দিনটা দারুন কাটল Happy

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ জুন, ২০১৪, ১১:২২:০৯ সকাল



আজ এবং আগামীকাল বন্ধ। সকালে ২য় ইনিংসের ঘুম থেকে ১০টায় উঠলাম। তারপর নেটে ঢুকলাম। ১২টা পর্যন্ত থাকলাম, ক্ষুধা লাগল। সামনে দেখলাম বড় এক কেক। বেশ খানিকটা সাবাড় করলাম। নতুন একটা চাকুরীর জন্যে দৌড়াচ্ছি,সে কাজে দৌড়াতে যাব। .....এমন সময় এক বন্ধুর সাথে রাস্তায় দেখা। সে হর্ণ বাজিয়ে আমার দৃষ্টি আকর্ষন করল। সাইকেল টা বাসায় রেখে তার গাড়িতে চড়লাম।

কর্ভালিসে ভারতীয় এক স্টোরে গিয়ে রমজানের কেনাকাটা করলাম। তারপর এক ভারতীয় রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম। ততক্ষনে পেটের কেকটি মোটামুটি ভ্যানিশ হয়ে গেছে। সব ভারতীয় রেস্টুরেন্টই হালাল মাংস রান্না করে। অনেক আইটেমের ভেতর থেকে পোলাও,খাশির মাংস আর ভেজিটেবল ফ্রাইটা বেশী পছন্দ হল। এবার এমন খাওয়া খেলাম যে, নিশ্চিত মনে হল ওরা আমার কাছ থেকে লাভ করতে পারেনি।...

দুটো বাইকের দোকানে গেলাম। কিন্তু ভাল সাইকেলের দাম ৫৫০ থেকে ৩০০০ ডলারের মধ্যে। কত রকমের সাইকেল যে দুনিয়ায় আছে,তা না দেখলে বোঝা যাবেনা। কিন্তু দামের ব্যাপারটি নিছক বাড়াবাড়ি। তবে সাইকেলগুলো দেখলেই পছন্দ হবে। একেবারে চকলেট মার্কা জিনিস। .....

চলে গেলাম লেবানন। সেখানে অপেক্ষাকৃত কম দামে চিত্রের সাইকেলটি কিনে নিলাম। একটা পুরোনো সাইকেল আছে,তা দিয়ে কাজও চলছিল। কিন্তু হঠাৎ করে নিজেকে সামলাতে পারলাম না। এর চাকা একেবারেই চিকন এবং বড় আকৃতির,গতি বেশ। আমি আজ বিকেলে চালালাম। আহ যা মজা লাগল !!!

বিকেলে পার্কে দৌড়ালাম বেশ খানিকক্ষন। বেশ ক্ষুধা লেগেছে। আজ রান্না হবে ছোলার ডাল আর ডিম। আহ ভাবতেই আরাম লাগছে। পকেটে তেমন পয়না না থাকলেও যে জীবনটাকে আনন্দে উপভোগ করা যায়,তা আমাকে দেখে শেখা উচিৎ মানুষের Happy । আমি মানুষিকভাবে প্রচন্ড ধরনের সুখী একজন মানুষ। দু:খের ঘটনা ঘটেনা তা নয়, কিন্তু পাত্তা দেইনা। আমি আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে সর্বদা সুখী। শুকরিয়া জানানোর ক্ষেত্রে আমার মারাত্মক সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ আমার উপর সর্বদা শুধু দয়াই করেন। আমি আল্লাহর প্রতি মারাত্মক সন্তুষ্ট। তিনি যেন আমাকে একাল,ওকাল,সবকালে সুখী ও শান্তিতে রাখেন। Happy

আপনাদের সকলের জন্যে দোয়া রইল।

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238654
২৫ জুন ২০১৪ সকাল ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নতুন সাইকেল এর আকিকা করলেন ছোলার ডাইল আর ডিম দিয়া।
২৬ জুন ২০১৪ রাত ০২:১৯
185433
দ্য স্লেভ লিখেছেন : আমার অনেক লেখায় দেখী আপনি আগে কমেন্ট করেন। যান, শুধু আপনারই দাওয়াত। অন্য কেউ আসলে তাকে তাড়ানোর দায়িত্ব আপনার Happy
238663
২৫ জুন ২০১৪ সকাল ১১:৪৪
জোনাকি লিখেছেন : আমীন। মনভালো করা সুন্দর লেখা।
২৬ জুন ২০১৪ রাত ০২:২০
185434
দ্য স্লেভ লিখেছেন : ৩৬৫/৩৬৬ দিনই আল্লাহ আমাকে ভাল রাখেন Happy আমি প্রচন্ডভাবে সুখী মানুষ। যে কোনো সময়ই আমি সুখী Happy
238664
২৫ জুন ২০১৪ সকাল ১১:৪৮
শফিক সোহাগ লিখেছেন : সবার সবসময় কাটুক সুখ ও শান্তির সাথে...।
২৬ জুন ২০১৪ রাত ০২:২১
185435
দ্য স্লেভ লিখেছেন : আমিন
238666
২৫ জুন ২০১৪ সকাল ১১:৫১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সাইকেল চালানো আমার খুবই প্রিয় সখের একটি। একবার সখ করে গ্রামের বাড়ি থেকে ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে চট্টগ্রাম শহরে উপনীত হয়েছিলাম। পথে পথে কতবার খানা খেতে হয়েছিল, সে কাহিনী নাই বললাম।

কলেজ জীবনে বিভিন্ন নামের সাথে, নামকরা সাইকেল মেকানিকের পদবী টাও পেয়ে যাই। দুই ঘন্টার মধ্যেই একটি সাইকেল কে পুরোপুরি খুলে বাধাই করতে পারতাম। কলেজ জীবনের দুই ঘন্টা ছুটির ফাঁকে, একটি নামকরা গ্যারেজে রক্ষিত কলেজ ছাত্রদের সাইকেল গুলো মেরামত করে দিতাম। পরে কলেজের ক্লাশে যোগ দিতাম। সাইকেল মেরামতের পয়সা দিয়ে ছাত্রজীবনে রাজার হালতে চলতাম।

একদা আবুধাবীতে একটি সুন্দর সাইকেল দেখে দাম জিজ্ঞাসা করে আমি যেন বেকুপ হয়ে গেলাম। দাম বল ২২ হাজার দেরহাম, কোন ডিসকাউন্ট দেওয়া যাবেনা। বাংলাদেশে যার বর্তমান মূল্য দাড়ায় ৪ লক্ষ ৬৮ হাজার টাকা মাত্র!
২৫ জুন ২০১৪ দুপুর ০২:২০
185169
সুমাইয়া হাবীবা লিখেছেন : গিনেসওয়ালাদের সাথে যোগাযোগ করেন নাই ক্যান! :Thinking :Thinking :Thinking আম্লীগ করেন না মুনে হয়!!!Surprised Surprised Surprised
২৬ জুন ২০১৪ রাত ০২:২৩
185436
দ্য স্লেভ লিখেছেন : দারুন ব্যাপার ভাই। আর @ সুমাইয়া, আমার ব্লগে ফোড়ন কাটা নিষেধ। ফোড়ন কাটলেই কিন্তু একগাদা সাপের ছবি দিয়ে ব্লগ লিখব এবং আপনাকে ইনভাইট করব Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
238680
২৫ জুন ২০১৪ দুপুর ১২:০১
আবুনোভা লিখেছেন : আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। তিনি যেন আমাকে একাল,ওকাল,সবকালে সুখী ও শান্তিতে রাখে। আমীন।
২৬ জুন ২০১৪ রাত ০২:২৪
185437
দ্য স্লেভ লিখেছেন : আমিন
238681
২৫ জুন ২০১৪ দুপুর ১২:০৫
প্রবাসী আশরাফ লিখেছেন : আসলেই সুখী হতে খুব বেশি পয়সা লাগনা...মানসিক সুখটাই আসল। জীবন চলার চাহিদা কম থাকলে এমনিতেই মানসিক সুখ মনতে উতলা করে। সাইকেলটি দেখতেও বেশ লাগছে। ইচ্ছে করছে এখনি পেডেল চাপিয়ে হাওয়া ভেসে যাই Love Struck Love Struck Love Struck

