দিনটি গেল কেনা-কাটায়

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ এপ্রিল, ২০১৪, ০৮:৪৫:০৬ সকাল



২৮/০৩/২০১৩

আজ পোর্টল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। পূর্বে যখন এসেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। গত ৫দিন ধরে অনারবত বৃষ্টি হচ্ছে। এখানে যখন তখন বৃষ্টি হয় আবার রোদ ফুটে ওঠে। রোদ ওঠার কিছুক্ষন পর মনে হয় আদৌ বৃষ্টি হয়নি এখানে। বেশীরভাগ বৃষ্টিই পিচপিচে ধরনের। মাঝে মাঝে কয়েক মিনিটের জন্যে প্রচন্ড বৃষ্টি হয়। রাস্তার কয়েকবার বৃষ্টির দেখা পেলাম আবার রোদের দেখাও পেলাম। লং ড্রাইভ বরাবরই ভাল লাগে। রাস্তা যদি হয় এমন দারুন তবে ড্রাইভ করতে মজা আছে।

বহু মাইল পাড়ি দিয়ে পোর্টল্যান্ডে আসলাম। চিন্তায় ছিল কলাম্বিয়া নদী দর্শন করব। এর পাশে হাটব। কিন্তু যেইনা কলাম্বিয়া নদীর কাছাকাছি আসলাম অমনি মারাত্মক বৃষ্টি শুরু হল। এমন বৃষ্টি সচরাচর দেখা যায়না। নদীর পাশের হাইওয়ে ধরে চলা ছাড়া উপায় রইল না। সোজা চলে গেলাম ৪০কি:মি: দূরের সেন্ট হেলেনস। ভাবলাম একটু হাটব,কিন্তু সেই সময়ই চরম বৃষ্টি আবারও নামল। এবার গেলাম এখানকার ওয়ালমার্টে। কিছু কেনাকাটা করে ফিরতি পথ ধরলাম। চরমৎকার আবহাওয়া,ভাবলাম কমম্বিয়া নদীর ধারে হাটব। কিছুক্ষন দাড়িয়ে থেকে সৌন্দর্য উপভোগ করব। ডানে দেখলাম পাহাড়ের গা বেয়ে বিপুল বেগে জমে থাকা বৃষ্টির পানি স্বশব্দে নেমে আসছে। দেখতে ভালই লাগল। এখানে ড্রেনেজ ব্যবস্থা ভাল। সেই পানিতে রাস্তা সয়লাব না হয়ে একটি আন্ডারগ্রাউন্ড নালা দিয়ে পানি নেমে যাচ্ছে। বামে কলাম্বিয়া নদী। ভাবলাম একটু থামব, কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হল। মনে হল বৃষ্টি আমার মনের কথা বুঝে শত্রুতা করছে।

এক হালাল স্টোরে আসলাম। আজ শনিবার,ছুটির দিন। অনেক মুসলিম আজ এখান থেকে অনেক কিছু কিনছে। আমিও কিনলাম অনেক কিছু ,খেয়ে আজ সয়লাব করব। ফেরার পথে সেলাম স্থানে গেলাম। সেখানে এক বন্ধুর বাসায় আইসক্রিম,স্ট্রবেরী,কলা খেলাম। সেখান থেকে কস্টকো স্টোরে গেলাম এবং কিনলাম টুনা মাছ,শ্যামন মাছের বড় একটা প্যাকেট,চাল,অলিভ অয়েল,আলু। এখন থেকে অলিভ অয়েল দিয়ে রান্না করব,এটা নাকি খুবই স্বাস্থ্য সম্মত। হার্টে তিনবার সার্জারী হয়েছে এমন একজন আমাকে এটা বলেছিল। তার কথা শুনে মনে হয়েছিল অন্য তেল খেলে হার্ট বন্ধ হয়ে যাবে। আমি জীবনেও অলিভ অয়েল খাইনি এবং আমার হার্ট প্রশংসাযোগ্য আচরণ করে যাচ্ছে। এবার এই তেল খেয়ে দেখী কোনো প্রতিক্রিয়া হয় কিনা। রাতে ফিশ ফ্রাই খেলাম প্রচুর। জীবনেও এমনটা হয়নি। শুধু মাছ খেয়ে আমি কোনো বেলা পার করিনি। এবার করলাম। ভাল লাগল।

