ঘটনাটা শুনে হাসবেন নাকি কাঁদবেন সেটা আপনার ব্যাপার !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ জুন, ২০১৪, ০৭:০০:২৭ সন্ধ্যা



আঙুল ফুলে মোটা হয়েছে কলাগাছটা

কুত্তার বাচ্চায় ভরে গেছে গোটা দেশটা

আর আমি তালের লাঠিতে তেল মাখিয়ে রেখেছি

হারামজাদা, কবে আসবি, কবে তোর ছুটি ?

ছুরিটা তার পকেটে ছিল

ভাঙা আর রক্তে ভেজা

অাব্বা, ওরা কয় নপুংসক করে দেবে

ধর্ষণে, হত্যায় সেঞ্চুরি করতে দেবে না

তা কি হয় ?

তাইতো আমার দেরী হচ্ছে....

যাইহোক প্যাচাল বাদ দিয়ে কাজের কথায় আসি। এক সময় সামু ব্লগে কিছুদিন লেখালিখি করেছিলাম। তখন বেশ কিছু আঁতেলও দেখেছি। কিন্তু ব্লগারদের আচরণ, কমেন্ট, রুচি আমার তেমন ভাল লাগেনি। লক্ষ করলাম একটা গ্রুপ আছে, যারা ইসলাম বিদ্বেষী অথবা তথাকথিত প্রগতিশীল। তারা নিজেরা নিজেদের লেখায় বেশ প্রশংসা করে। অনেক কবিও পেলাম এবং তারা কবিত্বও বেশ ফলাচ্ছে দেখলাম। আর আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল।

ঢাকায় আমার বইয়ের একটা মোটামুটি বড় সংগ্রহশালা ছিল। আমি সেখানে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কাব্যগ্রন্থ পেলাম। সেখান থেকে বেশ কয়েকটা কবিতা পছন্দ করলাম এবং কিছুদিন নিয়মিত আপলোড করলাম। আমার উদ্দেশ্য ছিল উহারা কবি নাকি কাক সম্প্রদায় তা দেখা...

দেখলাম অনেক আঁতেল এবং কবি কমেন্ট করেছে। কেউ কেউ আমার লেখা কবিতার প্রশংসা করেছে, কেউ লেখাটা আরও আপগ্রেড করার পরামর্শ দিয়েছে, আর কেউ ভুল ধরেছে।...

ভাবলাম ভাবুক সম্প্রদায় , যারা রবীন্দ্র চর্চা ছাড়া কিছুই বোঝেনা, তাদের এ কি হাল !! স্বয়ং কবি গুরুর ভুল ধরা !!! শুধু তাই নয় ভুল শুধরে দেওয়ারও চেষ্টা....

বুঝে গেলাম এরা গলাবাজ কাক সম্প্রদায় !!! হঠাৎ ঘটনাটা মনে পড়াতে হাসছিলাম। ভাবলাম শেয়ার করি। আপনারা হাসবেন নাকি কাঁদবেন তা আপনাদের বিবেচনা....

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236253
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই হাইসতে হারি ন। আবার কাইন্দন কইরবার হারমু না।
ইদানিং কপালে খাওয়া দাওয়া জুটছে না তেমন।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
182815
দ্য স্লেভ লিখেছেন : দুর...আপনি খালি খাই খাই করেন.....আমার মত উপোষ দেন...Smug Smug
236262
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
182816
দ্য স্লেভ লিখেছেন : Tongue Tongue Tongue
236263
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২১
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাইজান আপনিযে আঁতেলদের দলথেকে বেরিয়ে এসেছেন সেটাই সু ভাগ্য। এতদিন ওরা আপনাকেও আতেঁলের দলের একজন বলে মনে করত । আর তা ছিল আমাদের জন্য দুঃখজনক ।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
182818
দ্য স্লেভ লিখেছেন : হুমম,তাই মনে হচ্ছে....ওরা ভেলকিবাজ ছাড়া কিছু নয়
236272
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
ছিঁচকে চোর লিখেছেন : আজকাল তো চলছেই এসব। চুরি চামারিতে দেশ ভরপুর। সারাজীবন পড়াশুনা না করেও কবি সাহিত্যিক আর ইসলামিক স্কলার বা মোল্লা। আল্লাহর কাছে হাজার শুকুর যে অন্তত আমাকে ভালো রেখেছে কবি না বানিয়ে। Praying Praying
১৮ জুন ২০১৪ রাত ১১:২১
182918
দ্য স্লেভ লিখেছেন : আপনি লোক ভাল Happy
236276
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওখানে কি নামে লিখতেন?

