ঢাকায় সবথেকে কম টাকায় চিকিৎস্যা

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ মে, ২০১৪, ১০:২১:৫৮ সকাল



ঢাকার অভিজাত এলাকায় হোটেল রেডিসন এর ঠিক উল্টো দিকে অার্মড ফোর্সেস মেডিকেল কলেজের গা ঘেষে গড়ে উঠেছে চকচকে এক বিশাল ভবন।

এখানে মাত্র ১০ টাকায় উন্নতমানের চিকিৎসা সেবা দেয়া হয়। হাসপাতালটির নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। কিন্তু এ হাসপাতালটিতে রোগী আসেনা তেমন কারন এর যথাযথ প্রচারের অভাব । এখানে মাত্র ১০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখানো যায়। ১৫ টাকায় মেলে বিশেষজ্ঞ চিকিৎসক। ঔষধপত্র সব ফ্রি। এছাড়া কম খরচে আছে বিভিন্ন টেষ্ট এবং অপারেশন এর সুবিধা।

আমাদের চারপাশে অনেক খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছে এ হাসপাতালটির তথ্য পৌছে দিতে পারলে তারা উপকৃত হবে, চিকিৎসার অভাবে অসহায় গরীব মানুষ গুলো হয়ত আলোর মুখ দেখবে।

বিষয়: বিবিধ

১৮৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223283
১৯ মে ২০১৪ সকাল ১০:২৪
নকীব কম্পিউটার লিখেছেন : কয়দিন যাবত ফেসবুকে খুব বেশি বিজ্ঞাপন দেখতেছি।
223285
১৯ মে ২০১৪ সকাল ১০:২৮
আহমদ মুসা লিখেছেন : এটি একটি মহৎ কাজ। যারা এ উদ্যেগ নিয়েছে তারা কতদিন পর্যন্ত তাদের এ কাজটি চালিয়ে যেতে পারবে তার উপরই নির্ভর করছে এর সুনাম, সুখ্যাতি।
223298
১৯ মে ২০১৪ সকাল ১১:০০
হতভাগা লিখেছেন : বিল্ডিংটির সাজসজ্জা এবং রেডিসনের পাশে অবস্থিত বলে ছবি দেখে এটাকে রেডিসনেরই মত আরেকটা হোটেল বলে ভুল হওয়াটা স্বাভাবিক । এই ভুলটা আরও বাড়িয়ে দেবে এর সামনে অবস্থিত ময়ূরের ভাষ্কর্যটি ।

ডাক্তারের ফি এবং ঔষধপত্র অন্যান্য সরকারী হাসপাতালের মতই ।

তবে এটা ঢাকার অভিজাত এলাকায় বলে , বিশেষ করে ক্যান্টনমেন্টে বলে সাধারণ মানুষ এখানে আসতে একটু ইতঃতস্ত করবে ।

যেহেতু এখানকার কর্মকর্তা ও কর্মচারীরা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবেন , সেহেতু অন্যান্য সেরকারী হাসপাতালের মত দালাল পরিবেষ্টিত হয়ে যাবে না - এটাই আশা করি ।

কিন্তু কুকুরের পেটে কি ঘি সইবে !


আশেপাশে এপোলো , ইউনাইটেডসহ সকল প্রাইভেট হাসপাতালের ভাত মারবে যে হাসপাতাল তাকে কি সুন্দরভাবে পরিচালিত হতে দেওয়া হবে ?
223300
১৯ মে ২০১৪ সকাল ১১:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ডাক্তারগণ আর কর্তৃপক্ষ যদি বাংলাদেশেরই হয়, ভালো চিকিৎসা আর সেবামূলক সার্ভিস আশা করাটা মনেহয় বোকামী হবে।
223306
১৯ মে ২০১৪ সকাল ১১:২১
প্রবাসী আশরাফ লিখেছেন : অবিশ্বাস্য কম খরচে চিকিৎসা। ফেইসবুকেও এর প্রচার দেখলাম। সত্য বলতে কি ঠকবাজির এই দেশে এই তথ্যটিকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।কেউ নিজে এই খরচে সেবা নিয়েছেন এমন কারো মন্তব্য পেলে বিশ্বাসের ভিতটা মজবুত হতো। ঘটনা সত্য হলে দরিদ্রদের মাঝে এই তথ্য দ্রুত পৌছানো উচিত যাতে তারা উপকৃত হয়।
223342
১৯ মে ২০১৪ দুপুর ০১:২৬
আফরা লিখেছেন : আপনার কেউ কি ওখানে চিকিৎসা নিয়েছেন ।নাকি আপনিও ফেসবুকে বিজ্ঞাপন দেখে আপনি ব্লগে বিজ্ঞাপন দিয়ে দিলেন ।
২০ মে ২০১৪ সকাল ০৮:২০
170918
দ্য স্লেভ লিখেছেন : আমার এক বিশ্বস্ত বন্ধু জানিয়েছে
223578
২০ মে ২০১৪ রাত ০৪:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ইয়া মোডা বিল্ডিং এ এত কম পয়সায়.....। ?
225748
২৪ মে ২০১৪ রাত ১১:২৯
নাটক লিখেছেন : আমার পরিচিত দুইজন ওখানে চিকিৎসা নিয়েছে। যেটুকু দেখলাম- ওরা শুধু প্যারাসিটামল আর রেনিটিডিন দিয়েছে। বাকী ঔষধ বাইরে থেকে কিনতে হয়েছে।
২৬ মে ২০১৪ সকাল ১১:১৭
173307
দ্য স্লেভ লিখেছেন : তাতেও খারাপ কি , ডাক্তারের ভিজিট তো কম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File