প্রচুর কেনাকাটা করলাম। গত দুইমাসে ব্যপক পোষাক,জুতো কিনেছি। বাড়িতে যেমন এসব রাখার জায়গা ছিলনা,এখানেও সেই সঙ্কটে পড়েছি। মূল্যহ্রাস দেখলে আমার হুশ থাকেনা। ধার করেও কিনেছি। এক স্টোরে গিয়ে যখন হাটাহাটি করছিলাম,তখন দেখলাম একটা টেবিলে কিছু পানীয় সাজিয়ে কয়েকজন ছেলে মেয়ে মানুষদেরকে সেটার বিষয়ে বয়ান করছে। জিনিসটা হল ক্যাফেইন ফ্রি এনার্জী ড্রিংক। বাঙ্গালী নাকি ফ্রি পেলে আলকাতরাও খায়,বোধহয় ঘটনা সত্যি। এনার্জী ড্রিংক আমি পছন্দ করিনা এবং খাইও না। কিন্তু ফ্রি পেয়ে দু-বার ঝাড়লাম। কিনতে পারি এই ভেবে তারা যখন আশাবাদী হয়ে কিছু বয়ান করছিল, তখন এক ফাকে কেটে পড়লাম। এ সপ্তাহের পে-চেক দিয়ে কেনাকাটা করেও ধার নিয়েছি। আমার এই পুলাপাইনের স্বভাবটা পাল্টানোর দরকার। তবে দিনটা কিন্তু ভাল কেটেছে।

আরেকটা মজার বিষয় মনে পড়ল। কস্টকো স্টোর থেকে বের হয়েই দেখী পার্কিং লট বরাবর একটা হাস বেশ তাড়াহুড়ো করে স্টোরের দিকে আসছে। তার চালচলন দেখে সাংঘাতিক মজা লাগল। আমি তাকে ডাকলাম,ভাবলাম পালিয়ে যাবে,কিন্তু এরা কারো দ্বারা কখনও বিরক্ত না হওয়াতে ভয় কি জিনিস তা শেখেনি। এরকম জিনিস দেশে দেখলে মনোমাঝে অন্য চিন্তা ঘুরপাক পেতে পারত। কিন্তু ভালবেসে ডাকলাম কাছে। সেও কাছে আসল। কিন্তু সে খাবার আশা করছিল। আমার হাতে ঠোক দিতে এসে বুঝল হাতে কোনো খাবার নেই। সে আশাহত হয়ে ফিরে যাচ্ছে দেখে আমার খারাপ লাগল। একটা কেকের প্যাকেট ছিড়ে কেক বের করে তাকে আবার ডাকলাম। সে মনে হল বেশ আনন্দ পেয়েছে। পড়ি মরি করতে করতে ছুটে আসল এবং কেক খেল। একটা আস্ত কেক খাওয়ার পর সে আমার কাছে দাড়িয়ে থাকল। মনে মনে বললাম,ওরে হাভাতে ! তুই আরও খেতে চাস ! খাদকের থেকে হিস্যা ! জানিস এইটার দাম কত ? দূর হ ! আমি চলে আসলাম। পেছনে তাকিয়ে দেখী সে স্টোরের দিকে ছুটে যাচ্ছে। বুঝলাম বেহায়া ধরনের হাস। এরা পার্শ্ববর্তী লেকে থাকে। ওখানেই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু মাঝে মাঝে রুচীর পরিবর্তন করতে এদিক সেদিক ঘোরাঘুরি করে ওরা। এখানকার লেকে এদের সংখ্যা অনেক। মাঝে মাঝে মনে হয় এদের উদ্দেশ্যে কিছু রেসিপী উৎসর্গ করি। কিন্তু বেরসিক আইন-কানুন যত বাধা।