আমি ও টানা ৩ বছর ওখানে লিখেছি। শেষের দিকে কিছু লিখলেই ঐ কুত্তার বাচ্চাগুলু সিন্ডিকেট করে গালাগালি করতো। ব্লগ কতৃপক্ষ ও (বিশেষ করে জনা)এক কাঠি সরেস! শেষ পর্যন্ত আমাকে ব্যান করলো।

মজার ব্যাপার হলো টেকনিক্যাল ত্রুটির জন্য আমাকে ব্লক করা হলে ও আমি কমেন্ট করতে পারছিলাম। বিষয়টা যখন আবিস্কার করলাম আমি ঝড়ের বেগে বিশাল সাইজের কমেন্ট (কাট-পেষ্ট)করা শুরু করলাম। ৫-৬ ঘন্টা ধরে ৫ শতাধিক কমেন্ট করে বারোটা বাজিয়ে দিয়েছিলাম।

আমার কমেন্ট করা নিয়ে কান্নাকাটি করে বেশ কিছু পোষ্ট ও দেয়া হয়েছিল।কতৃপক্ষ আশ্বস্ত করছিলেন টেকনিক্যাল ত্রুটির জন্যই এমন টা হচ্ছে।

যদি আরেক দিন সময় পেতাম তবে বারোটা বাজিয়ে দিতাম। অটোমেটেড কমেন্ট করে ফ্লাডিং করার জন্য আমি স্ক্রীপ্ট রেডি করেছিলাম। ২০ ডলারে ODesk থেকে একজন কমেন্টার ও হায়ার করেছিলাম।

দেখি মাথায় ভূত চাপলে প্রতিশোধ আমি ঠিকই নেব!
১৮ জুন ২০১৪ রাত ১০:৩১
182889
পুস্পিতা লিখেছেন : আপনি কি সামুতে নামে লিখতেন? আমিও লিখতাম। তবে এখন আর সেখানে লিখা হয়ে উঠে না।
১৮ জুন ২০১৪ রাত ১১:২৫
182919
দ্য স্লেভ লিখেছেন : আমি বরাবরই দ্য স্লেভ@উভয়। আমি সেখানে লিখে মোটেও তৃপ্তী পাইনি। কমেন্টে ওদের মেন্টালিটি ফুটে উঠত এবং ওরা অশ্লিল। এমনকি কিছু মেয়ে আছে প্রচন্ড বেয়াদব। চরম অস্বস্তির কারনে চলে এসেছি। আমার আইডি এখনও আছে কিন্তু লিখিনা।
১৮ জুন ২০১৪ রাত ১১:৩৮
182927
দ্য স্লেভ লিখেছেন : @ পুষ্পিতা, আমি আপনার লেখা আগে মনে হয় পড়িনি,অথবা মনে করতে পারছি না। কিন্তু আপনি অনেক ভাল লেখেন। আপনার চিন্তার গভীরতা আছে। আপনি নিয়মিত লিখলে ভাল। রমজানে চেষ্টা করতে পারেন। সামুতে ৩ মাস লেখার পর কমেন্ট করতে দিয়েছিল। বহু বছর আগে আমার কিছু বন্ধু যারা ওটা তৈরীর সাথে যুক্ত ছিল তারা লিখতে বললেও আমি তখন বুঝতাম না। আমি অনেক পরে এসে বুঝেছি, তবে এসবি ভাল লাগত।
236277
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
আওণ রাহ'বার লিখেছেন : হা হা হা আমি হাসবো এবং খাবো দুইটাই করবো।
Big Grin Big Grin
১৮ জুন ২০১৪ রাত ১১:২৬
182920
দ্য স্লেভ লিখেছেন : এখানে খাওয়ার কি হল ???Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
236280
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনার পোষ্টে কমেন্ট করার পর কমেন্ট দেখতে পাচ্ছিনা কেন? আগেও ব্যাপারটা খেয়াল করেছি।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
182819
ছিঁচকে চোর লিখেছেন : আমি আপনার কমেন্ট দেখতে পারছি।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
182822
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ কনফার্ম করার জন্য। আমি ও এখন দেখতে পাচ্ছি।
১৮ জুন ২০১৪ রাত ১১:২৭
182921
দ্য স্লেভ লিখেছেন : কমেন্টে পটাশিয়াম নাইট্রেট থাকার কারনে এমন হয়েছিল,আমি পটাশ মেরে ঠিক করে দিয়েছি,সমস্যা নেই
236283
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি দেখি হেভভি প্রতিভাবান!!! রবিন্দ্র সংগিত পর্যন্ত লিখে থাকেন।

আর এই তথাকথিত রবিন্দ্রপ্রেমিকরা রবিন্দ্রনাথের কাব্য বা সংগিতের প্রেমিক নন। এরা হ্ইলেন রবিন্দ্রনাথকে গুরুদেব বানানর প্রেমিক।
১৮ জুন ২০১৪ রাত ১১:২৮
182922
দ্য স্লেভ লিখেছেন : এরা হল গাজাখোর। আজিজ মার্কেটের নীচে আগে দেখতাম ফকিরের মত পড়ে থাকত।....এদের বহু লোক হেদায়েত হয়েছিল।
236301
১৮ জুন ২০১৪ রাত ০৮:০৮
হতভাগা লিখেছেন : সামুতে আমিও ভিজিটর । আগে সেখানে বেশ কিছু পোস্ট আসতো । আসতো অনেক কমেন্টও । এগুলো মূলত হত সেখানে আসিফ ও তার গংরা থাকায় ।
এরা কেমন লিখে এবং এদের মন মানসিকতা কেমন তা সাইবার জগতে যারা নিয়মিত তারা জানেন । আর যেহেতু সামু এদেরকে পেট্রোনাইজ করে তাই সামুর মেন্টালিটি এদের মতই ।

