বাংলাদেশের ইতিহাস চুরী দ্যাখেন...
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ এপ্রিল, ২০১৪, ০৬:৫৬:৩৮ সন্ধ্যা
বিষয়টা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই কিন্তু যেহেতু এটা নিয়ে অনেক কচলা-কচলি হয় তাই লেখাটা চোখে পড়ার পর তুলে ধরলাম। ভাল-মন্দ আপনারা বিচার করবেন।
ইতিহাসের বিকৃতি যেভাবে হয়
===============
# প্রথম সংস্করণের বর্ণনা :-
"... ২৬ তারিখ - সারাদিন আতঙ্কে উত্তেজনায় কাটল। খাওয়া দাওয়া হয়নি সারাদিন ওর। কত করে বললাম - 'একটু ঘুমাও।' ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। পাগলের মত সারাদিন কেবল প্রলাপ বকে গেল। একটার পর একটা ফোন করে যাচ্ছে। এক একটা সংবাদ শোনে আর বেদনায় কাতরাতে থাকে। মেজদার (জহির রায়হান) খবর পাওয়া যাচ্ছিল না। মেজদা দিলু রোডের বাসায় কি অবস্থায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা জানি না। সারাদিন উৎকন্ঠায় কাটল।
সেদিন ঘোষিত হল স্বাধীনতা। আমাদের সাধের স্বাধীনতা। বহু দিনের কাঙ্খিত শব্দ। আমরা স্বাধীন। আমাদের দেশ স্বাধীন। এ ঘোষণা উচ্চারিত হ'ল - মেজর জিয়াউর রহমানের কন্ঠে। বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার প্রথম শব্দ উচ্চারিত হল কালুরঘাট থেকে॥"
- মুক্তিযুদ্ধ : আগে ও পরে / পান্না কায়সার [আগামী প্রকাশনী - ফেব্রুয়ারী, ১৯৯১ । পৃ: ১২২]
# দ্বিতীয় সংস্করণের বর্ণনা :-
"... ২৬ তারিখ - সারাদিন আতঙ্কে উত্তেজনায় কাটল। খাওয়া দাওয়া হয়নি সারাদিন ওর। কত করে বললাম - 'একটু ঘুমাও।' ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। পাগলের মত সারাদিন কেবল প্রলাপ বকে গেল। একটার পর একটা ফোন করে যাচ্ছে। এক একটা সংবাদ শোনে আর বেদনায় কাতরাতে থাকে। মেজদার (জহির রায়হান) খবর পাওয়া যাচ্ছিল না। মেজদা দিলু রোডের বাসায় কি অবস্থায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা জানি না। সারাদিন উৎকন্ঠায় কাটল। ...
২৭ শে মার্চ। ঘোষিত হল স্বাধীনতা। আমাদের সাধের স্বাধীনতা। বহু দিনের কাঙ্খিত শব্দ। আমরা স্বাধীন। আমাদের দেশ স্বাধীন। এ ঘোষণা উচ্চারিত হ'ল - মেজর জিয়াউর রহমানের কন্ঠে। বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার প্রথম শব্দ উচ্চারিত হল কালুরঘাট থেকে॥"
- মুক্তিযুদ্ধ : আগে ও পরে / পান্না কায়সার [আগামী প্রকাশনী - সেপ্টেম্বর, ১৯৯১। পৃ: ১২৩
* দুটি ফটোকপি মিলিয়ে দেখলেই বোঝা যাবে কিভাবে অত্যন্ত সজ্ঞানে, সুকৌশলে "২৭শে মার্চ" বাক্যটি বসিয়ে দেয়া হয়েছে॥
বিষয়: বিবিধ
১৫০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন