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
185988
আওণ রাহ'বার লিখেছেন : হা হা হা হা ভুলে আপনি রিপোর্ট এর কথা বলেছেন।
শুভকামনা থাকলো আপনার জন্য !রিপোর্ট করুন

২৯ জুন ২০১৪ রাত ১২:০২
186084
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১৪
239767
২৮ জুন ২০১৪ রাত ০৮:৫৭
সাদিয়া মুকিম লিখেছেন : আল্লাহ আপনার দোআ কবুল করুন!

২৯ জুন ২০১৪ রাত ১২:০২
186085
দ্য স্লেভ লিখেছেন : আমিন, তাইলে আপনি বেচে অছেন বোঝা গেল Happy আল্লাহ আপনার কল্যান করুক
১৫
239910
২৯ জুন ২০১৪ সকাল ১০:৪৩
টোকাই বাবু লিখেছেন : আল্লাহ আপনাকে অতি শীঘ্রই আপনার কাংখিত চাকুরী দিবেন। ইনশাআল্লাহ
২৯ জুন ২০১৪ সকাল ১০:৪৯
186149
দ্য স্লেভ লিখেছেন : আমিন !!! খুব খুশী হলাম
১৬
240349
৩০ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
আফরা লিখেছেন : আল্লাহ আপনাকে আপনার কাংখিত চাকুরী পাইয়ে দেন এই দুয়া রইল ।
০১ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৩
186568
দ্য স্লেভ লিখেছেন : পেয়ে গেছি আলহামদুল্লিাহ Happy। বহু সংখ্যক আমেরিকানকে পেরিয়ে চাকুরিটা পেলাম। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File