কি আচানক ঘটনা !
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ এপ্রিল, ২০১৪, ১১:৪৯:২৯ সকাল
পকেটে ফয়সার টান পড়লে আমি মাঝে মাঝে ভাবি,যদি রাস্তায় কোনো সম্পদ পড়ে পেতাম ! যদি গুপ্ত ধন পেতাম ! অথবা এমন কোনো উৎস্য থেকে টাকা পেতাম যেটা শেষ হয়না,ইত্যাদী। আবার ভাবতাম কেউ রাস্তায় কিছু ফেলে গেলে সেটা নেওয়া ঠিক কিনা। রসূল(সা: ) এ কাজটাকে খুব ছোটলোকী বলেছেন। কিন্তু তারপরও শয়তানী মন ধোকা তো দেয়ই। ভাবতাম এভাবে টাকা পেলে নিলে সমস্যা কি ? আমি তো চুরী করিনি। আবার ভাবতাম, নাহ টাকাটা অবশ্যই ফেরত দিতে হবে, ঈমানের ব্যাপার আছে না !
মূল ঘটনায় আসি। আজ দুপুরে এক স্টোরে কিছু কেনাকাটা করতে গেলাম। বাস-কার্ট(শপিং কার্ট)নিতে গিয়ে দেখলাম সেখানে একটা লেডিস ওয়ালেট পড়ে আছে্ । খানিক তাকিয়ে থাকলাম,আশপাশে কেউ ছিলনা। আড়চোখে একটু তাকিয়ে দেখলাম বেশ কিছু ডলার উকি দিচ্ছে। গোটা ৫/৬ ডেবিট-ক্রেডিট কার্ড দেখা গেল। বাসকার্ট ফেলে রেখে জিনিসটা সোজা গিয়ে কাস্টমার সার্ভিস ডেস্কে জমা দিয়ে আসলাম। জিনিসটা খুলেও দেখিনি।
এরপর আমার মনে পড়ল,আরে আমি তো গতকালও চিন্তা করছিলাম রাস্তায় টাকা পড়ে পেলে বেশ ভাল হত। আমি তো পেলাম,তাইলে এ কি করলাম !!! জিনিসটা হাতে পাওয়ার পর আমার মাথায় এটা নেওয়ার কোনো চিন্তা আসল না কেন ?? তবে কি নিজের অজান্তেই জুতোয় গু মাখিয়ে শয়তানের মুখে মেরেছি ??
নাহ, কাজটা ভালই করেছি। শয়তানকে সদা ধোলাইয়ের উপর রাখাই উত্তম।
কেনাকাটা শেষে যখন বিল দিচ্ছি তখন দেখলাম এক মহিলা হন্ত দন্ত হয়ে এসে সার্ভিস ডেস্কে তার ওয়ালেটটির কথা বলছে। তারা বলল,একজন পেয়ে এটা জমা দিয়েছে। চোখাচোখী হয়ে যেতে পারে ভেবে নিজেকে আড়াল করলাম। ওদের সস্তা থ্যাংসের জন্যে একাজ আমি করিনি। আমি যার চাকর,তার কাছেই প্রতিদান চাই।
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে লোভনীয় বস্তু থেকে নিজের লোভকে সংযত করতে পারা মু'মিনের আলামত...... অনেক ধন্যবাদ আপনার কাজের জন্য
আর ব্লগে লিখে আমাদের উৎসাহ দেবার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ওদের সস্তা থ্যাংসের জন্যে একাজ আমি করিনি। আমি যার চাকর,তার কাছেই প্রতিদান চাই। -
ভাইটিকে অভিনন্দন
মন্তব্য করতে লগইন করুন