বাঙ্গালীর সাম্প্রতিক(আওয়ামী) চেতনা

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৭:৫৬ সকাল



ঢাকা ভার্সিটির ইসলামের ইতিহাস ডিপার্টমেন্ট থেকে সরস্বতী পুজার আয়জন করা হয়। এটাকে তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হিসেবে দেখছে।

তারা বলেছেনঃ "ধর্মান্ধতা বাদ দিয়ে এভাবে যদি সংস্কৃত বিভাগের ছেলেরা মিলে কুরবানির আয়োজন করতো দেশটা সুখে সুখে ভরপুর হয়ে যেতো।ধর্ম যার যার উৎসব সবার"

এই চেতনায় বাংলাদেশের হিন্দুরা কতবার কুরবানির আয়োজন করেছেন, এই অধম জানতে চায়। নাকি চেতনা বাস্তবায়নের দায়িত্ব খালি মুসলমানদের।

ধর্মান্ধতা উপড়ে ফেলার জন্য মুসলিম মেয়েদের হিজাব ছিড়ে ফেলা হয়, ক্লাস করতে বাধা দেয়া হয়।

এই একি আচরণ কি কোন হিন্দু মেয়ের প্রতি করা যেত? শাঁখা সিদুর পরার অপরাধে কোন হিন্দু মেয়েকে যদি ক্লাস করতে না দেয়া হয়, তখন কি সেটা গ্রহণযোগ্য হোত ?

সরকারের উদ্দেশ্যে: চেতনার ব্যবসা বন্ধ করেন। সম্রাট আকবর একবার এই কাজ করে পচেছিল। নিজেদেরকে এত অগ্রহনযোগ্য করে তোলা ঠিক নয়।

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176541
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহর লা’নত বর্ষিত হোক ওসব চেতনাধারীদের প্রতি।
176543
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নাউজুবিল্লাহ
176547
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫২
ইমরান ভাই লিখেছেন : এদেরকে বলে কি লাভ। এদের যারা গুরু
যেমন: ১. স্যার সৈয়দ আমীর আলী

সাহেবের বইয়ের দিকে যাদি তাকানো যায় তাহলে দেখা যায় তারা বৃটিশদের সাথে ইসলাম কে মিলাতে গিয়ে কিভাবে ইসলামের সৈন্দয্যকে নস্ট করে দিয়েছে। দ্যা স্পিরিট অব ইসলাম পরলে দেখবেন তার নমুনা।
পাশ্চাত্য সংস্কৃতির সাথে ইসলামের চিরাচরিত ঐতিয্য কে মিশাতে গিয়ে তারা ইসলামের বারোটা বাজিয়েছে।

২.আবুল কালাম আজাদ

উপমহাদেশের সর্ব প্রথম ব্যাক্তি যিনি "ধর্মনিরপেক্ষ মতবাদকে ইসলামের সাথে একত্ততা ঘোশনা করেছিলেন"

আর এখন এরা তো করবেই।
যাই হোক,
ইসলাম বিনষ্ট কারী বিষয়ের মাঝে একটি হলো:

যারা মুশরিকদের কাফির মনে করেনা অথবা তাদের কাফির হওয়ার বিষয়ে সন্ধেহ পোষন করে অথবা তাদের ধর্মকে সঠিক মনে করে তাহলে তারা কুফরি করলো।
(আল আকিদাতুস সহিহা, শায়খ আব্দুল আযিয আব্দুল্লাহ ইবন বায (রহ))
176565
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৩
রাইয়ান লিখেছেন : কি বলব ! এসব চেতনাবাজদের কথা চিন্তা করতেও আমি চরম ঘৃণাবোধ করি। ওদের উপর আল্লাহর লানত ঝরে পড়ুক চিরদিন.... Frustrated Waiting
176582
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৬
তিতুমীর সাফকাত লিখেছেন : আল্লাহ্‌ আমাদের হেফাযত করুন
176610
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
আহমদ মুসা লিখেছেন : আল্লাহর লায়ানত পার্টির কল্যাণে না জানি কখন আবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররামে চ্যাতনার ঠেলায় "ভার্ষ্কয্য" শোভা পায় কিনা। দীর্ঘদিন ধরে তো এমনিতেই ফেরাউনের আধুনিক ভার্ষণের বন্দনা শুরু হয়ে গেছে।
176611
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধর্মনিরপেক্ষতা কেবল ইসলাম ও মুসলিম দের জন্য প্রযোজ্য। বাকিদের জন্য নয়। সম্রাট আকবর বিশাল ভারত বর্ষের সম্রাট হলেও তার ধর্মের অনুসারি হয়েছিল মাত্র ১৭ জন। দুর্ভাগ্য এই সরকারের অনুসারি অনেক বেশি।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
130087
দ্য স্লেভ লিখেছেন : আমি তো জানতাম ১৮ জন.... Happy আকবরের চামচা আবুল ফজলসহ...
176848
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৯
আইমান হামিদ লিখেছেন : GAY BANGLA বলে আগে বাড়ো
177025
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : আওয়ামীলীগ!!! এক আশ্চর্য জাতি।
১০
177195
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৯
শেখের পোলা লিখেছেন : টেলিগ্রাফ মেশিন দেখে থাকলে বুঝতেন, এক প্রান্ত থেকে বোতাম চাপে, শব্দ হয়- টরে টক্কা,টক্কা টরে, আর অন্য প্রান্তে লেখা হয়৷ পোষ্ট মাষ্টার সাহেবের সে লেখা বদল করার উপায় ছিলনা৷ কারণ প্রেরক যা লিখবে সেটাই প্রাপককে পৌঁছে দিতে হবে৷ আমরা এখন সেই মেশিনের আওতায় আছি৷ দিল্লী থেকে টরে টক্কা করে আর গন ভবণ তাই বিলি করে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File