আমরা নাফরমান
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০১:৪৪ রাত
আমরা প্রতিনিয়ত অভিযোগ করি। আমাদের অভিযোগের শেষ নেই। আমরা পরশ্রীকাতর। অন্যের ভাল দেখে ভেতরে এক ধরনের অসহ্য অনুভূতি হয় আমাদের। আমরা আমাদের অভাব অভিযোগ নিয়ে ভাবি যদিও আল্লাহ আমাদের অনেককিছু দিয়েছেন। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিনা।
এই লোকটিকে দেখুন,তার অবস্থার সাথে নিচেদের অবস্থা মিলিয়ে দেখুন। বলুন,আলহামদুলিল্লাহ এবং সেইসব মানুষদের জন্যে আজই আমাদের সাথ্যানুযায়ী কাজ করা উচিত। যে সমাজ ব্যবস্থা সকলের সুবিধার শিক্ষা দেয় তা প্রতিষ্ঠার জন্যে কাজ করা উচিৎ।
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই, ব্লোগাররা সবাই মিলে কি কোন একটা অলাভজনক কিছু করা যায় কিনা এসকল মানুষগুলোর সাহাযার্থে একটু সবারি ভাবা উচিৎ বলে মনে হচ্ছে।
কিন্তু সবাই মুখে এদের জন্য নীতি কথা বললেও কাজের সময় নিজের পাততাড়ি গুটায় ।
শহীদ ভাই লিখেছেন- আমার মত নাফরমান বান্দাকে অনেক ভাল রেখেছেন। অথচ বর্তমান আমি যে অবস্থায় আছি সে অবস্থায় থাকার জন্য যতটুকু আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা দরকার ছিল তার লক্ষ্য ভাগের এক ভাগও আদায় করছি না!!! এর পরেও আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হচ্ছি না!
তাই তো মহান আল্লাহ পরম দয়ালু, অধিক ধর্যশীল এবং ক্ষমতাবান।
মন্তব্য করতে লগইন করুন