ঘুষ স্বাস্থের জন্যে উপকারী
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৯ মে, ২০১৪, ১১:১৩:৫৪ সকাল
ব্রিটিশ শাসনামলে এক আধা শিক্ষিত লোক সরকারী অফিসে কেরানী হিসেবে কাজ করত। ইংরেজীর ব্যাপারটা তার কাছে বড্ড কঠিন মনে হলেও ইতি উতি করে চারিয়ে নিচ্ছিল্ । কিন্তু একদিন ঘটল এক ঘটনা।
উক্ত অফিসে দায়িত্বশীর পদে ছিল আরেক বাঙ্গালী । সে অফিসারটির স্বভাব চরিত্র সুবিধার ছিলনা। কেরানী লোকটি ভাবল ফের যদি অনিয়ম দেখী তকে বড় ইংরেজ স্যারকে বলে তার চাকুরী খাব।
একদিন গ্রাম্য এক লোক কোনো এক কাজে সেই অফিসে আসল । উক্ত অফিসার তার কাছে ঘুষ দাবী করল। লোকটি বলল,আমি চাষা মানুষ,নগদ টাকা তো নেই,কিন্তু আমার কলার বাগান আছে। অনুমতি করলে এক কাদী কলা নিয়ে আসতে পারি। লোকটির স্বভাব যেহেতু ঞুষের পক্ষে তাই ছোট খাট বিষয়ওছাড়ার পাত্র সে নয়। সে রাজি হল। পরদিন গ্রাম্য লোকটি এক কাদী কলা নিয়ে হাজির।
এটা দেখে ফেলল কেরানী। আর সঙ্গে সঙ্গে পড়ি মরি করতে করতে ইংরেজ অফিসারের রুমে ঢুকল এবং আঙ্গুর নির্দেশ করে বলতে থাকল......স্যার কাম স্যার, ওদিকে ঘুষ ইটিং। ইংরেজ টাস্কি খেল এবং বলল...হোয়াট ???
: স্যার ঘুষ ইটিং ,পাশের ঘরে ঘুষ ইটিং।
কথা শুনে বুঝতে না পারলেও এটা অন্তত বুঝল ওদিকে কিছু একটা হচ্ছে। কৌতুহলি হয়ে অফিসার কেরানীর সাথে পাশের ঘরে বসা বাঙ্গালী াফিসারের রূমের সামনে গেল এবং সে সময় আবারও কেরানী আঙ্গুল নির্দেশ করে বলতে থাকল....দ্যাখেন স্যার ঘুষ ইটিং...লুক।
ইংরেজ দেখল বাঙ্গালী একের পর এক সাগর কলা খেয়ে যাচ্ছে। সে ভাবল বাংলায় বোধহয় বানানাকে ঘুষ বলে। তাই সে আনন্দচিত্তে বলে উঠল....ওহ ! ঘুষ ইজ গুড ফর হেল্থ !!
ওকরানী মাথায় হাত দিয়ে বসে পড়ে অফিসারের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। অফিসার তাকে আহাম্মক ভাবল। সত্যিই তার চোখে মুখে আহাম্মকীর ভাব স্পষ্ট।
সেই থেকে আপমর জনতা আহাম্মকের মত মাথায় হাত দিয়ে সরকারী অফিসার,কর্মকর্তা,প্রভাবশালীদের দিকে তাকিয়ে আছে। আর তারা একের পর এক কলা খেয়েই যাচ্ছে।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মজা!
কাজের জিনিস
আপনার সেই রকম রোগ আছে তা হল আপনার সব উপমা খাদ্য ভিক্তিক ।
কি ভাই ঠিক বলিনি ?
তাই ঠিক করছি সরকারি চাকরি করবো।
মন্তব্য করতে লগইন করুন