২৬ জুন ২০১৪ রাত ০২:২৪
185438
দ্য স্লেভ লিখেছেন : জিনিসটা বেশ দারুন ভাই। আসেন, চালান Happy
238683
২৫ জুন ২০১৪ দুপুর ১২:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ জুন ২০১৪ রাত ০২:২৫
185439
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
238698
২৫ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সাইকেলের চাকা দু'টো দেখতে জিলাপীর মতো লাগছে। আমার সন্দেহ অইতাছে যদি যাত্রা পথে হটাৎ পেটে ক্ষিদা লেগে যায় তখন আবার সাইকেলের চাকা দু'টোই খাওয়া শুরু করে দেন কিনা।
বলা তো যায় না আইজ্যাক নিউটনের মত নিজের স্ত্রীর হাতটাও খাওয়া শুরু করে না দেন যেন আবার!!
২৫ জুন ২০১৪ দুপুর ০২:২১
185170
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ জুন ২০১৪ রাত ০২:২৬
185440
দ্য স্লেভ লিখেছেন : গ্যাঞ্জাম, সাবধান !! ব্লগে কোনো গ্যাঞ্জাম চলবে না। আমি ডায়েট কন্ট্রোল করছি।,,,তবে একটু আগে বড় এক প্লেট ভাত আর সোলার ডাল,ডিম খাইছি...এখন আম খাচ্ছি...
238725
২৫ জুন ২০১৪ দুপুর ০২:২২
সুমাইয়া হাবীবা লিখেছেন : দেখা যাক সুখ কয়দিন টেকে...বায়ো তো হাতে পাই তারপর দেখমুয়ানে! Smug Smug Smug
২৬ জুন ২০১৪ রাত ০২:২৭
185442
দ্য স্লেভ লিখেছেন : পিটানোর পায়তারা করছেন নাকি ??? দৌড় দেব কইলাম....Smug Smug Smug Smug
২৬ জুন ২০১৪ রাত ১০:৪৮
185673
সুমাইয়া হাবীবা লিখেছেন : দ্যান। সমস্যা নাই। যাবেন আর কদ্দুর!! Smug Smug Smug
১০
238731
২৫ জুন ২০১৪ দুপুর ০২:৪২
আব্দুল গাফফার লিখেছেন : সাইকেলের কথা শুনে অনেক কিছুই মনে পডে গেল।আপনার জন্য শুভকামনা রইলো ।
২৬ জুন ২০১৪ রাত ০২:২৮
185443
দ্য স্লেভ লিখেছেন : শূভকামনা রইল
১১
238740
২৫ জুন ২০১৪ দুপুর ০৩:১১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো লিখাটি
২৬ জুন ২০১৪ রাত ০২:২৮
185444
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১২
238746
২৫ জুন ২০১৪ দুপুর ০৩:২৮
ছিঁচকে চোর লিখেছেন : ভালো লাগলো বিশেষ করে শেষে এসে। আমার সাথে আপনার কিছুটা মিল রয়েছে। কারণ আমি সর্বদা যে অবস্থায় থাকি তাতেই সন্তুষ্ট থাকি। Rose
২৬ জুন ২০১৪ রাত ০২:২৯
185445
দ্য স্লেভ লিখেছেন : বাহ দারুন। তবে নামটা যেন,নাম হিসেবেই থাকে....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩
238762
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : অতি চমৎকার! শেষের কয়েকটা লাইন অসাধারণ। আপনি দেশে আসলে আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে ভাই। আপনার ফেসবুক আইডি থাকলে দিতে পারেন।
২৬ জুন ২০১৪ রাত ০২:৩০
185446
দ্য স্লেভ লিখেছেন : আপনার আন্তরিকতার জন্যে ধন্যবাদ। দেখা করা যাবে। কিন্তু ফেইসবুকে আমি খুব একটা আসিনা। মাত্র কয়েকজনের সাথে কথা হয়।
১৪
238764
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৩
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ।
