টুডে এবং টুমরো ব্লগে আমার ১ বছর পূর্তী হল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ মার্চ, ২০১৪, ০২:৪৭:১৮ রাত
টুডে ব্লগে আমার বছর পূর্ণ হল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি,কারন এই ব্লগ থেকে আমি অনেক কিছু পেয়েছি এবং শিখেছি। এখানকার প্রায় সকল ব্লগারই আমার আত্মার আত্মীয় এবং মনে মনে পরম বন্ধু। তাদের জন্যে রইল শুভেচ্ছা। আমি সকলের কল্যান কামনা করছি। এই ব্লগটিকে ভাল লেগেছে। ব্লগটি দীর্ঘজীবী হোক। ব্লগ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। সকলের কাছ থেকে আমার কয়েকটি দোয়া চাইবার আছে। আপনারা আমিন বলুন। আমার বিশ্বাস আল্লাহ আপনাদের কথা শুনবেন।
১. আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন।
২. আল্লাহ যেন পৃথিবীতে আমার সকল পরিক্ষা সহজ করে দেন এবং পৃথিবী ও আখিরাতে মহা কল্যান দান করেন।
৩. আল্লাহ যেন আমাকে সারা জীবন অত্যন্ত চমতকার স্বাস্থ্য দান করেন ,রোগ ব্যাধী মুক্ত রাখেন এবং প্রচুর হালাল রিজিক দান করেন।
৪. এমন জীবন সঙ্গী এবং সহচর,বন্ধু দান করেন যারা হবেন আদর্শ এবং আমাকে আল্লাহর পথে উতসাহিত করবেন।
আমিন !!!
সকলের জন্যে আমার পক্ষ থেকে দোয়া রইল।
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিতো আবার আমার মতো ভোজনরসিক।
তাই আর কোনো কথা নয়। বিরিয়ানী খাইয়া লন। দুই প্লেট দিলাম। কারণ ঘ্রানের মত দর্শনেও অর্ধভোজন। দুই প্লেট এ পূর্ণ ভোজন হবে আশা করি। সাথে কেক।
১. আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন।
২. আল্লাহ যেন পৃথিবীতে আমার সকল পরিক্ষা সহজ করে দেন এবং পৃথিবী ও আখিরাতে মহা কল্যান দান করেন।
৩. আল্লাহ যেন আমাকে সারা জীবন অত্যন্ত চমতকার স্বাস্থ্য দান করেন ,রোগ ব্যাধী মুক্ত রাখেন এবং প্রচুর হালাল রিজিক দান করেন।
৪. এমন জীবন সঙ্গী এবং সহচর,বন্ধু দান করেন যারা হবেন আদর্শ এবং আমাকে আল্লাহর পথে উতসাহিত করবেন।
আল্লাহুম্মা আমীন। সুম্মা আমীন।
দয়াবান আল্লাহ্ ৩য় ও ৪র্থ প্রার্থনা আমার জন্য কবুল করেছেন। আমাদের জন্য দোওয়া করবেন, ১ ও ২ যেন আল্লাহ্ আমাদের জন্য কবুল করেন।
অন্তরের অন্তরস্থল থেকে দোওয়া করছি আল্লাহ্ আপনাকে সহ আমাদের সকলকে দীনের উপরে রাখেন ও দীনের উপরেই মৃত্যু দান করেন।
সালগীরা মুবারক।
টুডে এবং টুমরো ব্লগে আমার ১ বছর পূর্তী হল
সাথে onbangladesh.org টাও এড করনে ।
ভাইজান তো আমেরিকায় ? চাকরি করতে গেছেন , না ? ভাল ।
বর্ষপূর্তির অনেক অনেক অভিনন্দন আপনাকে...
মন্তব্য করতে লগইন করুন