সামুতে যারা আসে তারাও প্রাক্তনদের ছোঁয়ায় সে মানসিকতার হয়ে পড়ে ।

চেতনার বিরাট এক ফেরিওয়ালা এই ব্লগ । আবার প্রতারনারও । কলম দাদুকে নিয়ে সামুর ব্লগারদের মজা চাখা খুব বেশী দূরের কথা নয় । এদেরকে প্রতারনা করার প্লট সামুই করে দেয় ।

এখন সামুতে ভিজিট করেন দেখবে কমেন্টের তুলনায় এদের পোস্ট অনেক বেশী । ০-৩/৪ টা কমেন্ট পাওয়া যাবে পোস্ট প্রতি । ২০ মিনিটেই প্রথম পাতা শেষ হয়ে যায় ।

এখানে সবাই নিজেকে রাজা ভাবে , তাই পোস্ট বেশী এবং মন্তব্য কম ।

মূলত এরা আওয়ামী ও বাম মাইন্ডেড । চরিত্রও একই রকম । ভিন্নমত সহ্য করতে পারে না ।

তবে এখন কিছু কিছু ব্লগার আসছে কিছুটা ভিন্ন ধারার মনোভাব নিয়ে ।

লীগ মাইন্ডেড ব্লগাররা খুব সহজে পার পেয়ে যায় না এখন ।

তবে তারা সবাই জামাত-শিবিরের ব্যাপারে একাট্টা।

১৮ জুন ২০১৪ রাত ১১:৩১
182923
দ্য স্লেভ লিখেছেন : আমি তাদের মানুষিকতায় উন্নত কিছু দেখিনি। কয়েকজর ব্লগার আছেন ভাল। কিন্তু সিন্ডিকেট করে মন্তব্য চলে সেখানে। আর ভিন্নমত সহ্য করতে পারেনা। এখন ওদের অবস্থা ভাল না। অন্যকে তারা সম্মান করত না।হ্যা তারা নিজেই রাজা,আর অহকার ১৬ আনা
১০
236327
১৮ জুন ২০১৪ রাত ০৯:০৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহাহাহা
১৮ জুন ২০১৪ রাত ১১:৩২
182924
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
236348
১৮ জুন ২০১৪ রাত ০৯:৪৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : Cook ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ জুন ২০১৪ রাত ১১:৩২
182925
দ্য স্লেভ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১২
236365
১৮ জুন ২০১৪ রাত ১০:২৪
মাটিরলাঠি লিখেছেন :
আগে ধারনা ছিল যে, গালাগালির জন্য বাংলা তেমন যুতসই ভাষা নয়। সামুতে এসে সে ভুল ধারনা ভেঙ্গে যায়। গালাগালি যে কত রকমের হতে পারে তার জ্ঞান সামু থেকেই শিখা।
১৮ জুন ২০১৪ রাত ১১:৩২
182926
দ্য স্লেভ লিখেছেন : ঠিক বলেছেন
১৯ জুন ২০১৪ সকাল ০৮:২৫
182987
হতভাগা লিখেছেন : গালাগালিতে পিএইচডি হোল্ডার হল নাগরিক ব্লগ
১৩
236421
১৯ জুন ২০১৪ সকাল ০৮:০৯
রাইয়ান লিখেছেন : আপনি পারেন ও ...... উপরের কবিতাটা .... উহ ..হাসতে হাসতে ... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Whew!
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪৯
183022
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪
236518
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
ঈগল লিখেছেন : ওরা কাক জাতীয়। তাইতো অজ্ঞ, নচেৎ ভক্তকুলই ধরবে রবি সাহেবের ভুল!
২০ জুন ২০১৪ সকাল ১০:৫৪
183246
দ্য স্লেভ লিখেছেন : হেহেহে এইবার বুঝেন তারা কেমন কবি...
১৫
236745
২০ জুন ২০১৪ দুপুর ১২:০৫
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : এরা রবি ঠাকুর রবি ঠাকুর বলে চোখে পানি এনে ফেলে আর কাজের বেলায় গঞ্জিকা সেবন। সামু একটা সন্ত্রাসী ব্লগ।
২১ জুন ২০১৪ সকাল ০৮:৪১
183638
দ্য স্লেভ লিখেছেন : Worried Worried Worried Worried Worried Worried
১৬
237434
২২ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
মাহমুদ১২১৩ লিখেছেন : ব্যাপক মজা পাইলাম। Big Grin Big Grin Big Grin
২২ জুন ২০১৪ দুপুর ১২:৩৪
184022
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭
238604
২৫ জুন ২০১৪ সকাল ০৯:০২
আহ জীবন লিখেছেন : আকাশ বাতাস থেইকা (গান!!!!!!) আহরন করলে এই রকম জ্ঞানী না হইয়া যাইব কই।
২৫ জুন ২০১৪ সকাল ১০:৫২
185104
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File