একটা অপ্রীতিকর ঘটনা শুনুন

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ জুন, ২০১৪, ১২:২৩:২০ দুপুর



আমার আব্বার সাথে হিন্দুদের সম্পর্ক সর্বদা উষ্ণ ছিল। ৭১ এ এলাকা এবং আশপাশের এলাকার বহু হিন্দুকে তিনি সাহায্য করেছেন,যখন তাদেরকে লুটপাট করা হচ্ছিল তখনও আমার অঅব্বা সাহায্য করেছেন। পরবর্তীতে তাদেরকে এলাকায় প্রতিষ্ঠিত করা এবং অর্থনৈকিভাবেও সাহায্য করেছেন। চাদাবাজ,মাস্তানদের হাত থেকেও রক্ষা করতে সাহায্য করেছেন।

আমার আব্বার প্রিয় কিছু হিন্দু শুভাকাঙ্খি ছিল,যারা আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত ছিল। সুখে দুখে তারা কাছাকাছিই ছিল। এদের একজন ছিল স্থানীয় বড় মুদী দোকানের মালিক। লোকটিকে এবং তার পরিবারকে আমার আব্বা ব্যপক সাহায্য করেছেন। আমার আব্বার নিয়ম ছিল বাকী নেওয়া,তারপর হালখাতায় শোধ করা। এই হিন্দু শুভাকাঙ্খির দোকান থেকে তিনি বাকী নিতেন।

২০১০ সালে অাব্বা মারা যাবার পর এই লোকটি তাকে দেখতেও আসল না। অথচ পারিবারিক অনুষ্ঠানে এলাকার প্রভাবশালী হিন্দুরা আসত। তাদের সম্মানার্থে আমার ভাইয়ের বিয়েতে অঅব্বা গরু জবাই করেনি। বরং মুরগী,খাশি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল সকলকে্ । লোকটি না আসাতে সমস্যার কিছু দেখিনি। কিন্তু লোকটি কয়েকদিন পর বলল,আমার আব্বা ....পরিমান টাকার বাকী জিনিসপত্র নিয়েছে। টাকার পরিমান শুনে বুঝলাম এটা মিথ্যা। মুদী দোকানে এতটাকা বাকী হতে পারেনা। তারপরও আমরা সে টাকা পরিশোধ করে দেই। এ বিষয়ে আমি লিখতাম না। কেন লিখছি তা নীচে দেখুন।

আজ ২২শে জুন,২০১৪। বাড়িতে ফোন দিলাম, আমার মা জানালো-তোর বাপের হিন্দু বন্ধুটা বলেছে- যে টাকার পাওনা ছিল সেটা শোধ হয়েছে বটে কিন্তু উক্ত টাকার উপর গত ৪ বছরের সূদ হয়েছে...... এত টাকা। আমি শুনে আসমান থেকে পড়লাম। যে টাকা শোধ হয়ে যায়,তার সূদ অবশিষ্ট থাকে কিভাবে ??

আমার আব্বার সকল বন্ধু ও শুভাকাঙ্খিদের সাথে আমরা সুআচরণ করি। তাকে এই কথার জবাব এখনও দেওয়া হয়নি। আমার বড় বোন মনে হয় ওর খবর করে ছাড়বে। ..... হোয়াট এ শুভাকাঙ্খি !!!

আরেক হিন্দুর কাহিনী হচ্ছে। আমার আব্বা মারা যায় সকাল ৯.৩০ এ। চারিদিকে খবর ছড়ানোর পর সকাল ১১টায় এক হিন্দু এসে আমার মায়ের সাথে দেখা করে এবং বলে-আমি তার কাছে....এত টাকা পাই। তবে টাকাটা এক্ষুনি দিতে হবে এমন না। আপনি কালকে দিয়েন। আমি আজ এসেছি ভাইয়ের লাশটা দেখতে।.........

আমি কিছু বলব না। আপনারা পারলে মন্তব্য করেন। ......কাফির-মুশরিকদের সাথে আল্লাহ বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। আমার পিতা তাদের সাথে সুসম্পর্ক রাখতেন এবং সর্বদা সাহায্য করতেন। সে অর্থে বন্ধু তারা ছিলনা,যাতে তাদের আদর্শে অনুপ্রানিত হতে হয়। আমার পিতার জন্যে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাকে যেন ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আপনারাও দয়া করে দোয়া করেন।

কথাটা শোনার পর খারাপ অনুভূতীর সৃষ্টি হচ্ছে ভেতরে......পৃথিবীতে উত্তম বন্ধুর উপর নিয়ামত নেই....

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237143
২১ জুন ২০১৪ দুপুর ০১:০৩
প্রেসিডেন্ট লিখেছেন : এরা এমনই ছোঁচা। উদারতাকে এ ছোঁচা রা দুর্বলতা ভাবে।
২২ জুন ২০১৪ সকাল ০৮:০৮
183936
দ্য স্লেভ লিখেছেন : মনে হয় তাই
২২ জুন ২০১৪ সকাল ০৯:৩৯
183960
আহ জীবন লিখেছেন : এখন কেমন আছেন আপনি?@ প্রেসিডেন্ট ভাই।
237144
২১ জুন ২০১৪ দুপুর ০১:০৪
ইবনে হাসেম লিখেছেন : এ হিন্দুটা মনে হয় শুধু হিন্দু না, সে আওয়ামী লীগ ও। কি ঠিক বললাম??
২২ জুন ২০১৪ সকাল ০৮:০৭
183934
দ্য স্লেভ লিখেছেন : প্রায় ৯৮% হিন্দুই বোধহয় আওয়ামী। হ্যা তারা সবাই আওয়ামী
237145
২১ জুন ২০১৪ দুপুর ০১:০৫
ইবনে হাসেম লিখেছেন : আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, আমীন।
২২ জুন ২০১৪ সকাল ০৮:০৮
183937
দ্য স্লেভ লিখেছেন : আমীন
237153
২১ জুন ২০১৪ দুপুর ০১:৪৭
২২ জুন ২০১৪ সকাল ০৮:০৮
183939
দ্য স্লেভ লিখেছেন : Worried Worried Worried
237164
২১ জুন ২০১৪ দুপুর ০২:১৯
আল সাঈদ লিখেছেন : হিন্দুরা কখনো ভাল বন্ধু হতে পারে না। ভুরি ভুরি বাস্তবা তা আছে। আপনার আব্বাকে আল্লাহ জান্নাত দান করুন।
২২ জুন ২০১৪ সকাল ০৮:০৯
183940
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
237165
২১ জুন ২০১৪ দুপুর ০২:২৩
সান বাংলা লিখেছেন : ওরা কাছিমের স্বভাব জাত,আপনি যখন একটু ডিল দিবেন মাথা বাহির করে এগিয়ে আসবে একটু টাইট দিয়ে দেখুন চুপ-চাপ মাথাটা ভিতরে নিয়ে যাবে।
কাউট্টা খোর ওরা,ওদেরকে কোন কারনেই প্রশ্রয় দিতে নাই।
২২ জুন ২০১৪ সকাল ০৮:০৯
183941
দ্য স্লেভ লিখেছেন : আমি তাদের সাথে যোগাযোগ রাখিনা।
237194
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই স্বাভাবিক। বিশেষ করে মহাজনি মানসিকতার মানুষগুলির মধ্যে।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১০
183942
দ্য স্লেভ লিখেছেন : হুমম
237200
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
আফরা লিখেছেন : আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, আমীন ।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১০
183943
দ্য স্লেভ লিখেছেন : আমির, জাজাকাল্লাহ
237203
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আল্লাহ্ আপনার বাবাকে যেন ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। Praying Praying আমার বাবা'র জন্যও দোআ করুন, উনিও কবরবাসী।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১১
183945
দ্য স্লেভ লিখেছেন : আমিন, আপনার বাবার জন্যেও একই দোয়া
১০
237217
২১ জুন ২০১৪ বিকাল ০৪:১৫
ছিঁচকে চোর লিখেছেন : ভালো লাগলো আপনার আব্বা সত্যি অসাধারণ।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১১
183946
দ্য স্লেভ লিখেছেন : জি ঠিক,দোয়া করেন
১১
237227
২১ জুন ২০১৪ বিকাল ০৪:৩১
মহসিন মল্লিক লিখেছেন : আমি বলবো না সকল হিন্দুরাই একরকম। উপরোক্ত গুনাবলী অনেক নামধারী মুসলিমদের মধ্যেও আছে, তবে ঐ হিন্দুদের আচরন সত্যিই হতাশাজনক। আপনার আব্বার রুহের মাগফিরাত কামনা করছি।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১১
183947
দ্য স্লেভ লিখেছেন : আমিন
১২
237228
২১ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
চোরাবালি লিখেছেন : আমার দাদা ৫০টাকা ধার নিয়ে ছিল তার এমনই এক বন্ধুর কাছ থেকে সহজ সরল বলে এবং সেই বন্ধু সাড়ে তিনবিঘা জমির কাগজ রেখেছির এই বলে যে, মরা বাঁচার কথা তো বলা যায় না।