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201543
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৩
নতুন মস লিখেছেন : বর্ণনা ভঙ্গি পড়ে মনে হল সুন্দর জায়গা।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৭
151578
দ্য স্লেভ লিখেছেন : জি,খুব দারুন স্থান। এটাকে আমেরিকার অন্যতম সবুজ স্টেট বলে। উইন্ডোজ এক্সপির বাই ডিফল্ট ডেস্কটপে যে উচু নীচু একটি ঘাসপূর্ণ মাঠের ছবি দেখা যায়,সেটা ওরেগনের। ওরকম হাজার হাজার বিশাল মাঠ রয়েছে এখানে
201551
০২ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৮
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : চলে মুসাফির ।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৫
151577
দ্য স্লেভ লিখেছেন : চলছে Happy
201553
০২ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
201563
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়েই আমার ক্ষিদা লেগে গেল। আহা এই দেশে যদি এরকম ফ্রি দিত????
এতকিছু কিনলেন শুধু নিজের জন্য। একটু অবাক হলাম। হাঁসটিকে ঈর্ষা হচ্ছে। কেউ যদি চাইলেই কেক খাওয়াতো?
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৪
151576
দ্য স্লেভ লিখেছেন : এত খাই খাই করেন বলে তো দেশের ক্ষুধা দূর হয়না...Surprised Surprised Surprised
201575
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৯
প্রেসিডেন্ট লিখেছেন : নার্জী ড্রিংক আমি পছন্দ করিনা এবং খাইও না। কিন্তু ফ্রি পেয়ে দু-বার ঝাড়লাম। কিনতে পারি এই ভেবে তারা যখন আশাবাদী হয়ে কিছু বয়ান করছিল, তখন এক ফাকে কেটে পড়লাম। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Cheer Cheer Cheer Cook Cook Cook Bee Bee Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৮
152556
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
201580
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৮
প্রেসিডেন্ট লিখেছেন : আপনার ফেসবুক লিংকটা পেলে প্রীত হবো।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৪
151575
দ্য স্লেভ লিখেছেন : ভাই কিছু মনে করবেন না,ফেবুতে কম আসি,আর অল্প সময় অল্প কিছু বন্ধুর সাথে কথা বলি।) আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন
201586
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩০
এক্টিভিষ্ট লিখেছেন : ছবি টা কিসের রে ভাই?
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
151574
দ্য স্লেভ লিখেছেন : হাসের ছবি ,তবে সেই হাসটার না
201595
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
রাইয়ান লিখেছেন : এটা কি সেই হাঁসের ছবি যাকে আপনি কেক খাইয়েছিলেন ? হু .... হাঁস টা কিন্তু আসলেই সুন্দর , দেখলেই হাঁসের ঝাল ঝাল ভুনা আর পরোটার কথা মনে পড়ে যায় .... ! Day Dreaming Day Dreaming Cook Cook Cook