২৬ জুন ২০১৪ রাত ০২:৩০
185447
দ্য স্লেভ লিখেছেন : হুমম ঠিক আছে...
১৫
238767
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫২
আহমদ মুসা লিখেছেন : এক সময়ে বাই সাইকেল চালানোর প্রচন্ড নেশা ছিল যখন বাবার হোটেলে খেতাম। এ জন্য অনেক বকাঝকা থেকে শুরু করে মারধোর পর্যন্ত অনেক কিছুই ফ্রি খেতে হয়েছে। এখন আমার বড় মেয়ে বায়না ধরেছে তাকে একটি বাই সাইকেল কিনে দেয়ার জন্য। মাঝে মধ্যে চিন্তা করি শৈশবে যে সব জিনিস বাবা মা থেকে ফ্রিতেই খেয়েছি তা নিজের সন্তানদের উপর চালিয়ে দিবো। কিন্তু পারি না।
২৬ জুন ২০১৪ রাত ০২:৩২
185448
দ্য স্লেভ লিখেছেন : হুমম দেন কিনে একখান...চালাক, তবে বাড়ির আশপাশে
১৬
238779
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:২০
ভিশু লিখেছেন : খুব ভালো জীবন আপনার!
চলুন সবসময় মহান আল্লাহর শুকরিয়া আদায় করি! তিনি বলেন:
ফাজকুরুনি আযকুর্কুম...
Praying Angel Good Luck Happy Rose
২৬ জুন ২০১৪ রাত ০২:৩২
185449
দ্য স্লেভ লিখেছেন : আমি আল্লাহর উপর সন্তুষ্ট Happy
১৭
238795
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৩৮
স্বপন২ লিখেছেন : চমৎকার লেখা।
৩০০০ ডলারের মধ্যে একটা ভাল গাড়ী পেয়ে
যেতেন। আপনার ওখানে বাইক পাথ রয়েছে কিনা জানি না। অনেক ষ্টেটে বাইক পাথ রয়েছে। কোন কোন ষ্টেটে নেই। সাইড ওয়াকের উপর দিয়ে চালাতে হয়। রাস্তা দিয়ে চালানো বিপদ জনক। যে কোন সময় জীবন নামক যন্ত্র নিভে
যেতে পারে।
২৬ জুন ২০১৪ রাত ০২:৩৪
185450
দ্য স্লেভ লিখেছেন : এখানে সবগুলো রাস্তায় বাইক পাথ আছে। আর আমি এত দামে সাইকেল কিনিনি। আমারটার দাম ৩৯৯ডলার। ডিসকাউন্টে কিনেছি।
১৮
238803
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
আহ সাইকেল উহ সাইকেল
চড়লে সাইকেল মজা
মাঝে মাঝে এক্সিডেন্টে
পড়লে ভাংগে মাঝা।
২৬ জুন ২০১৪ রাত ০২:৩৫
185451
দ্য স্লেভ লিখেছেন : সাইকেল নিয়ে আইফেলের উপর উঠলে মাজা না ভেঙ্গে পারে ???
১৯
238808
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
মনসুর আহামেদ লিখেছেন :

অরগনের সবচেয়ে বড় বাইক সড়ক। ২১ মাইল লম্বা। স্বপন ভাইয়ের সাথে একমত। রাস্তায় ট্রাফিক খুব বেশী। মেপ দেখুন। লেখা খুব ভাল হয়েছে। ইন্ডিয়ান বাফে খুব ভাল, আমাদের এখানে
$১৫ ডলারের মত।

২৬ জুন ২০১৪ রাত ০২:৩৬
185453
দ্য স্লেভ লিখেছেন : খাবারের চিত্র দিয়েই তো ফেললেন বিপদে...
২০
238825
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ইস্‌! যদি কয়েক দিন আগে বলতেন! আমার মাউন্টেন বাইকটা সেদিন পানির দরে একজনের কাজে বেচে দিলাম।

আমি নিজে খুব একটা ভাল সাইক্লিষ্ট নই। তবে মাঝে-মাঝে গন্তব্যহীনভাবে প্যাডেল মারতে ভালই লাগে।
২৬ জুন ২০১৪ রাত ০২:৩৭
185454
দ্য স্লেভ লিখেছেন : মাউন্টেন বাইক আমার আছে। এইটা হল রোড বাইক,আহ যা দারুন না !!....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File