আর ধার কিন্তু উনাকে অনেকটা জোর করে দেয়া হয়েছিল (দাদির ভা্ষ্যমতে)।

পরের বছর যখন ১৯৭০ এ যখন বন্যা হয়েছিল আমাদের এলাকায় তখন তিনি চাপ দিয়েছিল আকার জন্য সুদে আসলে। টাকা যোগারও করেছিল কিন্তু ততদিনে তিনি জমি বিক্রি করে দিয়েছিল অন্য জনার কাছে।

উনি দেশান্তরী হয়েছেন ১৯৭১এ আসেন নাই আর।

আমরা একটা প্রবাদ বলি ওজ (গরুর ভুরি) হয় টা গোস্ত আর হিন্দু হয় না দোস্ত।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১৩
183949
দ্য স্লেভ লিখেছেন : ওরা সুযোগ পেলে এসব করে
১৩
237241
২১ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
সন্ধাতারা লিখেছেন : মহান রাব্বুল আলামিন তামাম জগতের কবরবাসী সকল বাবাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ। আমীন। এসব লোভী ব্যক্তিকে শিক্ষামূলক কিছু প্রতিদান দেয়া দরকার। যাতে অন্যরা নিরাপদ থাকে।

ব্যক্তিমতঃ
বন্ধু নির্বাচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলের জন্য। এ ব্যাপারে সবার সচেতন দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। এই পোষ্ট থেকে আমরা সকলেই যেন শিক্ষা গ্রহণ করি। একটি সাপ কামড় দিলে একজন মানুষের জীবন জিন্দেগী খতম হয়ে যায় কিন্তু একজন খারাপ বন্ধু এহকাল এবং পরকাল দু’টাই নষ্ট করতে পারে। বিষয়টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১৪
183950
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১৪
237242
২১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : মেজাজ খারাপ হওয়ার মতো ঘটনা! ধৈর্য্য ধারণ করুন এবং আগামীতে এমন লোকদের সাথে লেনদেন না করার সিদ্ধান্ত নিন।
বাস্তবতা হলো- কেবল হিন্দু নয়, নামধারী মসুলমানদের মধ্যে এর চেয়েও জঘন্য কিসিমের নরাধম আছে।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১৪
183951
দ্য স্লেভ লিখেছেন : সত্য বলেছেন
১৫
237274
২১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
পুস্পিতা লিখেছেন : মাঝে মাঝে আসলেই এই ধরনের দুঃশ্চরিত্র লোকের দেখা মেলে।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১৬
183952
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আমাকে অতি উত্তম মানের বন্ধু দান করেছেন। তারা আমার সাথে অতি উত্তম আচরণ করেছেন। আমিও সেরকম আচরণ করি। খারাপ লোকের দেখা পেয়েছি কিন্তু আমার বন্ধুদের মধ্য থেকে নয়
১৬
237290
২১ জুন ২০১৪ রাত ০৮:১৭
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : খুব খারাপ লাগলো এবং কিছুটা রাগ উঠে গেল। ঐ লোকটার ঠিকানা দিন, আমরা যারা বাংলাদেশে আছি তারা ওর একটা বিহিত করবোই ইনশাআল্লাহ, ওর ঠিকানা দিন। আসলে হিন্দুদের ধর্মীয় বইতে কোন দিকনির্দেশনা নেই তাই এরা মানুষ ঠকিয়ে কোন পাপবোধে ভোগে না। সিরাজউদ্দৌলাও মানিক চাঁদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। আপনার আব্বার জন্য দোয়া রইল, আপনার পরিবারকে আমাদের সালাম দিবেন।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১৮
183953
দ্য স্লেভ লিখেছেন : কয়েকদিন পর আবার বড় বোন বাড়িতে যাবে, তখন তিনি বিষয়টা দেখবেন। স্থানীয় এমপি আমার আব্বার বন্ধু, তিনি মনে হয় ফোন করবেন। আপনার আন্তরিকতার জন্যে এবং দোয়ার জন্যে ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে ওয়া আলাইকুম সালাম
১৭
237301
২১ জুন ২০১৪ রাত ০৮:৩৫
চিরবিদ্রোহী লিখেছেন : আমার মনে হয় কয়েকজন এমনকি বৃহদাংশের মন্দ চরিত্রের জন্যও পুরো সম্প্রদায়কে দায়ী করা ঠিক হবে না। আমি ব্যক্তিগত ভাবে কিছু হিন্দুকে চিনি ও জানি যারা প্রকৃতঅর্থে একজন ভালো মানুষ। তথাপি, সঙ্গত কারণেই আল্লাহ এদের সাথে বন্ধুত্ব স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছেন। সেটা মেনে চলাই আমাদের জন্য মঙ্গল।
আপনার আব্বা সম্পর্কে পড়ে বুঝলাম তিনি আসলেই সাদা মনের মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতে উচুঁ মাকাম দান করুন। আমিন।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১৯
183954
চোরাবালি লিখেছেন : স্যারি; একমত না; মানুষ বিচার করে মেজরিটি দেখে। আমার স্কুল-কলেজের বন্ধু আছে ডজন খানেক; যাদের মধ্যে সবাই এতই স্টুপিড যে কল্পনা করা যায় না; কিন্তু ওরা যখন মেশে তখন মনে হয় কতই না আন্তরিক আমাদের সাথে।
২২ জুন ২০১৪ সকাল ০৮:২০
183955
দ্য স্লেভ লিখেছেন : সবাই এক রকম হতে পারেনা। কয়েকজন হিন্দুকে অনেক ভাল দেখেছি। আপনার দোয়ার সাথে অামিন।
২২ জুন ২০১৪ সকাল ০৯:৩৪
183959
চিরবিদ্রোহী লিখেছেন : চোরাবালি ভাই, মানুষ তো অনেক কিছুই করে। দেখার বিষয় হলো, আমরা কোন ভালো মানুষকে (চারিত্রিক দিক থেকে) মিথ্যা অপবাদ দিচ্ছি কি না। দিলে সেটা নিশ্চয়ই ভালো হবে না।
১৮
237387
২২ জুন ২০১৪ রাত ০২:১৮
লেখার আকাশ লিখেছেন : ইনশাআল্লাহ্ আল্লাহ্পাক আপনার আব্বাকে তার সৎ নিয়তের জন্য উত্তম প্রতিদান দিবেন। তার জীবন থেকে শিখে যেন আমরা সতর্ক হতে পারি।
২২ জুন ২০১৪ সকাল ০৮:২১
183956
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১৯
237432
২২ জুন ২০১৪ সকাল ০৯:৪২
আহ জীবন লিখেছেন : লেখার আকাশ লিখেছেন : ইনশাআল্লাহ্ আল্লাহ্পাক আপনার আব্বাকে তার সৎ নিয়তের জন্য উত্তম প্রতিদান দিবেন। তার জীবন থেকে শিখে যেন আমরা সতর্ক হতে পারি।
২২ জুন ২০১৪ দুপুর ১২:৩৩
184021
দ্য স্লেভ লিখেছেন : আমিন। জাজাকাল্লাহ
২০
237574
২২ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
আহমদ মুসা লিখেছেন : চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে এসব সুদখোর মহাজনদের আনাগোনা একটু বেশী বলে শুনা যায়।
২৩ জুন ২০১৪ সকাল ১১:০১
184377
দ্য স্লেভ লিখেছেন : গু এড়িয়ে চলুন
২১
238820
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : সঠিক সিদ্ধান্ত। Loser Loser আপনাকে দিয়ে এসব হবেনা। বড়আপুই ভালো সাইজ করতে পারবে ওই চিকাটাকে! Frustrated Frustrated Frustrated লাগলে আমিতো আছিই.. Waiting Waiting
২৬ জুন ২০১৪ রাত ০২:০৯
185428
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ধুতি দিয়ে বেঁধে পেটাবেন নাকি ??
২৬ জুন ২০১৪ রাত ১০:৪৫
185672
সুমাইয়া হাবীবা লিখেছেন : আবার জিগায়! চিকা মারার ওষুধ আমার কাছে আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File