০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
151571
দ্য স্লেভ লিখেছেন : আপনি নিষ্ঠুর,আপনি মানুষ খুন করতে পারেন...আপনি ামাকে এভাবে হত্যা করতে পারেন না....আহ..কি.জিনিস দেখলাম...!!
201627
০২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৭
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভাবলাম তো বোধহয় স্বপ্নের অামেরিকা আমাদের ব্লগার ভাইটাকে খসিয়ে নিয়েছে আমাদের কাছ হতে। যাক আপনার উপস্থিতি অনুভব করতে পারিয়া অতীব প্রীত ও পুলকিত বোধ করিতেচি।দোয়া করি ভালো থাকেন।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
151567
দ্য স্লেভ লিখেছেন : আমিও তো ভাবছিলাম আপনি কি আছেন ভেবেতে ?? আমি তো এখানে রেগুলার Happyআপনি কই ?
১০
201710
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : এই হাঁসের কথা পড়ে আমাদের হোষ্টেলের ওয়ার্ডেন ম্যাডামের পোষা বিড়ালটার কথা মনে পড়ে যাচ্ছে। যে কিনা এমনই রুচি বদলাবার উসিলায় প্রায়ই মেয়েদের বাড়ি থেকে আসা খাবার দাবার টেষ্ট করতো। অবশেষে আদিলের মেয়ের বিয়ে খেয়ে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে পরপারে যাত্রা করে!
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
151566
দ্য স্লেভ লিখেছেন : কিন্তু হাসটা ছিল সত্যিই ফানি Happy
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
151766
সুমাইয়া হাবীবা লিখেছেন : ছবিটাও তো তুলেছেন সেইরাম!!! Winking
১১
201723
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৮
শেখের পোলা লিখেছেন : রেসিপিটা আপাততঃ বন্ধ রাখেন, শুধু মন খাওয়া খেয়ে যান, তবে সাবধান যেন ক্রেন ব্যবহার না করতে হয়৷ ধন্যবাদ৷
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫০
151565
দ্য স্লেভ লিখেছেন : আমার স্বাস্থ্যের জন্যে দোয়া করেন Happy
১২
201864
০২ এপ্রিল ২০১৪ রাত ১০:২৯
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫০
151564
দ্য স্লেভ লিখেছেন : কোনটা ভাল লাগল,হাসটা নাকি আমার যাত্রা ?
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
151719
আফরা লিখেছেন : দুটোই ভাল লাগছে ভাইয়া ।
১৩
201951
০৩ এপ্রিল ২০১৪ রাত ০২:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : অনারবত বৃষ্টি হচ্ছে। শব্দটা কি ?
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
151563
দ্য স্লেভ লিখেছেন : তার আগে বলেন শব্দটা কি টিনের চালের,নাকি খড়ের... ? Tongue
১৪
201964
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৪
শুভ্র আহমেদ লিখেছেন : দ্য স্লেভ ভাই প্লিজ আপনার ফেসবুক আইডি লিংক টা দিন।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
151562
দ্য স্লেভ লিখেছেন : ভাই কিছু মনে করবেন না,ফেবুতে কম আসি,আর অল্প সময় অল্প কিছু বন্ধুর সাথে কথা বলি। Happy আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন।
১৫
202388
০৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বুঝলাম, হাঁসটা আপনার কাজিন হয় Tongue
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৮
152558
দ্য স্লেভ লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue
১৬
202419
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪২
টোকাই বাবু লিখেছেন : প্রচুর কেনাকাটা করলাম। গত দুইমাসে ব্যপক পোষাক,জুতো কিনেছি। বাড়িতে যেমন এসব রাখার জায়গা ছিলনা,এখানেও সেই সঙ্কটে পড়েছি। মূল্যহ্রাস দেখলে আমার হুশ থাকেনা। ধার করেও কিনেছি। এক স্টোরে গিয়ে যখন হাটাহাটি করছিলাম,তখন দেখলাম একটা টেবিলে কিছু পানীয় সাজিয়ে কয়েকজন ছেলে মেয়ে মানুষদেরকে সেটার বিষয়ে বয়ান করছে। জিনিসটা হল ক্যাফেইন ফ্রি এনার্জী ড্রিংক। বাঙ্গালী নাকি ফ্রি পেলে আলকাতরাও খায়,বোধহয় ঘটনা সত্যি। এনার্জী ড্রিংক আমি পছন্দ করিনা এবং খাইও না। কিন্তু ফ্রি পেয়ে দু-বার ঝাড়লাম। কিনতে পারি এই ভেবে তারা যখন আশাবাদী হয়ে কিছু বয়ান করছিল, তখন এক ফাকে কেটে পড়লাম। এ সপ্তাহের পে-চেক দিয়ে কেনাকাটা করেও ধার নিয়েছি। আমার এই পুলাপাইনের স্বভাবটা পাল্টানোর দরকার। তবে দিনটা কিন্তু ভাল কেটেছে।
এতো খাই খাই কইরা তো সব শেষ কইরা ফালাইলেন . . . .. . আপনি যে বাঙ্গালী তার প্রমাণ কিন্তু আপনি রেখেছেন। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৯
152562
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭
203693
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৭
বিদ্যালো১ লিখেছেন : Bepok moja pailam...
০৭ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
153239
দ্য স্লেভ লিখেছেন : সালটা ২০১৪ হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File